শিরোনাম

রাঙ্গামাটিতে সাবেক মহিলা এমপির বিরুদ্ধে আ’লীগ সাধারণ সম্পাদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি জাগরণ ডট নিউজ

আপডেট: নভেম্বর ২২, ২০১৯ ২০:৪৭

image সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ এনে সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনুর বিরুদ্ধে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর। বৃহস্পতিবার রাঙ্গামাটি কোতয়ালী থানায় এই মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। রাঙ্গামাটি কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা নং-১০৬২/১৯।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মামলার বিষয়টি জানিয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর জানান, ষড়যন্ত্রমূলকভাবে আমাকে জড়িয়ে ফেসবুকে একটি ভিডিও ক্লিপ ছড়ানোর মাধ্যমে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার একটি ষড়যন্ত্র করা হয়। ফেসবুকে ছড়ানো এ ভিডিও ক্লিপের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে তার অবস্থান ব্যখ্যা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর ।

বিবৃতিতে মুছা মাতব্বর আরো বলেন, ‘গত ১৯ নভেম্বর ২০১৯ খ্রি. তারিখ রাত ১২ টার দিকে সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু তার ফেসবুক আইডি থেকে উক্ত অশালীন ভাষায় রেকর্ডকৃত ভিডিও ক্লিপটি পোস্ট ও শেয়ার করেন। যা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি।

তিনি বলেন, সাবেক মহিলা এমপি ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হয়রানি ও ক্ষতি করার লক্ষ্যে এ ষড়যন্ত্রমূলক কাজটি করেছে বলে আমি মনে করি। এ ঘটনার নিন্দাও জানান তিনি।

হাজী মো. মুছা মাতব্বর বলেন, ২০০৯ সালে ২২ জানুয়ারি রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছিলেন ফিরোজা বেগম চিনু।
সেখানে তিনি লজ্জাজনকভাবে পরাজিত হয়েছিলেন। ২০০৯ সালে পরাজয়ের সেই ক্ষোভ ও আসন্ন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে আমার জনপ্রিয়তা ও নেতৃত্বের সফলতায়  ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে তিনি উদ্দেশ্য প্রণোদিত ও হীন ষড়যন্ত্রমূলক এই ভিডিও তৈরি করেছেন বলে আমি মনে করি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অশোভন ও অশালীন ভিডিও প্রচার করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আমি ২১/১১/২০১৯ খ্রিঃ তারিখ কোতয়ালী থানায় আমি একটি মামলা দায়ের করি। মামলা নং-১০৬২।

মুছা মাতব্বর আরো বলেন, রাঙ্গামাটি ফিরোজা বেগম চিনু জেলা আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেত্রী হয়ে এমন অশালীন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মত কর্মকান্ড সংঘটিত করার কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি বরাবরেও আবেদন করেছি।

এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি। তিনি জানান, মামলা গ্রহণের পর নিয়ম মোতাবেক আমরা অভিযোগের প্রযুক্তিগত দিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। ওই রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image