শিরোনাম

নতুন মন্ত্রীপরিষদে বেশিরভাগই অনভিজ্ঞ: ফখরুল

ডেস্ক রিপোর্ট জাগরণ ডট নিউজ

আপডেট: নভেম্বর ২৭, ২০১৯ ১৪:৫১

image মঙ্গলবার (২৬ নভেম্ব)  সকালে ঠাকুরগাও নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে আলোচনাকালে মন্ত্রীপরিষদের সদস্যরা প্রফেশনাল ন্য বলে দাবী করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন , ‘তারা নতুন যে মন্ত্রিপরিষদ তৈরি করেছে, তাতে বেশির ভাগই অনভিজ্ঞ। তাঁরা প্রফেশনাল নন। দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, সে অবস্থায় দেশকে পরিচালনার জন্য যে কৌশল, যে প্রজ্ঞা প্রয়োজন হয়, তার অনুপস্থিতি লক্ষ করছি।’

মন্ত্রীদের মন্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব  বলেছেন, ‘কিছু কিছু মন্ত্রী যে উক্তি করছেন, তা ভেবেচিন্তে করেন না। সেই উক্তিগুলো যে কী প্রভাব বিস্তার করতে পারে জনগণের মধ্যে, অর্থনীতিতে বা তাঁদের মন্ত্রিপরিষদে, তা লক্ষ করেন না।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র। এটা পরিচালনার বিষয়টা নিঃসন্দেহে প্রফেশনাল ব্যাপার। যে কারণে আমরা দেখি উন্নত দেশগুলোতে যেটা করে, তারা বিভিন্ন সেক্টর থেকে লোকজন নিয়ে এসে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়। অনেক উন্নয়শীল দেশে এমনকি আমাদের দেশেও বর্তমান সরকারের আগে পর্যন্ত প্রফেশনাল লোকজনকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ইটস এ ওয়ান পার্টি রুল, ওয়ান পারসন রুল। আর কিছু দরকার নেই। প্রধানমন্ত্রী যা বলবেন, তা-ই হবে। তিনি সবকিছু করবেন।’

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র। যেটা ১৬০ মিলিয়নের একটা দেশ।এভাবে এ রাষ্ট্র চলতে পারে না। যার ফলে এ দেশে সুশাসনের অভাব দেখা দিয়েছে। সুশাসন না থাকলে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে চলে যায়। বাংলাদেশকে এখন পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র বলা যেতে পারে। কারণ সরকার সব জায়গাতেই ফেল করে যাচ্ছে। সরকার যেহেতু এক দলীয় শাসনব্যবস্থাকে পাকাপোক্ত করতে চায়, সে কারণে দলীয় লোকজনকে নিয়োগ করছে।

মির্জা ফখরুল বলেন, ‘সব জায়গাতেই ব্যর্থতাটা। পেঁয়াজে বলেন, সড়কে বলেন আর আর্থিক ব্যবস্থাপনায় বলেন। আমরা কখনোই দেখিনি যে এনবিআরের চেয়ারম্যানকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বসতে হয়। তাঁরা বসে বলছেন, সব ঠিক আছে। কিন্তু কিছুই তো ঠিক নেই।’

সমাবেশের দুই ঘন্টা আগে অনুমতি দেয়া প্রসঙ্গে বিএনপির এই নেতা      বলেন, ‘শাসনতন্ত্রে আমাকে সভা-সমাবেশ করার অধিকার পরিষ্কারভাবে দেওয়া আছে। আমরা তো অনুমতি চাই না। আমরা যেটা চাই সেটা হলো, অবগতি করি। কিন্তু তারা যেটা করছে, তা গ্রাম্য মোড়লের মতো। সমাবেশের দুই ঘণ্টা আগে অনুমতি দিচ্ছে। দুই ঘণ্টা আগে অনুমতি দিলে তো একটা সমাবেশ সফল করা কঠিন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বলেই দিয়েছি আমরা এখন শাসনতন্ত্রে যে অধিকার দেওয়া হয়েছে, সেই মোতাবেক চলব। জোর করে একটা গণতন্ত্রমনা জাতিকে আটকে রাখা যায় না।’

সরকারের পদত্যাগ দাবি করে মির্জা ফখরুল বলেন, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার মূল কারণ তারা জনগণের দ্বারা নির্বাচিত নয়। ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে সরকারের পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকার গঠন করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন করা।

আজ মির্জা ফখরুলের বাসভবনে এই অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি মো. তৈমুর রহমান, সহসভাপতি নুর ই শাহদাৎ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image