শিরোনাম

পতাকা উত্তোলন দিবসে আমন্ত্রণ করা হয়নি উত্তোলককে-ই

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: মার্চ ২, ২০২০ ২০:১৪

image ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে যে কর্মসূচি পালিত হয়েছে, সেখানে প্রথম পতাকা উত্তোলক আ স ম আবদুর রবকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এজন্য ওই অনুষ্ঠান বর্জন করায় ডাকসুর ভিপি নুরুল হক নুরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোমবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মান্না এ কথা জানান।

১৯৭১ সালের এই দিনে পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায়। সেখানে আয়োজিত ছাত্র সমাবেশে ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

রব এখন সরকারবিরোধী আন্দোলনের সরবমুখ এবং জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রধান।

মান্না বলেন, ডাকসুর ভিপি নুর আজ একটি সাহসী কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা তিনি বর্জন করেছেন। কারণ এই অনুষ্ঠানে আ স ম আবদুর রবকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে যারা বক্তৃতা করেছেন, তারা কেউ আ স ম আবদুর রবের নাম উল্লেখ করেননি। এমনকি ২ মার্চের সেই সমাবেশের কথাও বলেননি। সেই ইতিহাসের কথা বলেননি। সেখানে কেবল এক ব্যক্তির প্রশংসা করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, যেখানে স্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই, মানুষ ভোট দিতে যায় না, সেখানে মুজিববর্ষ পালন করা হচ্ছে। মুজিববর্ষে আ স ম রব নেই, কাদের সিদ্দিকী নেই, ডা. জাফরুল্লাহ চৌধুরী নেই, মুজিববর্ষে বাংলাদেশের একচ্ছত্র নেত্রী বেগম খালেদা জিয়া নেই। সেখানে শুধু তাদের (ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদিকে দরকার। এটি কি মুজিববর্ষ না মোদিবর্ষ? তারা এই অনুষ্ঠানে মোদিকে প্রধান বক্তা করেছেন। কারণ তারা মনে করছেন, মোদি ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আমি আজকে বলে দিচ্ছি, এই মোদিকে দিয়েও আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না।

সরকারের সমালোচনা করে মান্না বলেন, বেগম জিয়ার মতো একজন বড় নেত্রী, যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী, তাকে নির্যাতন করে জেলে আটকে রাখা হয়েছে। এরকম পরিস্থিতিতে আমি শুধু বলতে চাই, আমাদের স্বাধীনতার আন্দোলন থেকে অনেক কিছু শেখার আছে। সেই ইতিহাস থেকে মানুষকে আন্দোলনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে আসার সময়ই তিন-চারজন আমাকে জিজ্ঞেস করছে, ওইখানে সমাবেশে যাচ্ছেন? আন্দোলনের কথা বলবেন, কর্মসূচি দেবেন। আমার বিশ্বাস এখানে মঞ্চে যারা আছেন, প্রত্যেককে এ প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি আমার কথায় মানুষকে নিরুৎসাহিত করতে পারি না।

মান্না বলেন, ঐক্য সম্পর্কে আমার বক্তব্য একটাই। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন, ঐক্য রাজপথে সৃষ্টি হয়ে যাবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ডাকসুর ভিপি নুরুল হক নুর প্রমুখ।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image