শিরোনাম

বিএসএফের হাতে আটক সেই পুলিশ কনস্টেবল সঙ্গীসহ কারাগারে

পঞ্চগড় প্রতিনিধিঃ জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ১৬, ২০২১ ২২:১৩

image

পঞ্চগড় সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক সেই কনস্টেবল এবং তার সঙ্গী পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমণ করার মামলায় এ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানিয়েছেন।

তারা হলেন পুলিশের কনস্টেবল ওমর ফারুক (২৪) এবং ভারতীয় গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোশারফ হোসেন (৪০)।

 

এর আগে সোমবার রাতে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাদের সহ চার জনের বিরুদ্ধে এ ঘটনায় মামলা করেন।

মামলার অন্য দুই আসামি হলেন, সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া এলাকার ‘মাদক ব্যবসায়ী’ আমিরুল ইসলাম (৪৫) এবং মাসুদ। এজাহারে মাসুদের ঠিকানা ও পরিচয় উল্লেখ নেই।

 

 

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন বলেন, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অভিযোগে ওই দুই পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

“তাদের সাথে মাদক ব্যবসায়ীদের যোগাযোগ ছিল।”

পুলিশ সদস্য মোশারফ হোসেন ও ওমর ফারুককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেন তিনি।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দুই পুলিশ সদস্যের সাথে সীমান্তের মাদক ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে। তারা মাঝে মধ্যেই সীমান্ত এলাকায় যাতায়াত করতেন।

সেদিনের ঘটনার বিবরণে বলা হয়েছে, পঞ্চগড় পুলিশ লাইনে কর্মরত এএসআই মোশারফ হোসেন, কনস্টেবল ওমর ফারুক এবং মাসুদ নামের এক ব্যক্তিসহ গত রোববার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা মোমিনপাড়া সীমান্ত এলাকা দিয়ে মাদক ব্যবসায়ী আমিরুলের সাথে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা ভারতের সিপাইপাড়া এলাকার মাদক ব্যবসায়ী ভুট্টুর বাড়িতে যান।

সেখানে কোনো এক বিষয় নিয়ে ভুট্টুর সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পুলিশ সদস্য ভুট্টুর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে আসতে চাইলে ভারতীয়রা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া করে। এ সময় তারা পুলিশ সদস্য ওমর ফারুককে আটক করে মারধর করে। বাকিরা পালিয়ে আসতে সক্ষম হয়।

পরে পার্শ্ববর্তী চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওমর ফারুককে আটক করে নিয়ে যায়।

সেই রাতেই হাড়িভাসার টেনশন মার্কেট থেকে পুলিশ সদস্য ওমর ফারুকের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

সোমবার সন্ধ্যায় ওমর ফারুককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনে পুলিশের হাতে তুলে দেয় বিজিবি। এছাড়া আগে থেকেই পুলিশের নজরবন্দি ছিলেন এএসআই মোশারফ হোসেন।

image
image

রিলেটেড নিউজ


পদ্মায় জেলের জালে ১১ কেজির ঢাই মাছ! ৩৪ হাজারে বিক্রি

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা বিস্তারিত


মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সেনাপ্রধান

মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বিস্তারিত


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা রিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় এক অটোরিকশাচালকসহ তিনজন বিস্তারিত


হাওর দেখতে যাচ্ছিলেন বন্ধুরা, ট্রাকচাপায় প্রাণ গেল ২ জনের

দলবেঁধে হাওর দেখতে যাওয়ার পথে ময়মনসিংহে ট্রাকচাপায় মটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত বিস্তারিত


রেল লাইনে দাঁড়িয়ে চলন্ত ট্রেন থামানোর চেষ্টা, আখাউড়ায় নারীর ভয়ঙ্কর পরিণতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু বিস্তারিত


ভেঙে পড়েছে আমিনবাজারের বেইলি ব্রিজ

গাবতলীর আমিনবাজার-আশুলিয়া নৌপথের আমিনবাজারে অবস্থিত পুরাতন লোহার বেইলি ব্রিজ ভেঙে বিস্তারিত


অবৈধ সম্পর্কে স্বামী, ছেলেসহ আত্মহনন শেফালীর!

নওগাঁর মহাদেবপুরে স্বামীর পরকীয়ার জেরে ছেলেসহ স্ত্রী আত্মহনন করেছেন বলে জানা গেছে। বিস্তারিত


সাগরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গার্ল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যায় তিন বন্ধু। সেখান থেকে বিস্তারিত


হানিফ ফ্লাইওভারে ল্যাম্পপোস্টে বাইকের ধাক্কা, নিহত ২

রাজধানীর ওয়ারী এলাকায় হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image