শিরোনাম

তারুণ্যের উচ্ছ্বাসের তিন দিনের বর্ণিল কবিতা উৎসব শুরু 

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ১১, ২০২০ ১৮:০৫

image

চট্টগ্রাম কবিতার শহর। কবিতার শহরে গত তিন বছরের ধারাবাহিকতায় এবারো বর্ণিল অনুষ্ঠানমালায় শুরু হয়েছে তিন দিনের কবিতা উৎসব। 

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের অন্যতম বাচিক শিল্প চর্চার সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এর আয়োজনে এ কবিতা উৎসবের উদ্বোধন করেন বরেণ্য সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন।

উদ্বোধনের পর বঙ্গবন্ধুকে নিবেদিত ‘মুজিব’ শিরোনামের উদ্বোধনী বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। 

এর পর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সদ্যপ্রয়াত কিংবদন্তী আবৃত্তিশিল্পী প্রদীপ ঘোষের প্রতিকৃতিতে। তিনদিনের এ কবিতা উৎসব তার স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে। 

তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারুণ্যের উচ্ছ¡াস কবিতা উৎসব উদযাপন পরিষদ চেয়ারম্যান মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোসলেম উদ্দীন শিকদার, আবৃত্তিশিল্পী মাশকুর এ সাত্তার কল্লোল এবং মাসুম আজিজুল বাসার। 

স্বাগত বক্তব্য রাখেন উৎসব সমন্বয়কারী পার্থ নন্দী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রবীর মহাজন। 

উদ্বোধনী সভায় বক্তারা বলেন, ‘কবিতার বিশুদ্ধ কথামালা আমাদের পরিশুদ্ধ করে। দার্শনিকরা যা দেখতে পারেননি, কবিরা তা দেখেছেন, দেখাতে পেরেছেন কবিতায়। এই করোনা ক্রান্তিকালে চট্টগ্রামের শিল্প সাহিত্য অঙ্গণে যে স্থবিরতা এসেছে তারুণ্যের উচ্ছ¡াসের কবিতা উৎসব আয়োজন এই স্থবিরতা মুছে তাতে প্রাণসঞ্চার করেছে। ’

ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রাম, এসকেএফ, জনতা ব্যাংক লিমিটেড এবং রূপালী ব্যাংক লিমিটেডের সহযোগিতায় তিনদিনের এ আয়োজনের প্রথম দিনে আবৃত্তি শিল্পী সেজুতি দের সঞ্চালনায় আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, রেখা নাজনীন, মিলি চৌধুরী, ফারুক তাহের, প্রণব চৌধুরী, বনকুসুম বড়–য়া, শাহেদুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, অনির্বান চৌধুরী, জেবুন নাহার শারিমন, শাহরিয়ার তানজিম, শারমিন মুস্তারী নাজু, শাহাদাত হোসেন, উমে সিং মারমা, বর্ষা চৌধুরী, ্ঐশী পাল, তৌফিক হোসাইন, সুষ্মিতা দত্ত, রবি ভৌমিক, মৌ দত্ত, শারমিন সুলতানা, সাফা মারওয়া, কারিশমা কবির, মুফরাত হোসেন, রাজেশ্বরী চৌধুরী, জেরিন আহমেদ।

কবিতা পাঠ করেন কবি হাফিজ রশিদ খান, হোসাইন কবির, আশীষ সেন, মোহাম্মদ জোবায়ের, মনিরুল মনির, আলী প্রয়াস ও রিমঝিম আহমেদ। ছড়াপাঠ করেন ছড়াকার উৎপল কান্তি বড়–য়া, আফম মোদাচ্ছের আলী, অরুণ শীল এবং জিন্নাহ চৌধুরী।

পরবর্তী দু’দিনের অনুষ্ঠান হবে অনলাইনে। 

১২ ডিসেম্বর শনিবার রাত ৮ টায় অনলাইন আয়োজনের সূচনা করবেন উপমহাদেশের প্রখ্যাত আবৃত্তিশিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী আবৃত্তিতে থাকবেন আবৃত্তিশিল্পী সুমন্ত্র সেনগুপ্ত এবং কথামালায় থাকবেন বিশিষ্ট আবহশিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়। 

এদিন আবৃত্তি করবেন ভারতের বিভিন্ন রাজ্য থেকে আমন্ত্রিত শিল্পীরা।

## এন ইউ 
 
 

image
image

রিলেটেড নিউজ


১১টি প্যারামিটারে হালদার পানির গুণগত মান স্বাভাবিক

 ১১টি ভৌত ও রাসায়নিক প্যারামিটারে দেশের মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বিস্তারিত


চট্টগ্রামের নিমতলায় লাকড়ির দোকানে আগুন

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। তবে এতে বিস্তারিত


ক্লাস শুরু করতে প্রস্তুত চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

চট্টগ্রামের স্কুল, কলেজ ও মাদরাসাগুলো শিক্ষার্থী বরণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বিস্তারিত


সোমবার থেকে বিকেলে টিকা কার্যক্রম চালাবে জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে দুপুরে করোনা টিকা বিস্তারিত


মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, বক্তব্য হাস্যকর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বিস্তারিত


৫ শতাংশে নেমেছে চট্টগ্রামে করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন। যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ বিস্তারিত


যানজটে আটকে ‘১৩ হকারকে পুলিশে দিলেন এমপি’

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজটে আটকে পড়ায় ১৩ হকারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিস্তারিত


‘সিআরবি ধ্বংসের চক্রান্ত প্রতিহত করা হবে’

প্রাণ-প্রকৃতি ধ্বংস করে জনস্বার্থবিরোধী হাসপাতাল নির্মাণ করে সিআরবি ধ্বংসের চক্রান্ত বিস্তারিত


চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০৬, মৃত্যু ২ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৬৬৬ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image