শিরোনাম

আওয়ামী লীগের কাউন্সিল: আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতারা

ডেস্ক রিপোর্ট জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২০, ২০১৯ ২৩:৪৭

image অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সরব শেখ হাসিনা দলের দুর্দিনে ত্যাগী ছাত্রনেতাদের মূল্যায়নের কথা ও ভবিষ্যৎ নেতৃত্ব বিবেচনায় এবার আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক একঝাঁক তরুণ দেখা যেতে পারে বলে অনেকে মনে করছেন।

এতদিন সম্মেলন ঘিরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এবং আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের পদচারণায় ছিলো মুখর। সেখানে ভিড় করা নেতাকর্মীদের মধ্যে ঘুরেফিরে আলোচনায় আসছে আওয়ামী লীগের পরবর্তী কমিটিতে নতুন ভাবে কারা আসছেন।

শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেলো দলটির ২১তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান।

শনিবার বসতে যাচ্ছে কাউন্সিল অধিবেশন। এর মধ্য দিয়ে এ পরিবর্তন আসবে। বাদ পড়বেন অনেক ‘প্রভাবশালী ও হেভিওয়েট’ নেতা, যার সংখ্যা দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মোট সংখ্যার অর্ধেকেরও বেশি বলেও মনে করছেন নেতারা। তারা বলছেন, ত্রিবার্ষিক এই সম্মেলনে পরীক্ষিত সাবেক ছাত্রনেতাদের অনেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চলে আসতে পারেন কেন্দ্রীয় কমিটিতে।

আওয়ামী লীগের শীর্ষ একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সংসদে এবার ব্যাপক রদবদল আনা হবে। কালিমালিপ্তদের বাদ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির সাবেক ছাত্রনেতাদের নেতাদের নেতৃত্বে আনা হবে। নতুন মুখ ও নতুন নেতৃত্বের যে প্রত্যাশা আওয়ামী লীগ করছে, এর প্রতিফলন ঘটবে এতে।

সর্বশেষ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের ৮১ সদস্যের কমিটিতে ২৫ জন তরুণকে নেতৃত্বে আনা হয়েছিল, যারা বিভিন্ন সময় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে সাবেক ছাত্র নেতাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে দলে কাজ করলেও গুরুত্ব পূর্ণ দায়িত্ব পাননি, তারা এবারের সম্মেলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

নিজের প্রত্যাশা ব্যক্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী বাংলাদেশ জার্নালকে বলেন, আমরা আমাদের নেত্রী শেখ হাসিনার ছাত্র। সারাজীবন ছাত্র হিসাবে থাকতে চাই। তিনি এই প্রতিষ্ঠানে যেভাবে রাখবেন, সেভাবেই থাকতে চাই।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ্বাস বলেন, যারা তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করবে, আমরা তেমন নেতৃত্বই চাই। আওয়ামী লীগকে গতিশীল করতে সাংগঠনিকভাবে দক্ষ ও দলের ভাবমূর্তি ধরে রাখতে পারবে এমন নেতৃত্ব আমরা চাই। এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসায় দেশে যে উন্নয়ন, অর্জন হয়েছে সেটাকে অব্যাহত রাখতে এবং দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বলিষ্ঠ ভূমিকা রেখে মোকাবিলা করবে- এমন নেতৃত্ব আমরা চাই।

সারাদেশে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট যারা এবার কেন্দ্রীয় কমিটিতে আসতে পারে বলে অনেকে মনে করছে তাদের মধ্যে- চট্টগ্রাম অঞ্চলে ছাত্রলীগের সাবেক সভাপতি মাইনুদ্দিন হাছান চৌধুরী, সা‌বেক সহ সভাপ‌তি মহিউদ্দিন হেলাল, আন্তর্জা‌তিক সম্পাদক সালাহ উদ্দিন মহমুদ চৌধুরী, আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার মেয়ে ওয়াসফিয়া খানম, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাইফুদ্দিন নাসির, চট্টগ্রাম বিশ্ব‌বিদ্যা‌লয়ের সা‌বেক সভাপ‌তি আলাউদ্দিন নাসিম, সা‌বেক সহ সভাপ‌তি প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সহ সভাপতি লুৎফুন্নাহার মুন্নি, ঢাবি ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান আনসারী, সহ-সভাপ‌তি শাহজাদা মহিউদ্দিন, চাঁদপুরের এমপি রাহুল আমিন, সা‌বেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

রংপুর অঞ্চলে সাংসদ মোস্তাফিজুর রহমান ফিজার, আমেনা বেগম কহিনুর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক পিএস ১ ও ঢাকা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিমা খাতুন (ওয়াজেদ মিয়ার ভাগ্নি), আওয়ামী লীগের ট্রেজারার আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান।

ঢাকা অঞ্চলে ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সা‌বেক সহ সভাপ‌তি মঞ্জুরুল লাভলু, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক প‌নিরুজ্জামান তরুণ, সা‌বেক সহ সভাপ‌তি ইশতিয়াক শীমুল, সা‌বেক ছাত্র‌নেতা মাকসুদুল আলম ডাবলু, কেন্দ্রীয় সদস্য দীপক কুমার, সা‌বেক সহ সভাপ‌তি শাহাব উদ্দিন ফরাজী, সা‌বেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সা‌বেক সহ সভাপতি সুজাত রহমান, ঢা‌বি ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি সাজ্জাত হোসেন, ঢা‌বি ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন মে‌হেদী, সা‌বেক সহ সভাপ‌তি রা‌শেদুল মাহমুদ রা‌সেল, সা‌বেক সদস্য তারেক সামস হিমু, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মোস্তাক। এছাড়া খালেদ মোশার‌ফের মে‌য়ে মে‌হেজা‌বিন খা‌লেদ, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর, নারায়নগঞ্জের মেয়র আইভি রহমান, সা‌বেক সহ সম্পাদক গাজীপুরের মেয়র জাহাঙ্গির, ম‌য়েজ উদ্দিনের মে‌য়ে সাংসদ মেহের আফরুজ চুমকী, সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকার নবাব প‌রিবা‌রের সন্তান ম‌ডেল ফয়সাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম রাজ্জাক, ব্যারিস্টার ফারজানা।

খুলনা অঞ্চলে ছাত্রলীগের সা‌বেক সহ সভাপ‌তি অসীত বরণ বিশ্বান, সা‌বেক দপ্তর না‌সিম আল মুমিন রুপক, সা‌বেক সদস্য সুভাস সিংহ রায়, সা‌বেক সদস্য রাশেদুল বাসার ডলার, সাবেক সহ সভাপতি তারেক আল মামুন, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

ময়মনসিংহ অঞ্চলে ডাকসুর সাবেক সম্পাদক মঞ্জুর কাদের কোরাইশী, সা‌বেক ছাত্রনেতা শ‌ফি আহ‌ম্মেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক শাহ মোস্তফা আলমগীর, সা‌বেক অর্থ সম্পাদক মোর‌শেদুজ্জামান সে‌লিম, সা‌বেক সহ সম্পাদক আলমগীর হাসান, ভি‌পি লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমনান টুটুল আলোচনায় বয়েছেন।

রাজশাহী অঞ্চলে ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম পল, সা‌বেক সহ সভাপ‌তি মাজহারুল ইসলাম মানিক, সাবেক প্রচার সম্পাদক আরিফুর রহমান উজ্জল।

বরিশাল অঞ্চলে ছাত্রলীগের সা‌বেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, ঢাকা মহানগর ছাত্রলী‌গের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সা‌বেক সহ সভাপ‌তি আতাউর রহমান আতা, সা‌বেক সহ সভাপতি বলরাম পোদ্দার, সা‌বেক সহ সভাপতি সম্পাদক আনিসুর রহমান, সা‌বেক ধর্ম সম্পাদক হেমায়েত হো‌সেন, সা‌বেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মৈত্রী হ‌লের সা‌বেক সভাপ‌তি রো‌জিনা রোজী, সা‌বেক সদস্য ম‌নিরুজ্জামান ম‌নির, সা‌বেক সদস্য রু‌বিনা মিরা, ঢা‌বি ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক এ কে আজিম, সাজ্জাদ সাকিব বাদশা।

সিলেট অঞ্চলে ব্যারিস্টার ছাইয়েদুল হক সুমন, আবদ্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন, সুর‌ঞ্জিতপত্নী জয়া সেন গুপ্ত, শেখ হা‌সিনার সা‌বেক বি‌শেষ সহকারী সারোয়ার হোসেন।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image