শিরোনাম

চসিক নির্বাচন : কাউন্সিলর হতে ৪৪১ জন মনোনয়ন ফরম নিলেও জমা দিয়েছেন ২২০

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ২৮, ২০২০ ১৮:৫৪

image চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ৪৪১ জন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন মাত্র ২২০ জন। সে হিসাবে নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেও জমা দেননি অর্ধেকের বেশি কাউন্সিলর প্রার্থী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন অফিস থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে বিভিন্ন দলের ও স্বতন্ত্র ১১ জন ফরম সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৯ জন। এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থী ২২০ জন ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৫৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছিলেন ৪৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছিলেন ৭৯ জন।

মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন- আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, বিএনপির ডা. শাহাদাত হোসেন, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, ইসলামী আন্দোল বাংলাদেশের জান্নাতুল ইসলাম, ইসলামী ফ্রন্টের এম এ মতিন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মঞ্জুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী ও মো. তানজিল আবেদিন।



ফরম সংগ্রহ করলেও জমা দেননি চট্টগ্রামের বিএনপি নেতা ও বিজিএমইএর সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহ এবং আওয়ামী লীগ নেতা ও নুরুল ইসলাম বিএসসির বড় ছেলে বিশিষ্ট শিল্পপতি মুজিবুর রহমান।

এদিকে নির্বাচন অফিসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৭ জন, ২নং জালালাবাদ ওয়ার্ড থেকে ১৩ জন, ৩নং পাচলাইশ ওয়ার্ড থেকে ১৬ জন, ৪নং চান্দগাঁও ওয়ার্ড থেকে ১৩ জন, ৫নং মোহরা ওয়ার্ড থেকে ২১ জন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড থেকে ৫ জন, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড থেকে ৯ জন, ৮নং শুলকবহর ওয়ার্ড থেকে ৯ জন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে ১১ জন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড থেকে ৬ জন, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে ১৬ জন, ১২নং সরাইপাড়া ওয়ার্ড থেকে ৯ জন, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড থেকে ১৫ জন, ১৪নং লালখান বাজার ওয়ার্ড থেকে ১১ জন, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড থেকে ৯ জন, ১৬নং চকবাজার ওয়ার্ড থেকে ১২ জন, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড থেকে ১১ জন, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড থেকে ৫ জন, ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড থেকে ১৩ জন, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড থেকে ৮ জন এবং ২১নং জামালখান ওয়ার্ড থেকে ৮ জন।

এছাড়া ২২নং এনায়েত বাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫ জন, ২৩ নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড থেকে ৮ জন, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড থেকে ৮ জন, ২৫ নং রামপুর ওয়ার্ড থেকে ৬ জন, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড থেকে ১৬ জন, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড থেকে ৯ জন, ২৮ নং পাঠানটুলী ওয়ার্ড থেকে ১৪ জন, ২৯ নং পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড থেকে ০৯ জন, ৩০ নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড থেকে ৭ জন, হাবিবুর রহমান, ৩১ নং আলকরন ওয়ার্ড থেকে ১০ জন, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড থেকে ১১ জন, ৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড থেকে ৯ জন, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড থেকে ১৪ জন, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড থেকে ৯ জন, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড থেকে ৮ জন, ৩৭ নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে ১০ জন, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড থেকে ১৩ জন, ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড থেকে ১০ জন, ৪০ নং উত্তর পতেঙ্গা ওয়ার্ড থেকে ১৪ জন ও ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড থেকে ১৪ জন প্রার্থী কাউন্সিলর পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন।



কিন্তু বৃহস্পতিবার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র ২২০ জন প্রার্থী। বাকি ২২১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেও তা জমা দেননি।

এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছিলেন ৭৯ জন। শেষ দিনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৫৮ জন প্রার্থী। বাকি ২১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেও তা জমা দেননি।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শুরু থেকেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল চোখে পড়ার মতো। চসিক নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৯ জন। সিটি নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সংখ্যক মেয়র হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। মূলত এদের অনেকে ক্ষমতাসীন দলের ওপর ভর করে বৈতরণি পার হতে চেয়েছিলেন। কাউন্সিলর প্রার্থিতার ক্ষেত্রেও সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। কিন্তু বিদ্রোহী প্রার্থীদের প্রতি দলের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত অনেকে মনোনয়নপত্র জমা দেননি।

image
image

রিলেটেড নিউজ


১১টি প্যারামিটারে হালদার পানির গুণগত মান স্বাভাবিক

 ১১টি ভৌত ও রাসায়নিক প্যারামিটারে দেশের মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বিস্তারিত


চট্টগ্রামের নিমতলায় লাকড়ির দোকানে আগুন

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। তবে এতে বিস্তারিত


ক্লাস শুরু করতে প্রস্তুত চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

চট্টগ্রামের স্কুল, কলেজ ও মাদরাসাগুলো শিক্ষার্থী বরণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বিস্তারিত


সোমবার থেকে বিকেলে টিকা কার্যক্রম চালাবে জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে দুপুরে করোনা টিকা বিস্তারিত


মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, বক্তব্য হাস্যকর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বিস্তারিত


৫ শতাংশে নেমেছে চট্টগ্রামে করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন। যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ বিস্তারিত


যানজটে আটকে ‘১৩ হকারকে পুলিশে দিলেন এমপি’

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজটে আটকে পড়ায় ১৩ হকারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিস্তারিত


‘সিআরবি ধ্বংসের চক্রান্ত প্রতিহত করা হবে’

প্রাণ-প্রকৃতি ধ্বংস করে জনস্বার্থবিরোধী হাসপাতাল নির্মাণ করে সিআরবি ধ্বংসের চক্রান্ত বিস্তারিত


চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০৬, মৃত্যু ২ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৬৬৬ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image