শিরোনাম

ওবায়দুল কাদের সত্য ভুলে গেছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদকঃ জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ১২, ২০২০ ১৩:৫২

image

আওয়ামী লীগ সাধরণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

অসুস্থতার কারণে দুই মাস চিকিৎসা শেষে শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করেন বিএনপিরিএই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

তিনি সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ তোলার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পূর্ণ মুক্তির দাবি জানান।

রিজভী বলেন, “র‌্যাব-পুলিশ পরিবেষ্টিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিনিয়ত একটি করে সংবাদ সম্মেলন করেন। আর এই সংবাদ সম্মেলনের একটাই বিষয় বিএনপির বিরুদ্ধে আজগুবি, কল্পিত সব মিথ্যাচার ও কুৎসা উদগীরণ করা।

“স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনে বিএনপির যে অবদান আছে, সেটি আওয়ামী লীগের নেই। সেই অনুশোচনায় কাদের সাহেবরা ফ্যাসিবাদ কায়েম করে বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে নিশিদিন অশ্রাব মিথ্যাচারে লিপ্ত রয়েছে।”

“মিথ্যা বলতে বলতে সত্য ভুলে গেছেন তিনি। জনগণ তার কথা শুনলে টিভির চ্যানেল বদলে দেয়,” বলেন তিনি।

দলের চেয়ারপারসনের মুক্তি দাবি করে রিজভী বলেন, “বেগম খালেদা জিয়্ াএখন বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত নন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- উনার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার ওপর বিধিনিষেধ থাকার কথা নয়।

“সরকার দেশনেত্রীকে ভয় পায়। কারণ তিনি সম্পূর্ণ মুক্ত থাকলে সরকারের লাগামহীন লুটপাট-অপকর্মের বিপত্তি ঘটবে। সেজন্য তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই, সম্পূর্ণ মুক্তি চাই।”

বিএনপি নেতা বলেন, “এই সরকার নিশি রাতের একটি পার্লামেন্ট বানিয়েছে, তারা মনের মাধুরী মিশিয়ে পার্লামেন্টের বিরোধী দল বানিয়েছে। আদালত কিংবা নির্বাচন কমিশন সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে।”

 

 

ক্ষমতাসীনদের হুঁশিয়ার করে তিনি বলেন, “জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ হবে নেই। সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। তারা বেশিদিন টিকে থাকবে না।

 

“পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টিকে থাকেনি। এই নির্দয় ফ্যাসিবাদী সরকারও টিকবে না। জবরদস্তি করে জনগণের ঘাড়ে চেপে বসে থাকার দিন শেষ হবে অচিরেই।”

 

গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত অসুস্থ হওয়ার পর রিজভীর হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করে স্টেনট পরানো হয়। সেজন্য দুই মাস পর কোনো সংবাদ সম্মেলনে এলেন তিনি।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগমুক্তির জন্য দোয়া করায় দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে কৃতৃজ্ঞতা প্রকাশ করেন রিজভী।

 

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম, এমএ খালেক, কাজী রফিক, মশিউর রহমান বিপ্লব, মহানগর বিএনপির কাজী আবুল বাশার, এবিএমএ রাজ্জাক, অঙ্গসংগঠন আবদুর রহিম, একেএম আবুল কালাম আজাদ, কাজী মনিরুজ্জামান মুনির উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image