শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: জাগরণ ডট নিউজ
আপডেট: জানুয়ারী ১৭, ২০২১ ১৫:৪৩
অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে ‘নাটকের অভিনেত্রী বানাবেন’ বলে বিভিন্ন সময় ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এক গৃহবধু। তবে তৌসিফ বলছেন ভুল ফেসবুক ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে টাকা খুইয়েছেন ওই নারী।
শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল থানায় হাজির হয়ে তৌসিফের বিরুদ্ধে সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি। যার নম্বর ৭৫৫। এদিকে এ অভিযোগ মিথ্যা উল্লেখ করে ১৭ জানুয়ারি রবিবার মধ্যরাতে ধানমণ্ডি মডেল থানায় হাজির হয়ে পাল্টা সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তৌসিফ। যার নম্বর ৮৬৮।
জিডিতে তৌসিফ উল্লেখ করেন, শামসুন্নাহার কনা (৩৬) নামের গৃহবধূ যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিনেতার মান সম্মান ক্ষুণ্ণ করে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ওই জিডি করা হয়েছে।
প্রতারণার বিষয়টি উল্লেখ করে তৌসিফ বলেন, একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে কথা বলে যদি কেউ টাকা খোয়ায় তাহলে সেটার জন্য কি আমি দায়ী? আমার অ্যাকাউন্ট ভেরিফায়েড করা। কেউ যদি ভুল জায়গায় গিয়ে প্রতারণার শিকার হয় সেটার দায়ভার আমি কেন নেবো। আর এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি। আমি সাইবার ক্রাইমের সঙ্গে বিষয়টি নিয়ে এরইমধ্যে কথা বলেছি। ওই তরুণীর বিরুদ্ধে মানহানির মামলা করব। তিনি আমাকে সবার কাছে ছোট করার চেষ্টা করছেন।
এদিকে তৌসিফের বিরুদ্ধে অভিযোগ আনা শামসুন্নাহর কনা তার জিডিতে উল্লেখ করেছেন, ফেসবুকে তৌসিফের সঙ্গে ১৮ মাস আগে পরিচয় হয় তার। তারপর অভিনেত্রী বানিয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে ওই আইডি থেকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে ৫ লাখ টাকা নেয়া হয়েছে।
তৌসিফ বলছেন, 'আমি পুরোপুরি দোষ ভুক্তভোগীকে দিচ্ছি না। এর নেপথ্যে থাকা ওই প্রতারককে আটকের চেষ্টা চলছে জানিয়ে বলেন, শিগগিরই এই ঘটনার মূল অপরাধী ধরা পড়বে।
গত ছয় মাস আগে ০১৬**৯৭৮৯০৯ এই নাম্বারে কনার কাছ থেকে বিশ হাজার টাকা নেন তৌসিফ নামের ওই ফেসবুকের নেপথ্যের অপরাধী। এরপর তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নং ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও তিন লাখ বিশ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তৌসিফ তরুণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। তার ব্যবহৃত সব নম্বর বন্ধ করে দেন।
ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর বিস্তারিত
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হিড়িকের মধ্যে এবার কেন্দ্রে ক্ষমতাসীন বিস্তারিত
নব্বই দশকের বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন। ১৯৯৭ সালে বিখ্যাত পরিচালক বিস্তারিত
ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় বিস্তারিত
রাফিয়াথ রশিদ মিথিলা। তার স্বামীর ঘর ওপার বাংলায়। চলমান করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন বিস্তারিত
রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের বিয়ে কবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে গুঞ্জন। তবে বিয়ের বিস্তারিত
নতুন জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও দীঘি। ছবির নাম 'শেষ চিঠি'। পরিচালনা করবেন সুমন ধর। বিস্তারিত
কঙ্গনা রনৌতের সঙ্গে ঋত্বিক রোশন যখন সম্পর্কে জড়ান তখন নাকি তিনি মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। বিস্তারিত
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসনকে ২০১৯ সালে প্রথম এক রহস্যময় লোকের সঙ্গে দেখা যায়। বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited