শিরোনাম
রাবি প্রতিনিধি: জাগরণ ডট নিউজ
আপডেট: জানুয়ারী ১২, ২০২১ ১৭:৪৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষকের মৃত্যুতে ২৪ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চাকরি প্রত্যাশী নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে তারা এ আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
আন্দোলনকারী ছাত্রলীগ নেতাকর্মীদের পক্ষে ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনেরর অনুরোধে আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। আমরা তাদের কাছ থেকে নিয়োগ বন্ধ ও ১৯৭৩-এর অধ্যাদেশ সমুন্নত রাখার ব্যাপারে ব্যাখ্যা চেয়েছি। তাদের ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট হইনি। তারপরও তারা আমাদেরকে অনুরোধ করেছেন।’
আলোচনা শেষে ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরও বলেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ইন্তেকাল করেছেন। এ বিষয়টি মাথায় রেখে আমরা একদিনের জন্য আন্দোলন স্থগিত করছি। আগামীকাল উপাচার্য আমাদের সঙ্গে নিজেই আলোচনায় বসবেন বলে আমাদেরকে জানানো হয়েছে।‘
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সম্মানিত সভাপতি ইন্তেকাল করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত তার বিদেহী আত্মার প্রতি সম্মান রেখেই এই আন্দোলন আজকের মতো স্থগিত করেছেন।‘
তিনি আরও বলেন, ‘আগামীকাল দুপুর ১২টায় উপাচার্যের সঙ্গে আবার আলোচনা হবে। সেখানে তাদের সকল দাবি-দাওয়াগুলো আইনসিদ্ধভাবে সমাধানে চেষ্টা করা হবে।’
আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপউপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপউপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সঙ্গে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেন।
এর মধ্যে ছিলেন রাবি ছাত্রলীগের সহসভাপতি ইলিয়াছ হোসেন, স্বপন আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা, বর্তমান কমিটির সহসভাপতি মাহফুজ আল আমিন ও সাবেক ছাত্রলীগ নেতা রাসেল।
এর আগে সোমবার দুপুরে রেজিস্ট্রার দফতরে এডহক ভিত্তিতে একজন প্রতিবন্ধীর চাকরি নিশ্চিত হলে ক্ষুব্ধ হয়ে উঠে ছাত্রলীগের চাকরিপ্রত্যাশীরা।
পরে ওই দিনই রাত ৯টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ও প্রশাসন ভবনে তালা লাগিয়ে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির চাকরিপ্রত্যাশী নেতাকর্মীরা।
পরে আজ মঙ্গলবার সকালে উপাচার্যের বাসভবনের তালা খুলে দিয়ে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শেষে আলোচনার জন্য আহ্বান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি বিস্তারিত
অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা বিস্তারিত
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ইংরেজি বিস্তারিত
করোনাকালীন প্রায় ১১ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই সময়ে দূরশিক্ষণ (টেলিভিশন, বিস্তারিত
করোনাকালে আর্থিক সঙ্কটে থাকা অভিভাবকদের সন্তানদের টিউশন ফি মওকুফ বা হ্রাস করার বিস্তারিত
দেশের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এ বিস্তারিত
ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুরুতে সব প্রতিষ্ঠান খুলে বিস্তারিত
দেশের সব সরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া বিস্তারিত
করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited