শিরোনাম

চসিক নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ঝুকিপূর্ণ: উচ্চপর্যায়ের আইন-শৃংখলা সেল গঠন

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: জানুয়ারী ২৫, ২০২১ ২৩:১৮

image


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ চিহ্নিত করে এগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ এবারের নির্বাচনে বেশির ভাগ কেন্দ্রই ঝুকিপূর্ণ চিহ্নিত করে নিরাপত্তা  ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন  কমিশন।

 এদিকে, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা চসিক নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি পরিদর্শনের একদিনপর সোমবার নির্বাচন কমিশন  একটি আইন শৃংখলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে । কমিশনের আইডিয়া প্রকল্পের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে প্রধান করে এই কমিটির সদস্য রাখা হয়েছে, স্বারাষ্ট্রমন্ত্রনালয়, পুলিশ সদর দপ্তর, র‌্যাব, বিজিবি ও আনসারের সিনিয়র কর্মকর্তাদের।  

 রবিবার চট্টগ্রামে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সাথে এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে সংঘর্ষ ও প্রানহানির ঘটনা অনাকাংক্ষিত। নির্বাচনে যে কোন ধরনের সংঘাত সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট কেন্দ্রের সংখ্যা ৭৩৫টি আর ভোটার হচ্ছে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান,  পরিস্থিতি বিবেচনায় চসিক নির্বাচনের কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ ও সাধারন এই দুইভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৮ জন করে আইন- শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য মোতায়ন থাকবে। সাধারন কেন্দ্রগুলোতে থাকছে ১৩-১৬ জন আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য।

 গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোর প্রতি কমিশনের বিশেষ দৃষ্টি থাকবে বলেও জানান তিনি।

মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচন সুষ্টু নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে, কমিশনের মূল লক্ষ্য ভোটাররা যাতে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিতে পারেন।


এ নির্বাচন সামনে রেখে মোট ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ২২ প্লাটুন দায়িত্ব পালন করবে চসিক এলাকায়। তিন প্লাটুন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। প্রতি প্লাটুনে ১৬ জন করে বিজিবি সদস্য আছে।

র‌্যাবের, ৪১টি টিম, পুলিশের প্রায় ৭ হাজার সদস্য এবং অনসারের ৪ হাজার সদস্য মোতায়ন থাকবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে, নির্বাচনের ঠিক একদিন পূর্বে, নির্বাচন কমিশন চসিক নির্বাচন উপলক্ষ্যে একটি উচ্চ পযায়ের  আইন শৃংখলা সমন্বয় ও মনিটরিং টিম গঠন করেছে।

 নির্বাচন কমিশনের এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির কাজ হবে, নির্বাচনী এলাকায় শান্তি- শৃংখলা রক্ষার্থে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় সাধন এবং নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্টাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইন – শৃংখলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্ণিং অফিসার, সহকারি রিটার্ণিং অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের  সহায়তা প্রদান করা।

কমিশনের উপসচিব আতিয়ার রহমান সাক্ষরিত সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগগুলোতে প্রেরিত বিজ্ঞপ্তিটিতে আইন শৃংখলা সমন্বয় ও মনিটরিং সেলের মোট ৫টি কর্ম পরিধি নির্ধারণ করে দেয়া হয়েছে।

@এসএন

image
image

রিলেটেড নিউজ


দূর্গম দ্বীপ ও পাহাড়ী অঞ্চলেও পৌছানো হয়েছে করোনা টিকা

৭ ফেব্রুয়ারী রোববার থেকে দেশের প্রত্যন্ত এলাকায় করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হচ্ছে। বিস্তারিত


চসিক নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ঝুকিপূর্ণ: উচ্চপর্যায়ের আইন-শৃংখলা সেল গঠন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ চিহ্নিত করে এগুলোকে বিস্তারিত


চসিক নির্বাচন: উৎসব ঢেকে যাচ্ছে উৎকন্ঠায়

চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে উত্তপ্ত হতে শুরু করেছে বিস্তারিত


কারিগরি শিক্ষা পাবে ভাসান চরের রোহিঙ্গারা

জাগরন রিপোর্ট ভাসান চরে রোহিঙ্গাদের  কারিগরি শিক্ষা ও কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বিস্তারিত


প্রস্তত এইচএসসির ফল, বৃহস্পতিবার প্রকাশের সম্ভাবনা

২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও ও সমমান পরীক্ষার ফল প্রস্তত রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশের কথা বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image