শিরোনাম
নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ
আপডেট: জানুয়ারী ১৩, ২০২১ ১৭:৩৭
চট্টগ্রাম সিটি কর্পোরেশন ( চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বুধবার ( ১৩ জানুয়ারি) বহদ্দারহাট, বলিরহাট, ঘাসিয়া পাড়া, খাজা রোড এলাকায় পায়ে হেটে বাড়ী বাড়ী গিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
এসময় তিনি এলাকাবাসীর কাছে ২৭ জানুয়ারির সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চেয়ে বলেন, আপনাদের সন্তান হিসেবে সেবার দায়িত্ব নিতে চাই। চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী আমরা সকলেই একটি পরিবার। সিটি কর্পোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে। আমি চট্টগ্রামের সন্তান হিসেবে সুখে দুখে সকলের সাথে ছিলাম , আছি এবং থাকব। চট্টল পরিবারে সদস্য হিসেবে মেয়র নির্বাচিত হয়ে চট্টল পরিবারের উন্নয়নে নিজেকে উজাড় করে দিতে চাই।
বহদ্দারহাট এলাকায় প্রচারণা শেষে তিনি আমিন শিল্পাঞ্চল ও নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডে গণসংযোগ করেন।
স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে গণসংযোগে অংশ নিয়ে নৌকায় ভোট প্রার্থনা করেন এবং নৌকা প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে বিভিন্ন পথসভায় রেজাউল করিম চৌধুরী বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী। আমি মানুষকে ভালোবাসি, মানুষের কাছে থাকি। যে কোন সুবিধা অসুবিধা নিয়ে মানুষ যে কোন সময় আমার কাছে আসতে পারেন, কথা বলতে পারেন। আমি মানুষের কাছে যাই, মানুষ আমার কাছে আসে। আমি মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের দুয়ার সকল মানুষের জন্য উম্মুক্ত থাকবে।
আধুনিক প্রযুক্তি ও হটলাইন সেবার মাধ্যমে সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে দিনরাত ২৪ঘন্টা মানুষের সাথে সংযুক্ত থাকবে কর্পোরেশন।
বহদ্দারহাট ও আশপাশের এলাকায় প্রচারণাকালে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবদুল শুক্কুর, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলাল, আমজাদ হাজারী, রফিকুল হায়দার রফি, খলিলুর রহমান নাহিদ, খায়রুল আলম প্রমুখ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে চট্টগ্রাম সিটি করপোরেশন বিস্তারিত
ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে শিক্ষকদের অনুরোধ জানিয়েছেন বিস্তারিত
ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে শিক্ষকদের অনুরোধ জানিয়েছেন বিস্তারিত
বিভিন্ন সংগঠন ও নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশ (চসিক) নির্বাচনে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি বিস্তারিত
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীয় মেয়র প্রার্থী এম রেজাউল বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বিস্তারিত
৩৭টি প্রতিশ্রুতি দিয়ে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র বিস্তারিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited