শিরোনাম

চট্টগ্রামে করোনার টিকায় মানা হবে সরকারি গাইডলাইন

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ৩, ২০২১ ১৯:১৪

image

সরকারি গাইডলাইন মেনে চট্টগ্রামে করোনার টিকা দেয়া হবে। এক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন সন্মুখ সারির যোদ্ধারা। 

রোববার ( ৩ জানুয়ারি) চট্টগ্রাম নগরীতে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এ তথ্য জানানো হয়। 

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, চলতি মাসের শেষে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেশে আসার কথা রয়েছে। ভ্যাকসিন নিয়ে আমরা আশাবাদি। এ বিষয়ে বিভ্রান্তির কোন সুয়োগ নেই। প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপের কারণে কোভিড-১৯ এ বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমান কম। 

সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক মো.হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড.মো.শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.আসিফ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী, প্রমুখ বক্তব্য রাখেন।

চসিক প্রশাসক সুজন সভাপতির বক্তব্যে আরো বলেন, ১৮ বছর বয়সী কিশোররা করোনা ভ্যাকসিন পাবেন না এনিয়ে কিছু ভুঁইফোড় গণমাধ্যম যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, সে ব্যাপারে দেশ ও নগরবাসীকে সজাগ থাকতে হবে। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির তার বক্তব্যে বলেন, সাধারণ তাপমাত্রায় করোনার ভ্যাকসিন সংরক্ষণ করা যাবে । প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীগণ, সম্মুখ সারির কর্মীগণ, রোগ প্রতিরোধহীন ও ক্ষমতাহীন জনগোষ্ঠী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন প্রদান করা হবে। 

ডা. হাসান শাহরিয়ার আরো জানান এখন পর্যন্ত করোনার আবিস্কৃত ভ্যাকসিন শতভাগ নিরাপদ। দ্রæততম সময়ে দেশে ভ্যাকসিন আনার উদ্যোগ নেয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের পরিচালক মো.হাবিবুর রহমান ভ্যাকসিন প্রদানে সাপ্লাই ও কোয়ালিটি ম্যানেজম্যান্ট নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, আমাদের দেখতে হবে চিকিৎসক, নার্স, ক্লিনারসহ সম্মুখ সারির কর্মীগণ অগ্রাধিকার ভিত্তিতে যাতে ভ্যাকসিন পায়। তিনি সমস্ত ঝুঁকি নিয়েই এই ভ্যাকসিন কার্যক্রম দ্রæততর সময়ে শুরু করে সাপ্লাই চেইন ম্যানেজম্যান্ট ও অগ্রাধিকার ভিত্তিতে বন্টনের আহবান জানান।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, সরকারি যে গাইডলাইন দেয়া হয়েছে সে ভাবেই আমাদের ভ্যাকসিন কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। জাতীয় কমিটির পরামর্শ মতে কার্যক্রম চলবে। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ার কমিটিতে এনজিওসহ আরো তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে সংযুক্ত করতে বলেন। ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এরিয়ার কমিটিকে সেন্ট্রাল বা প্রধানমন্ত্রীর আইসিটি কমিটির সাথে যোগাযোগ  রাখার পক্ষে মত দেন তিনি।      

image
image

রিলেটেড নিউজ


১১টি প্যারামিটারে হালদার পানির গুণগত মান স্বাভাবিক

 ১১টি ভৌত ও রাসায়নিক প্যারামিটারে দেশের মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বিস্তারিত


চট্টগ্রামের নিমতলায় লাকড়ির দোকানে আগুন

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। তবে এতে বিস্তারিত


ক্লাস শুরু করতে প্রস্তুত চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

চট্টগ্রামের স্কুল, কলেজ ও মাদরাসাগুলো শিক্ষার্থী বরণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বিস্তারিত


সোমবার থেকে বিকেলে টিকা কার্যক্রম চালাবে জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে দুপুরে করোনা টিকা বিস্তারিত


মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, বক্তব্য হাস্যকর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বিস্তারিত


৫ শতাংশে নেমেছে চট্টগ্রামে করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন। যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ বিস্তারিত


যানজটে আটকে ‘১৩ হকারকে পুলিশে দিলেন এমপি’

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজটে আটকে পড়ায় ১৩ হকারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিস্তারিত


‘সিআরবি ধ্বংসের চক্রান্ত প্রতিহত করা হবে’

প্রাণ-প্রকৃতি ধ্বংস করে জনস্বার্থবিরোধী হাসপাতাল নির্মাণ করে সিআরবি ধ্বংসের চক্রান্ত বিস্তারিত


চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০৬, মৃত্যু ২ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৬৬৬ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image