শিরোনাম

হাতিরঝিলে বিথির মৃত্যু: পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

নিজস্ব প্রতিবেদক: জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ৫, ২০২১ ১৫:৩৫

image

ঢাকার হাতিরঝিলে গত বছরের অগাস্টে মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রী মাহমুদা আক্তার বিথির মৃত্যুর ঘটনাটিহত্যাকাণ্ডছিল বলে মনে করছে তার পরিবার।

শুক্রবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলন বিথির মা রওশন আরা বলেন, “এখন বুঝতে পারছি, এটি দুর্ঘটনা ছিল না। বিথিকে কৌশলে হাতিরঝিলে নিয়ে হত্যা করা হয়েছে।

রওশন আরা জানান, তার মেয়ে বিথি ধলপুর কিন্ডারগার্টেন হাই স্কুলের দশম শ্রেণিতে পড়ত। তাদের বাসা গোলাপবাগে। বিথির বাবা একজন চা দোকানি।

গতবছর ১৪ অগাস্ট বিথি পাশের বাসায় তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে যায়। পরে তারা বেড়াতে বের হয়।

রওশন আরা বলেন, বিথির ফিরতে দেরি হওয়ায় সেদিন অনেকবার ফোন করলেও সে ধরেনি। এক পর্যায়ে রাসেল নামের এক ছেলে সেই ফোন ধরে জানায় বিথি দুর্ঘটনায় পড়েছে।কান্নাজড়িত কণ্ঠে রওশন আরা বলেন, “খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বিথিকে অচেতন অবস্থায় দেখতে পাই। তখন রাসেল জানায় মুগদায় রিকশায় আসার পথে অটোরিকশার ধাক্কায় ঘটনা ঘটেছে।

অচেতন বিথিকে ঢাকা মেডিকেল থেকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ অগাস্ট রাত ১টায় দিকে মারা যায় মেয়েটি।

রওশন আরা বলেন, বিথি দুই দিন অচেতন ছিল, আসলে কী ঘটেছিল তার কাছ থেকে তা জানা যায়নি। তবে তার বান্ধবী বলেছিল, মোটরসাইকেলে করে হাতিরঝিলে ঘুরতে গিয়েছিল তারা।

নাইম নামের এক ছেলের মোটরসাইকলে উঠেছিল বিথি। এক পর্যায়ে বাইক থেকে তাকে ফেলে দেয় নাইম। এতে সে গুরুতর আহত হয়।

ঘটনাস্থল থেকে বিথিকে তার বান্ধবী রাসেল ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও নাইম সেখান থেকেপালিয়ে যায়বলে রওশন আরার ভাষ্য।

ঘটনায় বিথির বাবা মো. বিল্লাল হোসেন গত ১৬ অগাস্ট সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা করেন। সেখানে নাইম, রাসেল বিথির সেই বান্ধবীকে আসামি করা হয়।

বিথির মা বলেন, “বারবার পুলিশকে বলা হলেও তারা নিজেদের ইচ্ছায় মামলার এজাহার তৈরি করেছে, আর বিথির বাবা সাধারণ চায়ের দোকানদার, না বুঝে তাতে স্বাক্ষর করেছে।

বিথির মৃত্যুর জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তার মা। বিথির খালা ঝর্না বেগমও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কথাই এসেছে।

তিনি বলেন, মহানগর ব্রিজের এক নম্বর সেতুর ঢালে যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই।

তবে আসামি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি, বিথি নাইমের মোটরসাইকেলের পেছনে বসেছিল এবং অসাবধানবশত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিথির মায়ের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এসআই সুব্রত বলেন, “নাইম, রাসেল- এরা বখাটে। বিথির মা আবেগতাড়িত হয়ে ওই কথা বলছেন।

 

image
image

রিলেটেড নিউজ


পদ্মায় জেলের জালে ১১ কেজির ঢাই মাছ! ৩৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা বিস্তারিত


মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বিস্তারিত


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন বিস্তারিত


হাওর দেখতে যাচ্ছিলেন বন্ধুরা, ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

দলবেঁধে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত বিস্তারিত


রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, আখাউড়ায় নারীর ভয়ঙ্কর পরিণতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু বিস্তারিত


ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ

গাবতলীর আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে বিস্তারিত


অবৈধ সম্পর্কে স্বামী, ছেলেসহ আত্মহনন শেফালীর!

নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে ছেলেসহ স্ত্রী আত্মহনন করেছেন বলে জানা গেছে। বিস্তারিত


সাগরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে বিস্তারিত


হানিফ ফ্লাইওভারে ল্যাম্পপোস্টে বাইকের ধাক্কা, নিহত ২

রাজধানীর ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image