শিরোনাম

কুয়েতের সাজাপ্রাপ্ত আসামী বাংলাদেশে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ জাগরণ ডট নিউজ

আপডেট: আগস্ট ১৯, ২০২০ ২৩:৫৭

image

৩০ বছর আগে কুয়েতে গিয়েছিলেন আমির হোসেন। (আসল নাম সিরাজ উদ্দিন।) গিয়েই শুরু করেন মানবপাচারের কাজ। সেই অভিযোগে কুয়েতের একটি আদালত তাঁর তিন বছর সাজাও দিয়েছেন। কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে করোনাকালের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসেন।

কুয়েতের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গত রোববার নরসিংদীর মাধবদী থানার আমদিয়া গ্রাম থেকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আমির হোসেনকে গ্রেপ্তার করে। বিষয়টি আজ বুধবার রাতে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজীব ফারহান।

সিআইডির কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তারের পর আমির হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে দায়ের হওয়া একটি মানবপাচারের মামলা রয়েছে। তাঁর গ্রেপ্তারের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কুয়েত সরকারকে জানানোর কাজ চলছে। পরে কুয়েত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কী করা যাবে। বাংলাদেশেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। হয়তো আরো মামলা হবে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া কুয়েতের আদালতে সাজা হওয়া বাকি দুই বাংলাদেশিকেও আমরা খুঁজছি। হয়তো তাঁরাও বাংলাদেশের কোথাও লুকিয়ে আছেন। সাজাপ্রাপ্ত কুয়েতের নাগরিক সে দেশের কারাগারেই আছেন। আমির হোসেনসহ তিন বাংলাদেশির তিন বছর করে সাজা দিয়েছেন আদালত। বাকি কুয়েতের এক নাগরিককে ছয় বছর সাজা দিয়েছেন আদালত।’

মো. রাজীব ফারহান বলেন, ‘আমির হোসেন কিন্তু তাঁর প্রকৃত নাম না। তাঁর নাম সিরাজ উদ্দীন। গলাকাটা পাসপোর্টে তিনি কুয়েতে গেছেন। ৩০ বছর ধরে তিনি সেখানে থাকেন। প্রায় এক হাজার মানুষকে তিনি কুয়েতে নিয়েছেন। প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছেন অন্তত পাঁচ থেকে ছয় লাখ করে। যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন তাঁদের কোনো ভালো কাজ দিতে পারেননি। ফলে তাঁরা সেখানে অবস্থিত বাংলাদেশের দূতাবাসেও অভিযোগ করেছেন। আমির দেড় বছর আগে একবার বাংলাদেশে চলে এসেছিলেন। পরে আবার চলে যান। সর্বশেষ করোনাকালে পরিবারসহ একেবারে দেশে চলে আসেন।’

রাজীব ফারহান আরো বলেন, ‘ওই চক্রে মোট চারজনই ছিলেন। তাঁরা সেখানকার নানা কোম্পানির মাধ্যমে ভিসা জোগাড় করে বাংলাদেশ থেকে লোকজন নিয়ে যেতেন। পাচারের শিকার ব্যক্তিদের মোটা বেতনের লোভ দেখিয়ে কুয়েতে নিয়ে গিয়ে নির্যাতন চালাচ্ছিল পাচারকারীরা। প্রতারিত বাংলাদেশি নাগরিকরা কুয়েতে কোনো কাজের সন্ধান পায়নি। সেখানে থাকা-খাওয়ার মারাত্মক সংকটে পড়ে উদ্বাস্তু অবস্থায় কুয়েতের রাস্তায়-রাস্তায় ঘুরে বেড়াতে হয় তাদের। কাউকে আবার তাঁরা বন্দিও করে রাখেন। এই অবস্থায় কুয়েতের আদালতে ওই চক্রটির বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করে ভুক্তভোগীরা।’

image
image

রিলেটেড নিউজ


হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিস্তারিত


তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদার খালাস

মন্ত্রীর ‘সুনাম ক্ষুণ্ণের’ অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় খালাস পেয়েছেন বিস্তারিত


৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, বিস্তারিত


রুয়েটের বাসচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালাম (৫০) হত্যা মামলায় বিস্তারিত


সমঝোতায় রাজি দুই শিশুর বাবা-মা

শিশুর অভিভাবকত্ব নিয়ে উচ্চ আদালতে লড়ছেন জাপানি নারী নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান বিস্তারিত


দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং ও বিস্তারিত


পরীমনি-সাকলায়েনের ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে রিট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও পুলিশ বিস্তারিত


পা দিয়ে সিনহার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আজ মঙ্গলবার কক্সবাজার জেলা বিস্তারিত


সিনহা হত্যা ওসি প্রদীপের নির্দেশে: আদালতে শারমিন

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের নির্দেশে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image