শিরোনাম

বেগমগঞ্জের দেলোয়ার বাহিনীর ভয়ে সন্ত্রস্ত ছিল এলাকার লোকজন: র‌্যাব

ডেস্ক রিপোর্টঃ জাগরণ ডট নিউজ

আপডেট: অক্টোবর ৫, ২০২০ ২২:০৮

image

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেছেন, ‘দেলোয়ার বাহিনী এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত। দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের ভয়ে এলাকার লোকজন ভীত সন্ত্রস্ত ছিল। দেলোয়ারের বিরুদ্ধে ইতোপূর্বে দু’টি হত্যা মামলা রয়েছে।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তুলে ধরে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এ কথা বলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্যাতিত ওই নারীর ১৮ বছর আগে বিয়ে হয়। তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় কয়েক বছর আগে তিনি বাপের বাড়ি চলে আসেন। তার এক ছেলে ও এক মেয়ে আছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলেকে নিয়ে ওই নারী তার এক ভাইয়ের সঙ্গে থাকতেন। সম্প্রতি স্বামী তার কাছে আসা-যাওয়া করতে শুরু করেন। এদিকে স্বামী না থাকায় বেশ কিছুদিন থেকেই ওই নারীকে দেলোয়ার ও তার সহযোগীরা বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তার কাছ থেকে সাড়া না পেয়ে ক্ষুব্ধ ছিল দেলোয়ার বাহিনী। হঠাৎ ওই নারীর স্বামী আসা যাওয়া শুরু করায় দেলোয়ার ও তার সহযোগীদের নজর পড়ে তাদের উপর। জমে থাকা ক্ষোভ থেকে ওই নারীকে শায়েস্তা করতে গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর বাবার বাড়িতে হানা দেন দেলোয়ার, বাদলসহ তাদের সহযোগীরা। এক পর্যায়ে স্বামীকে আটকে রেখে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ওই ঘটনার ভিডিও করেন দেলোয়ার বাহিনীর সদস্য জামাল। নির্যাতনের ভিডিও ধারণের পর দেলোয়ার ও তার সহযোগিরা ওই নারীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সবশেষ গত রোববার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পুরো দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে।  

 
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে গুলিভর্তি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গভীর রাতে নোয়াখালি থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশি করে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে র‌্যাব-১১’র একটি তল্লাশি চৌকিতে দেলোয়ারকে বহনকারী বাসটি তল্লাশির সময় তিনি বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। রাতেই তাকে জিজ্ঞাবাদ করে তার দেওয়া তথ্যে ঘনিষ্ঠ সহযোগী নূর হোসেন বাদলকে রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর ফাঁড়ি গলি থেকে গ্রেপ্তার করা হয়। 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘরে ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। ঘটনার প্রায় এক মাস পর রোববার ফেসবুকে ওই ভিডিও ছেড়ে দেওয়া হয়। ওই ভিডিও ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে রোববার রাতে ওই নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ৯ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। 

image
image

রিলেটেড নিউজ


২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে চালু হবে আরটি-পিসিআর টেস্ট

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের বিস্তারিত


ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সাগর উত্তাল

 বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হওয়ায় সাগর উত্তাল বিস্তারিত


সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কাল রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে বিস্তারিত


টিকা না পেয়ে ঢাকা মেডিক্যালের সামনে প্রবাসীদের বিক্ষোভ 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে না পেরে বিক্ষোভ করেছেন বিস্তারিত


সিনোফার্মের ৫৪ লাখ টিকা এক চালানেই

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে বিস্তারিত


বড় বন্যার শঙ্কা নেই, কমছে পানি

চলতি বছর দেশে বড় বন্যার শঙ্কা নেই। বন্যাকবলিত সব এলাকার পরিস্থিতি এখন উন্নতির দিকে। বিস্তারিত


নভেম্বর পর্যন্ত সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

 আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনা ভাইরাসের টিকা আসবে বলে বিস্তারিত


বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেবে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। দেশটির বিস্তারিত


এসএসসি পাসে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। জেলা অনুযায়ী শূন্যপদের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image