শিরোনাম

এমপিও ভুক্তির খবরে আসল এবতেদায়ী মাদ্রাসাকে ঠেকাতে রাতারাতি আরেক মাদ্রাসা নির্মাণ!

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২২, ২০১৯ ২১:০৭

image গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিও ভুক্তির খবরে আসল এবতেদায়ী মাদ্রাসাকে ঠেকাতে রাতারাতি আরেক এবতেদায়ী মাদ্রাসা তৈরি করছেন প্রতিপক্ষ।

জানা গেছে, উপজেলার ফলগাছা দর্জিপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাকে ঠেকাতে রাতারাতি একই নামে আরেক প্রতিষ্ঠান গড়ছেন প্রতিপক্ষ। ঘটনাটি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামে ঘটেছে। ফলে ১৯৮৪ সাল থেকে চলে আসা প্রতিষ্ঠানটি জাতীয় বেতনভুক্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এলাকাবাসীর দাবি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্য মতে, ১৯৮৪ সালে ফলগাছা দর্জিপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দেলওয়ার হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি। প্রতিষ্ঠানটি গড়তে জমিদান করেন তকিজল, মন্তাজ, শামছুল, কান্দরি, শহিদুল ও আবু তালেব নামের কিছু শিক্ষানুরাগী। শুরু থেকে প্রতিষ্ঠানটি বিনা বেতনে স্থানীয় শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠদান করে আসছিলেন। এমনকি সরকারি শিক্ষা উপকরণ, উপবৃত্তি ও বিস্কুটসহ সকল সুযোগ-সুবিধা পেয়ে প্রতিষ্ঠানটি ধরে রাখেন প্রধান শিক্ষক শামছুল আলম। তৎকালীন সময় থেকে শুরু করে মাদ্রাসাটি সমাপনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করে।

দীর্ঘ প্রায় ৩৬ বছর পর এবতেদায়ী মাদ্রাসাটি জাতীয় স্কেলে অর্ন্তভুক্ত হয়। স্বতন্ত্র মাদ্রাসাটির জাতীয় স্কেলের তালিকায় নাম আসার পর প্রতিপক্ষ আবু তালেব ওই মাদ্রাসার কাছেই একই নামে নতুন করে আরেকটি প্রতিষ্ঠান নির্মাণ করছেন।

এতে একই নামে প্রতিষ্ঠান হওয়ায় জাতীয় স্কেলে বেতন ভুক্তি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে আসল এবতেদায়ী মাদ্রাসাটির।

অভিযোগ আছে, স্থানীয় জমিদাতা আবু তালেব মাদ্রাসাটিতে জমিদান করার পর নিজের নামে তা রেকর্ড করে নেন। এমনকি তার ছেলেকে ওই প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ দেয়ার জন্য প্রধান শিক্ষককে হুমকি দেন। প্রধান শিক্ষক তা মানতে রাজি না হওয়ায় নিজেকে সভাপতি দাবি করে আদালতে একটি মামলা করেন। মামলাটি এখনো বিচারাধীন।

অন্যদিকে, বিভিন্ন জায়গার কিছু লোকজনকে শিক্ষক বানিয়ে ও কমিটির সদস্য দেখিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেন। এসব ঘটনার পর কোন কাজ না হওয়ায় মাদ্রাসার কাছে জমি নিয়ে নতুন করে একই নামে আরেকটি প্রতিষ্ঠান নির্মাণ করছেন তিনি। এতে আগের প্রতিষ্ঠানটির জাতীয় বেতন স্কেল ভুক্তি হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়।

স্থানীয়রা বলছেন, ফলগাছা দর্জিপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসাটি শুরু থেকেই পাঠদান ও যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন করে আরেকটা প্রতিষ্ঠান তৈরি হওয়ায় আগের মাদ্রাসাটি ক্ষতিগ্রস্থ হবে। তাদের দাবি, দ্বিধা-দ্বন্দ দুর করে আগের মাদ্রাসাটিকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপে ফিরিয়ে আনার।

আসল এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক শামছুল আলম বলেন, ১৯৮৪ সাল থেকে আমি মাদ্রাসার পিছনে শ্রম দিয়ে আসছি। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছি, অন্যদিকে সময়ের অপচয় করেছি। প্রত্যন্ত এ অঞ্চলে এতদিন ধরে বিনা বেতনে আমি পাঠদান করে আসছি। তবে হঠাৎ করে জাতীয় বেতন স্কেল ভুক্তির খবর শুনে প্রতিপক্ষের আরেকটা এবতেদায়ী মাদ্রাসা নির্মাণ করায় আমি বিস্মিত হয়েছি। এতে করে আমার মাদ্রাসাটি ক্ষতিগ্রস্থ হবে। হারিয়ে ফেলব বাঁচার আশা।

বিষয়টি নিয়ে কথা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল’র সঙ্গে। তিনি বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।”

উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী বলেন, কেউ প্রতিষ্ঠান তৈরি করতে চাইলে তো আমরা বাঁধা দিতে পারিনা। ওই প্রতিষ্ঠানটির দাবিদার দুই পক্ষ। ইতোমধ্যে একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে। তবে আমরা সবকিছু যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি।

image
image

রিলেটেড নিউজ


পদ্মায় জেলের জালে ১১ কেজির ঢাই মাছ! ৩৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা বিস্তারিত


মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বিস্তারিত


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন বিস্তারিত


হাওর দেখতে যাচ্ছিলেন বন্ধুরা, ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

দলবেঁধে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত বিস্তারিত


রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, আখাউড়ায় নারীর ভয়ঙ্কর পরিণতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু বিস্তারিত


ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ

গাবতলীর আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে বিস্তারিত


অবৈধ সম্পর্কে স্বামী, ছেলেসহ আত্মহনন শেফালীর!

নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে ছেলেসহ স্ত্রী আত্মহনন করেছেন বলে জানা গেছে। বিস্তারিত


সাগরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে বিস্তারিত


হানিফ ফ্লাইওভারে ল্যাম্পপোস্টে বাইকের ধাক্কা, নিহত ২

রাজধানীর ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image