শিরোনাম

এমডি মিলছে না ডিএসই'র

বাণিজ্য ডেস্ক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ১১, ২০১৯ ১৭:৪৭

image

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এমডি নিয়োগে দুই দফা বিজ্ঞপ্তি দিয়েছে কিছুদিনের মধ্যেই। কিন্তু এ পদের জন্য কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি। গতকাল তৃতীয় দফায় এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই। এবার এমডি পদের বেতনও বাড়ানো হয়েছে। উল্লেখ্য গত পাঁচ মাস ধরে পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছাড়াই চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম।

গতকাল তৃতীয় দফায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে ডিএসইর এমডি পদে আগ্রহী প্রার্থীদের ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এতদিন ডিএসইর এমডি মাসিক ৫ লাখ টাকা বেতন পেলেও এবার সেটি বাড়িয়ে ৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। যোগ্য প্রার্থী পেলে বেতনের বিষয়ে দরকষাকষির সুযোগও রেখেছে ডিএসই।

বিজ্ঞপ্তিতে ডিএসইর এমডি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে, প্রার্থীকে ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত অথবা আইনে অন্তত স্নাতক ডিগ্রি এবং অন্তত ১০ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে। এছাড়া সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএর মতো প্রফেশনাল ডেজিগনেশন এবং অন্তত ১০ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স রয়েছে এমন প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে পুঁজিবাজার বা সংশ্লিষ্ট খাতে ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে, এমন প্রার্থীর ক্ষেত্রে ডিএসইর পর্ষদ চাইলে উল্লিখিত যোগ্যতা শিথিল করতে পারবে।

চলতি বছরের ৭ আগস্ট ডিএসইর এমডি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৬ জন প্রার্থী এ পদের জন্য আবেদন করেন। তবে ডিএসইর পর্ষদ আবেদনকারীদের মধ্যে কাউকেই এক্সচেঞ্জটির এমডি পদের জন্য যোগ্য মনে করেনি। এরপর আরেক দফায় ৮ সেপ্টেম্বর এ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই। দুই দফায় আবেদন করা প্রার্থীদের মধ্যে সাতজনকে প্রাথমিকভাবে বাছাই করে ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমুনারেশন কমিটি (এনআরসি)। সাক্ষাত্কারের ভিত্তিতে তাদের মধ্যে তিনজনকে প্রাথমিকভাবে বাছাই করে পর্ষদের কাছে পাঠায় এনআরসি। কিন্তু এ দফায়ও এমডি নিয়োগে ব্যর্থ হয় ডিএসই। এরপর এমডি নিয়োগের জন্য আরো তিন মাস সময় চেয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে ডিএসই। এর পরিপ্রেক্ষিতে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত এমডি নিয়োগে এক্সচেঞ্জটিকে সময় দেয় কমিশন।

প্রসঙ্গত, চলতি বছরের ১১ জুলাই ডিএসইর সাবেক এমডি কেএএম মাজেদুর রহমানের মেয়াদ শেষ হয়। ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের দ্বিতীয় এমডি হিসেবে ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান তিনি। ডিএসইর পর্ষদ আরেক মেয়াদের জন্য তাকে এমডি হিসেবে নিয়োগের সুপারিশ করে অনুমোদনের জন্য বিএসইসির কাছে প্রস্তাবনা পাঠায়। কিন্তু কমিশন ডিএসইর এমডি হিসেবে তার পুনর্নিয়োগের বিষয়টিতে অনুমোদন দেয়নি। বর্তমানে এক্সচেঞ্জটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আব্দুল মতিন পাটোয়ারি ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image