শিরোনাম

বিএনপি নালিশ পার্টিতে পরিণত হয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ১৫, ২০২০ ১৮:১৫

image

বিএনপি এখন বাংলাদেশ ন্যাশনাল নালিশ পার্টিতে পরিণত হয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজনীতিকে বিদেশি দূতাবাসের দরজায় নিয়ে গেছে। তারা কিছু করতে পারছে না।

শুধু দেশে-বিদেশে নালিশের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে।

এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশে উন্নয়ন চলছে, তখন উগ্র সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকরা দেশে বাধা সৃষ্টি করছে। দেশবিরোধীরা এখনও সুযোগ খুঁজছে। তারা বঙ্গবন্ধুকে অপমান করতে চায়। তাই আমাদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, ভাস্কর্যবিরোধী বক্তব্য যারা দিয়েছে তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেগে উঠেছে। চট্টগ্রামকে আবারও বীরত্বের বেশে দেখতে পেলাম। তাদের প্রতিহত করেছে। এ জন্য চট্টগ্রামের নেতাকর্মী এবং ভাইবোনদের ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গবন্ধুর চেতনা ধরে রাখতে পারলে আবারও চট্টগ্রাম শেখ হাসিনার দুর্গে পরিণত হবে।

বিএনপির অন্ধ নেতিবাচক রাজনীতি তাদেরকে জনবিচ্ছিন্ন করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা রাজনীতিকে অপ্রাসঙ্গিক গড়ে তুলছে। তারা জনবিচ্ছিন্ন হয়ে আছে। এখন তারা মরণ কামড় দিতে চায়। এদেশের সচেতন জনতা তাদের মরণ কামড় প্রতিহত করবে।  

তিনি বলেন, বিএনপি এখন সাম্প্রদায়িক শক্তিকে উস্কানি দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে। রাজনীতি করলে জনগণের মুখের ভাষা, চোখের ভাষা বুঝতে হবে। তাই বলবো, মাটি ও মানুষের কাছে ফিরে আসুন।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার শুরু থেকে কূটনীতিক প্রক্রিয়ায় তৎপরতা অব্যাহত রেখেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারকে চাপ তৈরিতে আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে সরকার। বিএনপি লোক দেখানো ত্রাণ ছাড়া আর কিছু দিতে পারেনি।  

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

 

image
image

রিলেটেড নিউজ


১১টি প্যারামিটারে হালদার পানির গুণগত মান স্বাভাবিক

 ১১টি ভৌত ও রাসায়নিক প্যারামিটারে দেশের মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বিস্তারিত


চট্টগ্রামের নিমতলায় লাকড়ির দোকানে আগুন

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। তবে এতে বিস্তারিত


ক্লাস শুরু করতে প্রস্তুত চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

চট্টগ্রামের স্কুল, কলেজ ও মাদরাসাগুলো শিক্ষার্থী বরণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বিস্তারিত


সোমবার থেকে বিকেলে টিকা কার্যক্রম চালাবে জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে দুপুরে করোনা টিকা বিস্তারিত


মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, বক্তব্য হাস্যকর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বিস্তারিত


৫ শতাংশে নেমেছে চট্টগ্রামে করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন। যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ বিস্তারিত


যানজটে আটকে ‘১৩ হকারকে পুলিশে দিলেন এমপি’

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজটে আটকে পড়ায় ১৩ হকারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিস্তারিত


‘সিআরবি ধ্বংসের চক্রান্ত প্রতিহত করা হবে’

প্রাণ-প্রকৃতি ধ্বংস করে জনস্বার্থবিরোধী হাসপাতাল নির্মাণ করে সিআরবি ধ্বংসের চক্রান্ত বিস্তারিত


চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০৬, মৃত্যু ২ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৬৬৬ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image