শিরোনাম
কূটনৈতিক প্রতিবেদক: জাগরণ ডট নিউজ
আপডেট: নভেম্বর ৩০, ২০২০ ১৮:৩২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চ্যুয়াল বৈঠক হতে পারে আগামী ১৭ ডিসেম্বর।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আগামী ১৬ অথবা ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়ালি বাংলাদেশ-ভারত প্রধানমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তবে সোমবার কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ বৈঠক হতে পারে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নয়ন হলে তিনি ঢাকায় আসবেন। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক ও সফর সামনে রেখে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের দিল্লি যাওয়ার কথা ছিল। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় এ সফর এখন অনেকটা অনিশ্চিত।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, বাংলাদেশে এ বছর মুজিববর্ষ পালিত হচ্ছে। একই সঙ্গে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে আমরা আশা করছি। এ লক্ষ্যে আমরা কাজ করছি। এছাড়া আসন্ন বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে দু’দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠানের কার্যক্রম চলছে। এ বৈঠকের মধ্যে দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
এদিকে, আগামী ১৭ ডিসেম্বর চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি ঢাকা সফরে আসতে পারেন। যদিও ২৯ নভেম্বর কাঠমান্ডু সফর শেষে চীনা প্রতিরক্ষামন্ত্রীর ঢাকায় আসার খবর বেরিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসেননি। এবার তার ১৭ ডিসেম্বর ঢাকায় আসার প্রস্তুতি চলছে। তবে এ সফর এখনও চূড়ান্ত হয়নি।
আগামী জুন মাসে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বিস্তারিত
ভ্যাকসিন নিলেই যে করোনা সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে, বিষয়টি এমনটা নয়। ভ্যাকসিন দিতেও বিস্তারিত
করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিস্তারিত
সবার সমন্বিত উদ্যোগে মশা নিধনে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বিস্তারিত
পি কে হালদারের ‘অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের’ মামলায় তার ব্যক্তিগত আইনজীবী সুকুমার বিস্তারিত
দেশে পৌঁছে গেছে বহুল আকাঙ্ক্ষিত করোনার টিকা। ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিস্তারিত
বিগত কয়েক মাস ধরে দেশে করোনার টিকার আমদানি নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সব বিস্তারিত
সত্য হলো জো বাইডেনের স্বপ্ন। যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। বিস্তারিত
বাংলাদেশে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) আগামী মার্চ-এপ্রিলে বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited