শিরোনাম

ভারতকে গুঁড়িয়ে ইংল্যান্ডের দারুণ জয়

স্পোর্টস ডেস্ক: জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ৯, ২০২১ ১৬:৪০

image

আগের টেস্টেই ইতিহাস গড়েছিল ভারত। ৩২৮ রানের ভীষণ কঠিন লক্ষ্য তাড়া করে জয় করেছিল ব্রিজবেন দুর্গ। দেশের মাটিতে চ্যালেঞ্জ ছিল এর চেয়েও কঠিন, লক্ষ্য ছিল আরও বড়। উইকেট হাতে নিয়ে শেষ দিনে খুব একটা লড়াই- করতে পারেনি বিরাট কোহলির দল। জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচদের নৈপুণ্যে চেন্নাই টেস্টে ইংল্যান্ড জিতেছে অনায়াসেই।

প্রথম টেস্টে ২২৭ রানে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে গেছে সফরকারীরা। এশিয়ায় টেস্টে এটি তাদের টানা ষষ্ঠ জয়।

৪২০ রানের প্রায় অসম্ভব লক্ষ্য তাড়ায় পঞ্চম দিন ১৯২ রানে গুটিয়ে গেছে ভারত। কোহলিদের দ্বিতীয় সেশনে থামিয়ে দিয়ে ২০১২ সালের পর দেশটিতে প্রথম জয় পেল ইংল্যান্ড।২০১৭ সালের পর দেশের মাটিতে এটিই ভারতের প্রথম হার। সেবার পুনেতে অস্ট্রেলিয়া জিতেছিল ৩৩৩ রানে।

এম চিদাম্বরাম স্টেডিয়ামে মঙ্গলবার উইকেটে ৩৯ রান নিয়ে দিন শুরু করে ভারত। অসমান বাউন্স তীক্ষ্ণ বাঁকের জন্য স্বাগতিকদের সামনে ছিল ভীষণ কঠিন চ্যালেঞ্জ। দলকে পথ দেখাতে পারতেন যিনি সেই চেতেশ্বর পুজারা ফিরে যান সবার আগে।

আগের দিন রোহিত শর্মাকে ফেরানো লিচ থামান পুজারাকে। তীক্ষ্ণ বাঁক নেওয়া বাড়তি লাফানো বল ব্যাটের শোল্ডারে লেগে যায় প্রথম স্লিপে বেন স্টোকসের হাতে।

মন্থর উইকেটে প্রাণ জাগান অ্যান্ডারসন। শুরুটা করেন আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি করা শুবমান গিলকে বোল্ড করে। সঙ্গে ৩০ পেরুনোর পর টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় স্পর্শ করেন কোর্টনি ওয়ালশকে (৩৪১)

শূন্য রানে অজিঙ্কা রাহানেকে বোল্ড করে ক্যারিবিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে যান অ্যান্ডারসন। ঝড় তোলার আগে রিশাব পান্তকেও থামান ৩৮ বছর বয়সী এই পেসার। শুরুতেই ভারতকে এলোমেলো করে দেওয়া অ্যান্ডারসনের স্পেল ছিল এমন ---৩।

এরপর প্রায় একাই লড়াই করে গেছেন কোহলি। কিন্তু কারও কাছ থেকে মেলেনি খুব একটা সহায়তা। পান্ত ছাড়া শেষ সাত ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

স্টোকসের দুর্দান্ত এক রিভার্স সুইংয়ে বোল্ড হয়ে থামেন ভারত অধিনায়ক। ১০৪ বলে খেলা তার ৭২ রানের ইনিংস গড়া চারে।

রবিচন্দ্রন অশ্বিন শাহবাজ নাদিমকে ফিরিয়ে ১৯৩৪ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে ভারতে চতুর্থ ইনিংসে উইকেট পাওয়ার আশা জাগান লিচ। শেষ পর্যন্ত পারেননি তিনি। জাসপ্রিত বুমরাহকে কট বিহাইন্ড করে আট বছরের মধ্যে ভারতের মাটিতে ইংল্যান্ডকে প্রথম জয় এনে দেন জফ্রা আর্চার। 

লিচ ৭৬ রানে নেন উইকেট। অ্যান্ডারসন উইকেট নেন ১৭ রানে।

শততম টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়া রুট জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

আগামী শনিবার চেন্নাইয়েই শুরু হবে দ্বিতীয় টেস্ট।

 

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৭৮

ভারত ১ম ইনিংস: ৩৩৭

ইংল্যান্ড ২য় ইনিংস: ১৭৮

ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪২০, আগের দিন ৩৯/) ৫৮. ওভারে ১৯২ (গিল ৫০, পুজারা ১৫, কোহলি ৭২, রাহানে , পান্ত ১১, সুন্দর , অশ্বিন , নাদিম , ইশান্ত *, বুমরাহ ; আর্চার .--২৩-, লিচ ২৬--৭৬-, অ্যান্ডারসন ১১--১৭-, বেস --৫০-, স্টোকস --১৩-)

ফল: ইংল্যান্ড ২২৭ রানে জয়ী

সিরিজ: ম্যাচের সিরিজে ইংল্যান্ড -০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: জো রুট

 

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image