শিরোনাম

সাকিবেই কুপোকাত ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮ ০০:০৮

image

দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে সামনে থেকে নেতৃত্ব দিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ।

সাকিবময় জয়

ব্যাটসম্যানরা গড়ে দিয়েছিলেন রেকর্ড সংগ্রহ। তাতে অবদান ছিল সাকিবের। বোলাররা মাঝেমধ্যে খেই হারালেও জ্বলে উঠলেন সাকিব। ৩৬ রানের জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

ব্যাট হাতে শুরুতে ঝড় তুলেছিলেন লিটন দাস। তিনে নেমে সৌম্য সরকার ধরে রাখেন গতি। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে তাণ্ডব চালান সাকিব ও মাহমুদউল্লাহ। আগে ব্যাট করে প্রথমবার দুইশ রান পার হয় বাংলাদেশ। রান তাড়ায় ক্যারিবিয়ানরা চেষ্টা করেছে ঝড় তোলার। কিন্তু বারবারই বাগড়া দিয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৪২ রানের পর বাংলাদেশ অধিনায়ক বল হাতে তুলে নিয়েছেন ৫ উইকেট।

১-১ সমতা ফেরা সিরিজের ফয়সালা শনিবার শেষ টি-টোয়েন্টিতে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯, পল ০/৫৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ১৯.২ ওভারে ১৭৫ (লুইস ১, হোপ ৩৬, পুরান ১৪, হেটমায়ার ১৯, পাওয়েল ৫০, ব্রাভো ২, ব্র্যাথওয়েট ৮, অ্যালেন ০, পল ২৯, কটরেল ৩*, টমাস ০; আবু হায়দার ১/৩৩, সাইফ ০/৪২, মুস্তাফিজ ২/৫০, সাকিব ৫/২১, মিরাজ ১/২৩, মাহমুদউল্লাহ ১/১)।

মাহমুদউল্লাহর হাতে শেষ

নিজের প্রথম ওভারটি করার সুযোগ পেলেন মাহমুদউল্লাহ ম্যাচের শেষ ওভারে। দ্বিতীয় বলেই স্লগ করতে গিয়ে শূন্য রানে বোল্ড ওশান টমাস। ওয়েস্ট ইন্ডিজ অল আউট ১৯.২ ওভারে ১৭৫ রানে।

পলের ঝড় থামালেন মুস্তাফিজ

সব হারিয়ে ফেলার পরও চেষ্টা করে যাচ্ছিলেন কিমো পল। খেলছিলেন দারুণ সব শট। শেষ পর্যন্ত তার ঝড়ো ইনিংস শেষ হলো মুস্তাফিজের বলে। লেংথ বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন মিড উইকেটে আরিফুল হকের হাতে।

১৬ বলে ২৯ রান করে ফিরলেন পল। শেষের কাছে ওয়েস্ট ইন্ডিজ, ১৮ ওভারে রান ৯ উইকেটে ১৭৩।

ফিফটির পরই শেষ পাওয়েল

ফিফটি করার পরের বলেই আকাশে তুলে বিদায় নিলেন রভম্যান পাওয়েল। মুস্তাফিজকে উড়িয়ে মারতে চেয়েছিলেন লং অনের ওপর দিয়ে। অনেকক্ষণ বাতাসে ভেসে থাকা বল দারুণ নির্ভরতায় হাতে জমিয়েছেন তামিম ইকবাল।

৩৪ বলে ৫০ রানে ফিরলেন পাওয়েল। ১৫.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ১৫০।

পাওয়েলের ফিফটি

৬ ও ১৪ রানে দুবার জীবন পেয়ে রভম্যান পাওয়েল করলেন ঝড়ো ফিফটি। আরেক পাশে নিয়মিত উইকেট পড়লেও পাওয়েল পাল্টা আক্রমণে কিছুটা বাঁচিয়ে রেখেছেন ক্যারিবিয়ানদের আশা।

৩৩ বলে ফিফটি করেছেন পাওয়েল। আবু হায়দারের এক ওভারে টানা চার বলে মেরেছেন তিন চার, এক ছক্কা।

সাকিবের পঞ্চম

অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলে স্লগ সুইপের চেষ্টা, লাইন মিস করে বোল্ড ফ্যাবিয়ান অ্যালেন। বাংলাদেশ অধিনায়ক পেলেন টি-টোয়েন্টিতে প্রথমবার ৫ উইকেটের দেখা। ১৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১৩৮।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে আগে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন ইলিয়াস সানি ও মুস্তাফিজুর রহমান। ২০১২ সালে অভিষেক টি-টোয়েন্টিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন সানি, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।

সাকিব ৪ ওভারের স্পেল শেষ করেছেন ২১ রানে ৫ উইকেট নিয়ে।

সাকিবের চার উইকেটে পথহারা উইন্ডিজ

বল ঠিকমতো গ্লাভসে জমাতে অনেকটা সময় নিলেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েটের সেদিকে খেয়ালই নেই যেন। শেষ পর্যন্ত স্টাম্পিং করার সময় পেলেন মুশফিক। সাকিব ধরলেন চতুর্থ শিকার।

সাকিবের বলে সুইপ করতে গিয়ে বাইরে চলে এসেছিল ব্র্যাথওয়েটের পা। বল মুশফিকের বুকে লেগে বাহুতে গড়িয়ে জমে গ্লাভসে। তখনও ভেতরে আসতে পারেননি ব্র্যাথওয়েট। হয়ে যান স্টাম্পড।

৩ বলে ৮ রানে আউট ব্র্যাথওয়েট। ১২.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১১৮। সাকিব চতুর্থবার পেলেন টি-টোয়েন্টিতে চার উইকেট।

হোপ-ঝড় থামালেন মিরাজ

অবশেষ শেই হোপকে থামাতে পারল বাংলাদেশ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ক্যারিবিয়ান ওপেনারকে ফেরালেন মিরাজ।

মিরাজের বলটিতে সুইপ করেছিলেন হোপ। তবে ঠিকমতো যেতে পারেননি বলের নিচে। তাই জোর পাননি বেশি, বল ওপরেও ওঠেনি যথেষ্ট। ডিপ মিড উইকেটে ক্যাচ নেন লিটন। বোলার মিরাজের উল্লাসই বলে দিচ্ছিল, উইকেটটি কতটা কাঙ্ক্ষিত ছিল বাংলাদেশের।

১৯ বলে ৩৬ রানে ফিরলেন হোপ। ৫.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৬২।

এক ওভারে ২৪

শেই হোপ আবারও ছুটছেন অপ্রতিরোধ্য গতিতে। তাকে থামানোর পথই পাচ্ছে না বাংলাদেশ। তার ব্যাটিং তাণ্ডবে মুস্তাফিজের এক ওভারে এসেছে ২৪ রান!

চতুর্থ ওভারে বোলিংয়ে আসা মুস্তাফিজের প্রথম চার বলেই চারটি চার মারেন হোপ। পঞ্চম বলে আসে দুই রান। পরের বলে ওয়াইডসহ বাউন্ডারিতে ৫ রান। ওয়েস্ট ইন্ডিজ ফিফটি স্পর্শ করে ৩.৫ ওভারেই। শেষ বলে আসে সিঙ্গেল।

রেকর্ড সংগ্রহ

লিটন দাসের ঝড়ে শুরু, সৌম্যর ব্যাটে বেগবান সেই ঝড়। মাঝে একটু কমে এলেও ঝড়ের তীব্রতা আবার বাড়ে সাকিব ও মাহমুদউল্লাহর ব্যাটে। সব মিলিয়ে ২০ ওভারে বাংলাদেশ তুলেছে ৪ উইকেটে ২১১। শেষ ৫ ওভারে এসেছে ৭১ রান।

আগে ব্যাট করে এই প্রথম দুইশ স্পর্শ করেছে বাংলাদেশ। দেশের মাটিতেও দুইশ হলো প্রথমবার। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড এই বছরই শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে লঙ্কানদের ২১৪ রান তাড়ায় জিতে যাওয়া ম্যাচে করা ২১৫ রান।

শের-ই-বাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড এটিই। আগের সর্বোচ্চ ছিল ২০১৩ সালে বাংলাদেশের বিপক্ষে নিউ জিল্যান্ডের ২০৪।

২৬ বলে ৪২ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন সাকিব, ২১ বলে অপরাজিত ৪৩ মাহমুদউল্লাহ। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪২ বলে ৯১ রান।

পঞ্চম উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই। ৮৪ রানের আগের রেকর্ড ছিল মাহমুদউল্লাহ ও মুশফিক জুটির।

জিততে হলে বাংলাদেশের বিপক্ষে রান তাড়ার রেকর্ড গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এই বছরের শুরুতে ১৯৩ রান তাড়ায় লঙ্কানদের জয় বাংলাদেশের বিপক্ষে রান তাড়ার রেকর্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ২১১/৪ (তামিম ১৫, লিটন ৬০, সৌম্য ৩২, সাকিব ৪২*, মুশফিক ১, মাহমুদউল্লাহ ৪৩*; কটরেল ২/৩৮, টমাস ১/৪৩, ব্র্যাথওয়েট ০/৪৩, অ্যালেন ১/২৯, পল ০/৫৪)।

জুটির ফিফটি

দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ, সাকিব ও মাহমুদউল্লাহর পাল্টা আক্রমণে আবার বাংলাদেশ নিয়েছে ইনিংসের লাগাম। পঞ্চম উইকেটে সাকিব ও মাহমুদউল্লাহ জুটির ফিফটি এসেছে কেবল ২১ বলে।

সাকিবের ছক্কায় দলের দেড়শ

দ্রুত ৩ উইকেট হারালেও মাহমুদউল্লাহ ও সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ। উইকেটে গিয়েই কটরেলকে টানা তিন বলে বাউন্ডারি মেরেছেন মাহমুদউল্লাহ। প্রতিপক্ষ অধিনায়ক ব্র্যাথওয়েটের বলে বাংলাদেশ অধিনায়কের ছক্কায় দল দেড়শ ছুঁয়েছে ১৫.২ ওভারে।

আবারও ব্যর্থ তামিম

আগের ম্যাচের মতোই জীবন পেয়ে কাজে লাগাতে পারলেন না তামিম। ১৩ রানে জীবন পেয়ে আউট হয়ে গেলেন ১৫ রানে।

স্পিন আক্রমণে এনে প্রথম ওভারেই সফল ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন শুরু করেছিলেন ওয়াইড দিয়ে। পরের বলটি ছিল লেংথ বল। তামিম চেয়েছিলেন পুল করে মিড উইকেট দিয়ে ওড়াতে। কিন্তু পারেননি বৃত্তের ভেতরের ফিল্ডারকে ফাঁকি দিতে। ক্যাচ নিয়েছেন কটরেল।

১৬ বলে ১৫ রান করে আউট হলেন তামিম। বাংলাদেশ ৪.১ ওভারে ১ উইকেটে ৪২।

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image