শিরোনাম

সংহতি চুক্তি, ইরানকে মোকাবেলার ডাক সৌদি আরবের সম্মেলনে

আন্তর্জাতিক ডেস্ক: জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ৬, ২০২১ ১০:৩৫

image

কাতারের সঙ্গে বিরোধ অবসানে সংহতি চুক্তি সই এবং ইরানের হুমকি মোকাবেলার ডাক দিয়ে সৌদি আরবেউপসাগরীয় আরব দেশগুলোর সম্মেলন উদ্বোধন করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার সৌদি আরবের আল-উলা শহরে যান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তাকে আলিঙ্গন করে সৌদি যুবরাজ সালমান যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তা দুই দেশের বৈরিতা অবসানেরই স্পষ্ট ইঙ্গিত।

প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবসহ আরও তিন দেশ কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

মঙ্গলবারের জিসিসি সম্মেলনে উপসাগরীয় আরব দেশগুলোর নেতারা একটি নথিতে সই করেছেন তাৎক্ষণিকভাবে নথির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

তবে আল জাজিরা জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৌদি আরব এর তিন আরব মিত্র দেশ কাতারের সঙ্গে সম্পর্ক আবার পুরোপুরি চালু করতে রাজি হয়েছে।

সম্মেলনে আরব নেতারাসংহতি স্থিতিশীলতাচুক্তি সই করার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।

চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে সৌদি যুবরাজ সালমান বলেছেন, “এই সব প্রচেষ্টাৃ আল-উলা চুক্তিতে পৌঁছাতে সহায়তা করেছে, যেটি আশীর্বাদপুষ্ট এই সম্মেলনে সই হবে এবং যা উপসাগরীয়, আরব এবং ইসলামি এক্য স্থিতিশীলতা নিশ্চিত করবে।

একইসঙ্গে ইরানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “ইরান সরকারের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি এবং দেশটির ধ্বংসাত্মক পরিকল্পনা মোকাবেলায় একযোগেগুরুতর ব্যবস্থানেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে।

ইরানকে নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোকে একাট্টা হতে চাপ দিচ্ছে। ইরানের বিরুদ্ধে একটি যৌথ ফ্রন্ট গড়ে তোলার যুক্তরাষ্ট্রের চেষ্টায় এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের শান্তিচুক্তির পর সর্বশেষ অগ্রগতি হচ্ছে, কাতারের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক মেরামত।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ক্ষমতার এই শেষ সময়ে এসেও ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের স্টিল শিল্পের ওপর মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া ইরানের এক ডজনের বেশি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে ওয়াশিংটন।

সৌদি আরবের জিসিসি সম্মেলনে নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কেও উপসাগরীয় অঞ্চল এবং বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা ইরানকে মোকাবেলায় একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সৌদি যুবরাজ সালমান বলেনতার দেশের২০৩০ ভিশনপরিকল্পনা হচ্ছে, অগ্রাধিকার ভিত্তিতে উপসাগরীয় সহযোগিতা পরিষদকে আরও একতাবদ্ধ করে গড়ে তোলার পাশাপাশি আরব ইসলামিক সহযোগিতা এমনভাবে আরও জোরদার করা যাতে আরব দেশগুলোর পাশাপাশি গোটা অঞ্চলেরর নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনে তা কাজে আসে।

 

 

image
image

রিলেটেড নিউজ


সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা তালেবানের

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যার বিস্তারিত


তালেবানের হাতে ‘মার খাচ্ছেন’ আফগান সাংবাদিকরা

আফগানিস্তানে বিক্ষোভের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে তালেবানের হাতে আটক, মারধর ও বিস্তারিত


আফগানিস্তানে ৩১ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে চীন   

খাদ্য সরবরাহ ও করোনভাইরাসের টিকাসহ আফগানিস্তানকে ২০ কোটি ইউয়ান (৩ কোটি ১০ লাখ ডলার) বিস্তারিত


ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের এক কারাগারের জনাকীর্ণ একটি ব্লকে আগুন লেগে অন্তত ৪০ জনের বিস্তারিত


সবাইকে নিয়ে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা

চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা-সমর্থিত সরকারকে বিতাড়িত করে আফগানিস্তানের ক্ষমতায় আসা বিস্তারিত


কাবুল বিমানবন্দরে হামলায় নিহত ছাড়াল ১০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বিস্তারিত


কাবুল যেন লাশের স্তূপ

পশ্চিমা কয়েকটি দেশের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টা যেতে না যেতে আফগানিস্তানের বিস্তারিত


কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১৩: তালেবান

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ বিস্তারিত


কাবুল বিমানবন্দরে এক বোতল পানি ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর ১০ দিন পার হয়েছে। সারাদেশের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image