শিরোনাম
নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ
আপডেট: জানুয়ারী ২১, ২০২১ ২০:৫২
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক ) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ইতিপূর্বে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকেও প্রহসনে পরিনত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি, হামলা আর ভোটের দিন ভোটকেন্দ্রে আসতে নিষেধ করা হচ্ছে। ধানের শীষের প্রার্থীর সমর্থক ও ভোটারদের প্রতিনিয়ত নিগৃহীত করা হচ্ছে। বুধবার রাতে বিএনপির ২০-৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার দুই সিটি নির্বাচনের মত চট্টগ্রামেও দখলের নীল নকশার প্রস্তুতি কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
তিনি বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে নগরীর জালালাবাদ ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ চলাকালে এসব কথা বলেন।
বায়েজিদ বোস্তামী মাজার গেইটের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে তারা গেইট, শেরশাহ, ফকির পাড়া টেক্সটাইল মোড় হয়ে গ্রীণভ্যালী আবাসিক এলাকায় গিয়ে পথসভায় মিলিত হয়।
এসময় শাহাদাত বলেন, নির্বাচনী প্রচারে গ্রেফতার অভিযান করবে না বলে প্রতিশ্রæতি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। অথচ এখন বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অভিযান ও হামলা চলছে এবং মামলার মাধ্যমে একটা ভয়ভীতির পরিবেশ তারা সৃষ্টি করেছে। যাতে জনগণ ভোট থেকে সরে আসে। তিনি কোতোয়ালি, বাকলিয়া ও আকবর শাহ থানায় বিএনপিনেতা মন্জুর আলম চৌধুরী মন্জু, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এইচ এম রাশেদ খান সহ সভাপতি হারুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ শতাধিক নেতাকর্মীর নামে মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।
গণসংযোগ চলাকালে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার মীর মো. হেলাল উদ্দীন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, সদস্য এরশাদ উল্লাহ, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, মো. শামসুল হক প্রমুখ।
চট্টগ্রামে আরও ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৪ টি নমুনা পরীক্ষায় বিস্তারিত
কক্সবাজার থেকে আরও ১ হাজার ৭৫৯ জন রোহিঙ্গাকে নোয়াখালী জেলার দ্বীপ অঞ্চল ভাসানচরে পাঠানো বিস্তারিত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রুপম কান্তি নাথ নামের এক বন্দিকে নির্যাতনের অভিযোগে জেল বিস্তারিত
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার রৌফাবাদে পাঁচ বছর আগে ডাকাতির সময় এক নারীকে হত্যার দায়ে বিস্তারিত
আরও ২ হাজার ২৬০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচর দ্বীপে পাঠানো হয়েছে। এ নিয়ে সাত দফায় ১১ বিস্তারিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ১ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় বিস্তারিত
চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ বিস্তারিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী মঙ্গলবার (২ মার্চ) দুপুরে চসিক বিস্তারিত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৯ জনের। ১ হাজার ৮২৯ টি নমুনা পরীক্ষায় তাদের বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited