শিরোনাম

যারা নতুন দল তৈরি করেছে তারা এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তি নয় – কর্ণেল অলি

ডেস্ক রিপোর্ট জাগরণ ডট নিউজ

আপডেট: নভেম্বর ১৯, ২০১৯ ০৮:৫০

image

লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতাকর্মীদের দলত্যাগ এবং নতুন দল গঠন সম্পর্কে দলটির প্রধান অলি আহমেদ বলেন, বাবা সন্তানকে ত্যাজ্য করতে পারেন।ছেলে কি তা পারে?”

১২ নভেম্বর(সোমবার) দুপুরে প্রেসক্লাবে  এলডিপির দলত্যাগী নেতারা আলাদা কমিটি ঘোষণা করলে একই জায়গায় কয়েকঘন্টা পর এক সংবাদ সম্মেলনে অলি আহমেদ এমন মন্তব্য করেন।

তিনি দল থেকে বাদ পড়াদের ভাই এবং সন্তান সমতূল্য আখ্যা দিয়ে  বলেন, ‘এলডিপি থেকে বাদ পড়ে যারা আজ নতুন কমিটি করেছে, তারা আমার ভাইয়ের মতো ও সন্তান সমতুল্য। তাদের বিরুদ্ধে কথা বলার শিক্ষা আমার বাবা-মা দেয়নি। বাংলাদেশে বহু দল আছে, তারা না হয় আরও একটা করল, তাতে ক্ষতির কি আছে?’

তবে এরপরই তিনি  অন্য কারো এলডিপি নামে দল করার অধিকার নেই মন্তব্য করে বলেন বলেন, ‘এলডিপি আমার নামে নিবন্ধিত রাজনৈতিক দল। অন্য কারও এলডিপি নামে দল করার অধিকার নেই। কেউ যদি নিজের বাবার নাম বাদ দিয়ে আমার নামে পরিচিত হতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নাই। যারা নতুন কমিটি করেছে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় যে, তাদের নিয়ে আলোচনা করতে হবে।’

অলি আহমদ আরও বলেন, ‘আমি এলডিপি প্রতিষ্ঠা করেছি, ১২ বছর যাবৎ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, জাতীয় মুক্তি মঞ্চ কোনো অবস্থাতেই প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। কারও প্রতি অবিচার হোক সেটা আমরা কামনা করি না।’

এছাড়া দেশের  বর্তমান দুরবস্থার জন্য সরকারকে দায়ী করে জাতীয় মুক্তি মঞ্চের আহ্বায়ক অলি আহমদ বলেন, “দেশে বিরাজমান নৈরাজ্য, দুর্নীতি, বিচারহীনতা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জনগণের ওপর অত্যাচার, অনাচার এবং জবাবদিহিহীন পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী। কারণ তারা কখনো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নাই। অনতিবিলম্বে তাদের উচিত ক্ষমতা থেকে পদত্যাগ করে, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য পথ সুগম করা।“

অলি আহমদ আরও বলেন, জাতীয় মুক্তিমঞ্চ কোন অবস্থাতেই প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। কারো প্রতি অবিচার হউক সেটা আমরা কামনা করি না। বরং সকলের প্রতি ন্যায় বিচার ও সমান সুযোগ এবং সমান অধিকারে আমরা বিশ্বাসী। সুতরাং সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। দেশে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশ আমাদের সকলের। কারো প্রতি আমরা অবিচার বা অন্যায় করব না। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে হবে। মিথ্যা এবং অন্যায় কাজ পরিহার করতে হবে। গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমদ ও জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image