শিরোনাম
নিজস্ব প্রতিবেদকঃ জাগরণ ডট নিউজ
আপডেট: জানুয়ারী ৪, ২০২১ ২০:৩৪
২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও ও সমমান পরীক্ষার ফল প্রস্তত রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশের কথা থাকলেও এ সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি হতে দেরি হওয়ায় ফল পিছিয়ে যায়। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রস্তত রয়েছে বোর্ডগুলো। অধ্যাদেশ জারি হলেই ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে এখন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের অপেক্ষায় রয়েছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা।
মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বোর্ডগুলো আগামী বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ সোমবার বলেন, আমরা ফলাফল প্রস্তুত করে রেখেছি। এবার তেমন কোনো জটিলতাও নেই। এখন মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই ফলাফল প্রকাশ করা হবে।
এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে উত্তপ্ত হতে শুরু করেছে বিস্তারিত
জাগরন রিপোর্ট ভাসান চরে রোহিঙ্গাদের কারিগরি শিক্ষা ও কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বিস্তারিত
২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও ও সমমান পরীক্ষার ফল প্রস্তত রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশের কথা বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited