শিরোনাম

সাকিবের জোড়া আঘাতে ব্যাকফুটে উইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮ ০০:০৮

image

হাতে আঘাত পেয়েছিলেন সাকিব। ব্যথা নিয়েই এলেন বোলিংয়ে। আর এসেই তার জোড়া আঘাত। এক ওভারে বাংলাদেশ অধিনায়ক ফিরিয়েছেন শিমরন হেটমায়ার ও ড্যারেন ব্রাভোকে। তাতে মিরপুরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১২ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১৫ ওভারে ৭ উইকেটে ১৩৯।

ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে হেটমায়ারকে আউট করে শুরু সাকিবের উইকেট উদযাপন। ১৭ বলে ১৯ রান করা হেটমায়ারকে ক্যাচ বানান সাইফউদ্দিনের হাতে। ওভারের শেষ বলে আবার সাকিবের উইকেট উৎসব। এবার বাংলাদেশ অধিনায়ক ফেরান ড্যারেন ব্রাভোকে। সাকিবের ঘূর্ণিতে খেই হারিয়ে মোস্তাফিজুর রহমানের হাতে সহজ ক্যাচ দেন ২ রান করা ব্রাভো।

মিরাজের শিকার হোপ

প্রথম টি-টোয়েন্টিতে তার ঝড়ে প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। মিরপুরের দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠেছিল শাই হোপের ব্যাট। যদিও বেশিদূর যেতে দেননি তাকে মেহেদী হাসান মিরাজ।

ব্যাটে বসন্ত চলছে হোপের। বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজেও শুরুতেও ছিলেন স্বরুপে। মিরপুরের দ্বিতীয় ম্যাচেও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। যদিও বেশিদূর যেতে দেননি মিরাজ। এই স্পিনারের বলে ১৯ বলে ৩৬ রান করে ফিরে গেছেন হোপ। ৬ বাউন্ডারি হাঁকিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি লিটন দাসের হাতে।

বোলিংয়ে এসেই সাকিবের উইকেট

বল হাতে নিয়েই সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। দুর্দান্ত গতিতে এগিয়ে চলা ক্যারিবিয়ানদের চেপে ধরেন তিনি নিকোলাস পুরানকে আউট করে। সাকিবের আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি, পরের বলে একই শট খেলতে গিয়ে ধরা পড়েন তামিম ইকবালের হাতে। ৬ বলে তার সংগ্রহ ১৪।

হায়দার ফেরালেন লুইসকে

শুরুতেই বাংলাদেশেকে উইকেট এনে দিলেন আবু হায়দার। এই পেসারের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন এভিন লুইস।

ব্যাটে বল লাগার পরও আম্পায়ার তাকে এলবিডাব্লিউ দিয়েছিলেন, তাতে ক্ষোভ ঝরেছিল লুইসের অঙ্গভঙ্গিতে। সে যাত্রায় ‘বেঁচে’ গেলেও হায়দারের বলে আর রক্ষা হয়নি। এই পেসারের বলে ‘বিগ’ শট খেলতে গিয়ে ক্যারিবিয়ান ওপেনার ডিপ মিডউইকেটে ধরা পড়েন লিটন দাসের হাতে। আউট হওয়ার আগে লুইস করেছেন মাত্র ১ রান।

বাংলাদেশের সংগ্রহ ২১১

এতদিন ঘরের মাঠে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ১৯৩। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে রেকর্ডটা নতুন করে লিখলো টাইগাররা। মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে স্কোরে জমা করেছে ২১১ রান।

একটুর জন্য টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রেকর্ড ভাঙা হয়নি। দেশ ও দেশের বাইরে মিলিয়ে কুড়ি ওভারের ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ২১৫ রান। গত মার্চে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে গড়া ওই রেকর্ড ভাঙা না গেলেও ঘরের মাঠের সর্বোচ্চ রানকে টপকে গেছে। এ বছরের শুরুর দিকে লঙ্কানদের বিপক্ষেই মিরপুরে ১৯৩ রান করেছিল টাইগাররা।

লিটন দাসের হাফসেঞ্চুরির (৩৪ বলে ৬০) পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস দুটিতে ২০০ ছাড়ানো স্কোর গড়েছে বাংলাদেশ। লিটনের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে একের পর এক শট খেলেছেন সাকিব-মাহমুদউল্লাহ। ব্যাটে ঝড় তুলে মাহমুদউল্লাহ ২১ বলে ৭ বাউান্ডারিতে অপরাজিত ছিলেন ৪৩ রানে। অন্যদিকে ক্যারিবিয়ান বোলারদের ওপর টর্নেডো বইয়ে সাকিব ২৬ বলে ৫ চার ও এক ছক্কায় খেলেছেন হার না মানা ৪২ রানের ইনিংস।

আগের ম্যাচে আলো ছড়ানো শিলডন কট্রেল ৩৮ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার ওশানে থমাস ও ফ্যাবিয়ান অ্যালেনের।

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image