শিরোনাম

কোভিড-১৯: যুক্তরাষ্ট্রে প্রথম টিকা পেলেন কৃষ্ণাঙ্গ নার্স

আন্তর্জাতিক ডেস্ক: জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২০ ১০:০৯

image

যুক্তরাষ্ট্রে প্রথম দফায় ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে। নিউ ইয়র্কের কুইন্সে ‘লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টার’ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক কৃষ্ণাঙ্গ নার্সকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।

সোমবার নার্স সান্দ্রা লিন্ডসেকে টিকা দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তা সরাসরি নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ‍কুমোর টুইটার ফিডে দেখানো হয়।

এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রথম দফা সংক্রমণের সময় নিউ ইয়র্ক দেশটির মহামারীর উপকেন্দ্র হয়ে উঠেছিল। এখন সেই জায়গাতেই প্রথম টিকার এই যাত্রা শুরুতে আশা আর আনন্দের বাণী ঝরে পড়েছে গভর্নর কুমোর কণ্ঠে।

তিনি বলেছেন, “এই টিকা হচ্ছে মানবতাকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষাকবচ, যার মধ্য দিয়ে চলমান করোনাভাইরাস-বিরোধী যুদ্ধের সফল সমাপ্তি ঘটবে।” উৎফুল্লচিত্তে কুমো আরও বলেন, “এই টিকা করোনাভাইরাস প্রতিরোধের শুভ সূচনা; যা মহামারীর সমাপ্তি ডেকে আনবে।”

 

ওদিকে, টিকা নেওয়ার পর নার্স লিন্ডসে বলেছেন, “এই টিকা নেওয়াটা অন্য কোনও টিকা নেওয়ার থেকে আলাদা কিছু মনে হয়নি। কোনও যন্ত্রণাও অনুভব করিনি। আশা করি এটি আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটি সময়ের সমাপ্তির সূচনা করবে।”

“আমি মানুষের আস্থা বাড়াতে চাই, বলতে চাই এই টিকা নিরাপদ। আমরা একটি মহামারীর মধ্যে আছি এবং আমাদের সবাইকে নিজ নিজ কাজ করে যেতে হবে। মহামারীতে ক্ষত-বিক্ষত মানবতার পরিত্রাণে এই টিকার বিকল্প ছিল না। তাই সবাইকে তা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তাহলেই করোনাকে পরাস্ত করা সম্ভব হবে।”

এই টিকা দেওয়ার কয়েক মিনিট পরই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, “প্রথম টিকা প্রয়োগ করা হয়েছে। অভিনন্দন যুক্তরাষ্ট্র! অভিনন্দন বিশ্ব।”

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জরুরি ব্যবহারের জন্য ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা ব্যবহারের অনুমোদন দেয়। সোমবারই টিকার ৩০ লাখ ডোজের প্রথম চালান সারা দেশে বিতরণ করা হয়েছে।

বিবিসি জানায়, সোমবার যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১৫০টি হাসপাতাল এই টিকা হাতে পেয়েছে। যুক্তরাষ্ট্রের টিকাদান প্রকল্পে আগামী এপ্রিলের মধ্যে ১০ কোটি মানুষকে টিকার আওতায় ‍আনার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

নিউ ইয়র্কের গভর্নর বলেছেন, রাজ্যটিতে প্রথম দফায় পাওয়া টিকার ৭২ হাজার ডোজ প্রয়োগ করা হবে। প্রথমবার টিকা নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর আবার টিকা নিতে হবে সংশ্লিষ্টদের।

 

কোভিড-১৯ সংক্রমণ এবং মৃত্যু উভয় তালিকাতেই এক নম্বর নাম যুক্তরাষ্ট্র। দেশটিতে এ মহামারী এরই মধ্যে প্রায় তিন লাখ মানুষের প্র্রাণ কেড়ে নিয়েছে। তাই স্বাভাবিকভাবেই কোভিড-১৯ টিকাদান শুরু দেশটির জন্য দারুণ স্বস্তির খবর হয়ে এসেছে।

যুক্তরাষ্ট্রে গ্রীষ্মে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার কিছুটা কমে গিয়েছিল। কিন্তু নভেম্বরে সেটি যেন আবার দ্বিগুণ গতিতে ফিরে এসেছে। তারপর থেকে সংক্রমণ এবং মৃত্যুর গ্রাফ খাড়া উপরের দিকে উঠছে। দেশটিতে এখনও এক লাখ ৯ হাজারের বেশি কোভিড রোগী হাসপাতালে ভর্তি আছেন।

যুক্তরাষ্ট্রের বৃহৎ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির বায়োটেকনোলজি কোম্পানি বায়োএনটেক মিলে এই টিকা তৈরি করেছে। টিকার তৃতীয় ধাপের চূড়ান্ত ‘ট্রায়ালে’ এটি করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরিতে ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়।

যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, বাহরাইন, সিঙ্গাপুর, কুয়েত ও মেক্সিকো ফাইজারের টিকা অনুমোদন করেছে। যুক্তরাজ্য  কয়েকদিন আগেই ফাইজারের টিকা দেওয়া শুরু করেছে।

বিশ্বের আরও কয়েকটি দেশ ও প্রতিষ্ঠান কোভিড-১৯ এর টিকা উদ্ভাবনের পথে রয়েছে। রাশিয়া তাদের আবিষ্কার করা কোভিড-১৯ এর টিকা স্পুৎনিক-ভি সাধারণ মানুষকে দেওয়া শুরু করেছে।।

image
image

রিলেটেড নিউজ


সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা তালেবানের

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যার বিস্তারিত


তালেবানের হাতে ‘মার খাচ্ছেন’ আফগান সাংবাদিকরা

আফগানিস্তানে বিক্ষোভের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে তালেবানের হাতে আটক, মারধর ও বিস্তারিত


আফগানিস্তানে ৩১ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে চীন   

খাদ্য সরবরাহ ও করোনভাইরাসের টিকাসহ আফগানিস্তানকে ২০ কোটি ইউয়ান (৩ কোটি ১০ লাখ ডলার) বিস্তারিত


ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের এক কারাগারের জনাকীর্ণ একটি ব্লকে আগুন লেগে অন্তত ৪০ জনের বিস্তারিত


সবাইকে নিয়ে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা

চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা-সমর্থিত সরকারকে বিতাড়িত করে আফগানিস্তানের ক্ষমতায় আসা বিস্তারিত


কাবুল বিমানবন্দরে হামলায় নিহত ছাড়াল ১০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বিস্তারিত


কাবুল যেন লাশের স্তূপ

পশ্চিমা কয়েকটি দেশের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টা যেতে না যেতে আফগানিস্তানের বিস্তারিত


কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১৩: তালেবান

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ বিস্তারিত


কাবুল বিমানবন্দরে এক বোতল পানি ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর ১০ দিন পার হয়েছে। সারাদেশের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image