শিরোনাম

জ্বালানি সেক্টরে গতি আনতে নানা পদক্ষেপ

বাণিজ্য ডেস্ক : জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ২৫, ২০১৯ ২১:৪১

image জ্বালানি সেক্টরে গতি আনতে নানা পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে সরকার।  গত কয়েক বছর ধরে একই মন্ত্রণালয়ের দুই বিভাগের কাজ দুই রকম অবস্থায় দেখা গেছে। বিদ্যুৎ বিভাগ বিশেষ আইনের সুযোগ নিয়ে বড় বড় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলেও জ্বালানিখাত তা করে উঠতে পারেনি।জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলার কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ বছর জ্বালানি খাতের গতি বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

পিএসসি (প্রোডাকশন শেয়ারিং কনট্যাক্ট) সংশোধন ও মাল্টিক্লায়েন্ট সার্ভের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, কয়লা তুলতে বড়পুকুরিয়ায় সমীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে যৌথ উদ্যোগে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করতে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা  কৌশলগত অংশীদার হিসেবে কাজ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বলা হচ্ছে, এমনভাবে এসব অংশীদার নেওয়া হবে, যেন তাদের যেখানে প্রয়োজন সেখানে অংশীদার হিসেবে তারা কাজ করতে পারেন।

জ্বালানি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন,  ‘আমাদের সাগরে এবং পাহাড়ে গ্যাস তোলার অভিজ্ঞতা নেই। এসব জায়গায় এদের অংশীদার হিসেবে কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। এজন্য রাশিয়ান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম-এর সঙ্গে আলোচনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছরে জ্বালানি খাত শুধুমাত্র আমদানির প্রক্রিয়া চালিয়ে গেছে। দেশীয় কোম্পানি বাপেক্সকে বসিয়ে রেখে কাজ দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। এতে দেশীয় জ্বালানির উত্তোলন যে পরিমাণ বাড়বে  বলে আশা করা হয়েছিল, তা হচ্ছে না। ক্রমান্বয়ে দেশে জ্বালানির চাহিদা আরও বেড়ে গেছে। এতে অতিরিক্ত আমদানিনির্ভর হতে হচ্ছে।’

জ্বালানি বিভাগের যুগ্মসচিব নাজমুল আহসান বলেন, ‘তেল-গ্যাস অনুসন্ধান কাজের গতি এমনিতেই কম থাকে। এখানে অর্থনৈতিক ঝুঁকি একটি বড় বিষয়। আমাদের মতো দেশের পক্ষে এই ধরনের ঝুঁকি নেওয়া কঠিন।  বাপেক্সের কাজের গতি বাড়াতে বিদেশি অভিজ্ঞ কোম্পানিগুলোর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মাধ্যমে কাজ করার চিন্তা করা হচ্ছে।’

এদিকে, বাপেক্স সূত্র জানায়, গত বছর আজারবাইজানের সঙ্গে বাপেক্স যৌথভাবে কাজ করতে চুক্তি করার পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। জ্বালানি মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় এই চুক্তি করা যায়নি। যদিও তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে করা উৎপাদন বন্টন চুক্তিতে (পিএসসি) বাপেক্সেকে ১০ ভাগ শেয়ার দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু এরপরও বাপেক্স আন্তর্জাতিক বিদেশি এসব তেল-গ্যাস কোম্পানিগুলোর সঙ্গে যৌথভাবে কোনও কাজে যুক্ত হতে পারে না।

এদিকে, দেশে জ্বালানি সংকট থাকলেও এখনও ব্যাপকভাবে কয়লা তোলা হচ্ছে না। এর আগে কয়লা তোলার উদ্যোগ নেওয়া হলেও দেশের উর্বর ফসলী জমির কথা চিন্তা করে কয়লা তোলা থেকে সরে আসে সরকার। তবে বড়পুকুরিয়ার উত্তরে উন্মুক্ত খনি করার একটি আলোচনা চলছে। ইতোমধ্যে সমীক্ষায় উন্মুক্ত খনন সম্ভব বলে জানানো হয়েছে।

এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, ‘পিএসসি চূড়ান্ত হলেই তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আমরা দ্রুত দরপত্র আহ্বান করবো। এতে কাজের গতি বাড়বে। অন্যদিকে, পিএসসি চূড়ান্ত হওয়ার পাশাপাশি মাল্টিক্লায়েন্ট সার্ভেও করা দরকার। তাতে বিদেশি কোম্পানিগুলো দরপত্র কিনতে এসে আমাদের দেশের তেল-গ্যাসের বিষয়ে বিস্তারিত তথ্য পাবে,  এতে করে কোম্পানিগুলোকে আকৃষ্ট করাও আমাদের জন্য সহজ হবে।’

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image