শিরোনাম

রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টারকে হারাল রিয়াল

স্পোটর্স ডেস্ক: জাগরণ ডট নিউজ

আপডেট: নভেম্বর ৪, ২০২০ ১০:৪১

image

প্রতিপক্ষের উপহার পাওয়ার মিনিট সাতেক বাদে সের্হিও রামোসের নিখুঁত হেড। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও অবশ্য পয়েন্ট হারাতে বসেছিল রিয়াল মাদ্রিদ। বদলি নেমে শেষে দলের মুখে হাসি ফোটালেন তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের স্বাদ পেল জিনেদিন জিদানের দল।

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ৩-২ গোলে জিতেছে রিয়াল। লাউতারো মার্তিনেসের গোলে ব্যবধান কমানোর পর ইভান পেরিসিচের লক্ষ্যভেদে দারুণ কিছুর আশা জাগিয়েছিল ইন্টার। শেষটায় আর পেরে ওঠেনি প্রথম দুই ম্যাচে ড্র করা সেরি আর দলটি।

আসরে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল রিয়াল। শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে হেরে অভিযান শুরুর পর দ্বিতীয় ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে শেষের দুই গোলে কোনোমতে ২-২ ড্র করেছিল ইউরোপের সফলতম দলটি।

প্রথম জয়ের দেখা পেতে মরিয়া দু’দলের লড়াইয়ের শুরুতে উভয়ের খেলায় ছন্দের অভাব থাকলেও আক্রমণ-পাল্টা আক্রমণের রোমাঞ্চ ঠিকই ছিল। প্রথম ১০ মিনিটে দুই দলই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায়; কিন্তু সাফল্য মেলেনি।

চতুর্থ মিনিটে মার্কো আসেনসিওর শট ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক। ছয় মিনিট পর রাফায়েল ভারানেকে কাটিয়ে শট নেওয়ার দারুণ পজিশন তৈরি করেও সিদ্ধান্তহীনতায় হতাশ করেন পেরিসিচ। তার ক্রসে ছোট ডি-বক্সের বাইরে বল পেয়ে নিকোলো বারেল্লার দুর্বল হেড ক্রসবারে লাগে।

চতুর্দশ মিনিটে আর্তুরো ভিদালের দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে পাশের জাল কাঁপায়। ২৩তম মিনিটে তখন পর্যন্ত ম্যাচের সেরা সুযোগটি নষ্ট করেন রিয়ালের ফেদে ভালভেরদে। ছোট ডি-বক্সের মুখ থেকে হেডে বেনজেমার পেছনে বাড়ানো বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের তরুণ মিডফিল্ডার।

প্রতিপক্ষের ‘উপহার’ পেয়ে ২৫তম মিনিটে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। মাঝমাঠ থেকে গোলরক্ষককে অহেতুক দুর্বল ব্যাকপাস করেন আশরাফ হাকিমি। দারুণ ক্ষিপ্রতায় মাঝপথে বল ধরে আগুয়ান গোলরক্ষক সামির হান্দানোভিচকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় ফাঁকা জালে বল জড়ান ফরাসি ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার পর বল দখলের পাশাপাশি আক্রমণেও প্রভাব বিস্তার করতে শুরু করে রিয়াল। সেই ধারাবাহিকতায় ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। টনি ক্রুসের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে ঠিকানা খুঁজে নেন রামোস।

পাল্টা জবাব দিতে দেরি করেনি শাখতার ও মনশেনগ্লাডবাখের সঙ্গে ড্র করে আসা ইন্টার। দুই মিনিট পর দারুণ এক আক্রমণে ব্যবধান কমায় তারা। বারেল্লার অসাধারণ এক ব্যাকহিল পাস ডি-বক্সে পেয়ে ভারানের বাধা এড়িয়ে নিখুঁত শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন মার্তিনেস।

 

৬৮তম মিনিটে আবারও গোল খেয়ে বসে রিয়াল। ডান দিক থেকে মার্তিনেসের হেডে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে লুকাস ভাসকেসকে এড়িয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার পেরিসিচ।

দুই বদলি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বোঝাপড়ায় ৮০তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো পাস ডান দিকে ডি-বক্সে ফাঁকায় পেয়ে জোরালো শটে ঠিাকানা খুঁজে নিতে ভুল হয়নি আসেনসিওর বদলি নামা রদ্রিগোর।

যোগ করা সময়ে ব্যবধান বাড়াতে পারতেন বেনজেমা। তবে সহজ সুযোগ নষ্ট করেন তিনি। তাতে অবশ্য ইউরোপ সেরার মঞ্চে চার ম্যাচ পর জয় পাওয়ার আনন্দে ভাটা পড়েনি রেকর্ড ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।

গ্রুপের আরেক ম্যাচে শাখতারের মাঠে ৬-০ গোলে জেতা মনশেনগ্লাডবাখ তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। দুইয়ে নেমে যাওয়া শাখতারের পয়েন্ট ৪। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। ইন্টারের পয়েন্ট ২।

 

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image