শিরোনাম

সেনাবাহিনীর কাছে নিরপেক্ষ আচরণের প্রত্যাশা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮ ২০:৫১

image

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সেনাবাহিনীর কাছে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি সেনাবাহিনীকে এ দেশের মানুষ সব সময় অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখেন এবং মনে করেন দেশের যে কোনো সঙ্কটময় মুহূর্তে তারা দায়িত্ব পালন করেন। আজকে নির্বাচনে যখন তাদেরকে দায়িত্ব দেয়া হয়েছে, আমরা আশা করবো সম্পূর্ণ নির্ভয়ে নিরপেক্ষভাবে তারা দায়িত্ব পালন করবেন। জনগণের আশা আকাঙ্খার যে গণতন্ত্র তারা তা রক্ষা করবেন।’

তিনি বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন হচ্ছে ২৪ তারিখ থেকে। এখন বিজিবি মোতায়েন হয়ে গেছে। প্রশাসনসহ সবার কাছে আমাদের একটি মাত্র আহ্বান, বাংলাদেশ আমাদের সবার দেশ, জনগণ এই দেশের মালিক, মুক্তিযুদ্ধের অনেক ত্যাগ তিতীক্ষার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। সেই গণতন্ত্রকে রক্ষার জন্য রাষ্ট্র ও জনগণ আপনাদের যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। আপনারা কোনো দল বা ব্যক্তির নন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। সুতরাং আপনারা নিরপেক্ষভাবে নির্ভয়ে দায়িত্ব পালন করবেন –আপনাদের কাছে এটাই জনগণের প্রত্যাশা। আশা করি সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে, নূন্যতম যে আস্থা বিচার বিভাগ ও প্রশাসনের ওপরে আছে, তা পুরোপুরি ধ্বংস করে দেবেন না।’

বিচার বিভাগের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে মাত্র নির্বাচনের ৬/৭দিন বাকি । আমরা আশা করি শেষ মুহূর্তে হলেও এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন ও সরকার তার সম্বিৎ ফিরে পাবে। সবার মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং তাদের চার্টারে যা বলা আছে সেইভাবে দায়িত্ব পালন করবে।’

বিএনপির ১৫ জন প্রার্থী কারাবন্দি আছেন জানিয়ে দলটির মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরও ২৫ জনের বিরুদ্ধে কোর্টে ঝুলছে। আমরা ইসির কাছে গিয়ে বলেছি, যেসব আসনে আমাদের প্রার্থীদের বেআইনিভাবে শূন্য ঘোষণা করা হচ্ছে, অথবা বাতিল করা হচ্ছে, সেগুলোতে আবার প্রার্থী দেয়ার সুযোগ দেয়া হোক। অথবা সেই আসনে নির্বাচন স্থগিত রাখা হোক। পরে সিডিউল ঘোষণা করে আবার নির্বাচন দেয়া হোক।’

তিনি বলেন, ‘আমরা কার সঙ্গে লড়াই করছি বুঝতে পারছি না। আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ। কিন্তু কেন? কারণ কি? মিটিং ভেঙে দেয়া, অ্যারেস্ট করা নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন নতুন খেলা শুরু হয়েছে। আওয়ামী লীগের রোকজন নিজেরাই তাদের অফিস ভাঙচুর করছে, একটা পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ, নির্বাচন কমিশন ভূয়া ব্যালট পেপার ছাপানো শুরু করেছে বলে শুনতে পাচ্ছি এবং আগের রাতেই ব্যালট বাক্সে বোঝাই করে রাখা হবে এই পরিকল্পনার কথা আমরা শুনতে পাচ্ছি না, অথেনটিক সোর্স থেকে জানতে পারছি। এগুলো করার জন্য আমরা শুনতে পাচ্ছি আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটা জোন তৈরি করা হয়েছে। সেই জোনে বিশেষ বিশেষ কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা ছক করছে, এই ছকে কোনো লাভ হবে না। মানুষ এতো বেশি জেগে উঠেছে, জাগরণ ঘটেছে যে সব ছককে তারা নস্যাৎ করে দেবে। ’

ফখরুল আরও বলেন, ‘ইসির কাছে আমরা বহু অভিযোগ দিয়েছি। প্রত্যেক নির্বাচন কমিশনের কাছে এখনও পর্যন্ত একটা অভিযোগের কোনো সুরাহা হয়নি। আমরা নির্বাচন করতে চাই বলেই নির্বাচনে এসেছি। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ, অংশগ্রহণমূলক করার জন্যই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। আমরা উচ্চ আদালতের কাছে আপিল করছি, দয়া করে আপনারা ন্যায় বিচার করুন, একটি রাজনৈতিক দলের প্রার্থীদের বেআইনিভাবে বাতিল করা যায় না। আমরা ইসিকে আবারও বলতে চাই আপনারা নিরদের দায়িত্বটা নির্ভয়ে পালন করুন। এই রাষ্ট্র, সংবিধান আপনাদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকার প্রয়োগ করুন। ’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবীর খান প্রমুখ উপস্থিত ছিলেন।

image
image

রিলেটেড নিউজ


২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে চালু হবে আরটি-পিসিআর টেস্ট

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের বিস্তারিত


ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সাগর উত্তাল

 বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হওয়ায় সাগর উত্তাল বিস্তারিত


সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কাল রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে বিস্তারিত


টিকা না পেয়ে ঢাকা মেডিক্যালের সামনে প্রবাসীদের বিক্ষোভ 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে না পেরে বিক্ষোভ করেছেন বিস্তারিত


সিনোফার্মের ৫৪ লাখ টিকা এক চালানেই

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে বিস্তারিত


বড় বন্যার শঙ্কা নেই, কমছে পানি

চলতি বছর দেশে বড় বন্যার শঙ্কা নেই। বন্যাকবলিত সব এলাকার পরিস্থিতি এখন উন্নতির দিকে। বিস্তারিত


নভেম্বর পর্যন্ত সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

 আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনা ভাইরাসের টিকা আসবে বলে বিস্তারিত


বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেবে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। দেশটির বিস্তারিত


এসএসসি পাসে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। জেলা অনুযায়ী শূন্যপদের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image