শিরোনাম

প্রবৃদ্ধি অর্জনে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর

ডেস্ক রিপোর্ট জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ৫, ২০২০ ১০:০৯

image পোশাক খাতের অর্থনৈতিক মন্দা, ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতাসহ নানামুখী সমস্যায় প্রবৃদ্ধির হার অর্জনে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। গত বছর রেকর্ড পরিমাণ কার্গো হ্যান্ডলিংয়ের পাশাপাশি জাহাজ আসার সংখ্যা বাড়লেও তা বিগত বছরগুলোর প্রবৃদ্ধির হারের চেয়ে কম।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশই সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। যে কারণে বছর শেষে দেশের অর্থনৈতিক অগ্রগতির সূচক পরিমাপের জন্য বন্দরের প্রবৃদ্ধিকে অন্যতম মাপকাঠি হিসেবে চিহ্নিত করা হয়।

২০১৯ সালে ৭ দশমিক ৩ প্রবৃদ্ধি হিসাবে কার্গো হ্যান্ডলিং হয়েছে ১০ কোটি ৩০ লাখ ৭৭ হাজার টন। অথচ এ ক্ষেত্রে ২০১৮ সালে প্রবৃদ্ধি হয়েছিল ১১ দশমিক ৪৪৯ শতাংশ।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, আমদানি পণ্যের কস্টিং এবং বিক্রয়ের মধ্যে ব্যাপক পার্থক্য থাকার কারণে অনেক আমদানিকারক আমদানি থেকে বিরত রয়েছেন।

কার্গোর মতো কন্টেইনার হ্যান্ডলিংয়েও প্রবৃদ্ধি তুলনামূলক কম হয়েছে। ২০১৮ সালে ২৯ লাখ ৪ হাজার কন্টেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে প্রবৃদ্ধি হয় ১১ দশমিক ৬ শতাংশ। কিন্তু ২০১৯ সালে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং হলেও প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬ দশমিক ৩৪ শতাংশ। প্রবৃদ্ধির হার কমার ক্ষেত্রে নানা জটিলতার কথা বলছেন ব্যবসায়ী নেতারা।

বিজিএমইএর সহ-সভাপতি এএম চৌধুরী সেলিম বলেন, মুদ্রা ডি-ভ্যালু করার কারণে ভিয়েতনাম ও কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশ পারছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে।
২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে চট্টগ্রাম বন্দরে ৬০টি জাহাজ বেশি আসলেও প্রবৃদ্ধির হার মাত্র ১ দশমিক ৬ শতাংশ। অথচ তার আগের বছর প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ২৫ শতাংশ। অবশ্য জাহাজ আসার প্রবৃদ্ধি কমার ক্ষেত্রে যুক্তি আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুকের।
তিনি বলেন, পূর্বের তুলনায় অনেক বড় জাহাজ হ্যান্ডেল করার কারণ জাহাজের গ্রোথ কিছুটা কম।

সক্ষমতা বাড়াতে ২০১৯ সালে ১০টি গ্যান্ট্রি ক্রেন যুক্ত হয়েছে বন্দরের বহরে। সেই সঙ্গে লক্ষ্য পূরণে ২ বছর এগিয়ে রয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image