শিরোনাম
নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ
আপডেট: ফেব্রুয়ারী ৬, ২০২১ ২১:৪৯
৭ ফেব্রুয়ারী রোববার থেকে দেশের প্রত্যন্ত এলাকায় করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হচ্ছে। করোনা টিকা দেয়ার জন্য ইতোমধ্যে স্বাস্থ্যকর্মী ও সেচ্চাসেবকদের প্রশিক্ষন চলছে। দুর্গম দ্বীপ উপজেলা এবং গহীন পাহাড়ী এলাকার উপজেলাগুলোতেও এরমধ্যে টিকা পৌছানো হচ্ছে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি ক্ষেত্র বিশেষে দুই একটি বিশেষ স্থানেও টিকা প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগেগর কর্মকর্তারা।
দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হবে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ৭ ফেব্রুয়ারী রোববার। একই সাথে নগরীর ১৬টি কেন্দ্রে এবং জেলায় ১৬টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেও টিকা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। শুরুতে কতজনকে টিকা দেয়া হবে সেই সংখ্যাটি এখনো নিশ্চিত করা না গেলেও এখন অনলাইনে নিবন্ধনের পর টিকা কার্ড প্রাপ্তব্যক্তিরা টিকা পাবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: শেখ ফজলে রাব্বি।
ডা: ফজলে রাব্বি বলেন, ইতোমধ্যে অনেকের অন লাইন রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে সমস্যার হয়েছিলো। তবে, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে সমাধান দেয়ার চেষ্টা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরীতে ১৬টি টিকা প্রদান কেন্দ্র ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। এর জন্য ৬৭টি টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি টিমে থকছে দুইজন স্বাস্থ্যকর্মী ও চারজন সেচ্ছাসেবক। যদিও ইপিআই কাযক্রমের মতই হবে এই টিকাদান কর্মসূচী তারপরও বাড়তি সতর্কতা হিসেবে করোনার টিকা প্রদানের জন্য দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষন।যেমনটি বলছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশেনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী।
ডা: আলী বলেন, প্রথম দিন চমেক হাসপাতালে ১শ জনকে করোনা প্রতিষেধক টিকা দেয়া হবে।
এদিকে, পার্বত্য চট্টগ্রামের গহীন পাহাড়ী এলাকার উপজেলাগুলোতেও একই নিয়মে একই সাথে টিকা প্রদান করা হবে। দ্বীপ উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতেও পৌছানো হয়েছে করোনা ভাইরাসের টিকা। বঙ্গোপসাগরের ভাসান চরের জন্য আলাদা করে বরাদ্দ দেয়া হয়েছে চারশ টিকা। চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন, যেহেতু দেশের সব এলাকায় টিকা প্রদানের ব্যবস্থা থাকায় করোনার টিকা প্রয়োগও নির্বঘ্নে সম্পন্ন করা যাবে।
হাসান শাহরিয়ার বলেন, সব এলাকার সাথে বিভাগের পাহাড়ী এলাকা এবং দ্বীপাঞ্চলগুলোতে টিকা দেয়া হচ্ছে।
রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে সম্মুখসারিতে কাজ করা ব্যক্তিরাও অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভাইরাসের টিকা পাবে।
প্রধান শেখ হাসিনা গত মাসের ২৭ জানুয়ারী দেশে প্রথমবারের মত করোনা ভাইরাসের টিকা প্রদান কাযক্রম উদ্বোধন করেন।
৭ ফেব্রুয়ারী রোববার থেকে দেশের প্রত্যন্ত এলাকায় করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হচ্ছে। বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৪১৬টি কেন্দ্রই ঝুকিপূর্ণ চিহ্নিত করে এগুলোকে বিস্তারিত
চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক নির্বাচনের ঠিক এক সপ্তাহ পূর্বে উত্তপ্ত হতে শুরু করেছে বিস্তারিত
জাগরন রিপোর্ট ভাসান চরে রোহিঙ্গাদের কারিগরি শিক্ষা ও কৃষিক্ষেত্রে কর্মসংস্থান বিস্তারিত
২০২০ সালের উচ্চ মাধ্যমিক ও ও সমমান পরীক্ষার ফল প্রস্তত রয়েছে। ডিসেম্বরে ফল প্রকাশের কথা বিস্তারিত
© Copyright JAGORON.NEWS
Developed By Muktodhara Technology Limited