শিরোনাম

১৮ বছরের অপেক্ষা ফুরালো পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ৮, ২০২১ ১৭:৩৫

image

নতুন বল আসতেই ভোজবাজির মতো পাল্টে গেল ম্যাচের দৃশ্যপট। যে দক্ষিণ আফ্রিকা ছিল চালকের আসনে, সেই তারাই ৩৩ রান তুলতে হারালো শেষ উইকেট! হাসান আলীর গতিঝড়ে ছোঁ মেরে জয় তুলে নিলো পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের রোমাঞ্চ আরও বাড়িয়ে ২০০৩ সালের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়টাও নিশ্চিত হয়ে গেল বাবর আজমদের।

করাচির প্রথম টেস্ট উইকেটে জিতেছিল পাকিস্তান। আর আজ (সোমবার) রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট স্বাগতিকরা জিতলো ৯৫ রানে। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সমান্তরালে ১৮ বছরের অপেক্ষা শেষে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতলো তারা।

অথচ রাওয়ালপিন্ডি টেস্টে জয়ের পাল্লা হেলে ছিল দক্ষিণ আফ্রিকার দিকে। প্রোটিয়াদের টেস্ট নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা এইডেন মারক্রাম তেম্বা বাভুমা জয়ের পথ তৈরি করেছিলেন। কিন্তু হাসান আলী দ্বিতীয় নতুন বল হাতে পেতেই গুঁড়িয়ে দিলেন সব। প্রথম ইনিংসে উইকেট পাওয়া এই পেসার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়ে সেরার পুরস্কারও জিতেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ছিল ৩৭০ রান। উইকেটে ১২৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে চাপে পড়ে সফরকারীরা। দ্রুত ফিরে পান রাসি ফন ডের ডুসেন (৪৮) ফাফ ডু প্লেসি () যদিও ওই চাপ সরিয়ে প্রোটিয়াদের আশা উজ্জ্বল হয় মারক্রাম বাভুমার ব্যাটে। মারক্রাম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। উপমহাদেশে প্রথম সেঞ্চুরি পেয়ে সাম্প্রতিক সময়ের ব্যর্থতাও কাটিয়েছেন তিনি। খেলেছেন ২৪৩ বলে ১০৮ রানের ইনিংস। আর বাভুমা করেন ৬১ রান।

চতুর্থ উইকেটে তাদের ১০৬ রানের জুটিতে ৩৭০ রানের লক্ষ্যটাও সহজ হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার। কিন্তু নতুন বল হাতে পেয়ে তছনছ করে দেন হাসান। তার পেসে উইকেটে ২৪১ রান থাকা প্রোটিয়ারা অলআউট হয়ে যায় ২৭৪ রানে। চা বিরতির৪১ মিনিট আগেই শেষ রাওয়ালপিন্ডি টেস্ট!

নিয়ে সবশেষ পাঁচ টেস্ট সিরিজের চারটিতে হারলো দক্ষিণ আফ্রিকা। আর গত ১৩ টেস্টে এটা দশম হার। পাকিস্তানে হোয়াইটওয়াশ হওয়ার পর লম্বা বিরতি পাচ্ছে তারা। অস্ট্রেলিয়া সফর বাতিল করায় আপাতত লাল বলের ক্রিকেটে খেলা নেই তাদের।

হাসানের সঙ্গে বল হাতে আগুন ঝরিয়েছেন শাহীন আফ্রিদি। বাঁহাতি পেসার ৫১ রান দিয়ে পেয়েছেন উইকেট। আর উইকেট নিয়েছেন ইয়াসির শাহ। হাসান ম্যাচসেরা হলেও সিরিজসেরা হয়েছেন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পাওয়া মোহাম্মদ রিজওয়ান।

 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২৭২ ২৯৮

দক্ষিণ আফ্রিকা: ২০১ দ্বিতীয় ইনিংসে ৯১. ওভারে ২৭৪ (মারক্রাম ১০৮, বাভুমা ৬১, ফন ডের ডুসেন ৪৮, উইয়ান মুল্ডার ২০, এলগার ১৭; হাসান /৬০, শাহীন /৫১)

ফল: পাকিস্তান ৯৫ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজ পাকিস্তান -০তে জয়ী।

ম্যাচসেরা: হাসান আলী।

সিরিজসেরা: মোহাম্মদ রিজওয়ান।

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image