শিরোনাম

বিএনপির সমাবেশে এক দফার আন্দোলনের সুর

নিজস্ব প্রতিবেদকঃ জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ১৭, ২০২১ ১৬:২১

image

ঢাকার সমাবেশ থেকে সরকার হটাতে এক দফা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকা আগের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে এই আহ্বান আসে।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, “আমরা এই সরকারকে আর কোনো নির্বাচনের সুযোগ দেবো না। নির্বাচন করে আবার ভোট ডাকাতি করে ক্ষমতায় আসবেন, এটা বাংলাদেশের হতে পারে না।

“আমরা বলতে চাই, সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে এক দফার আন্দোলনে শরিক হতে হবে। দল-মত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে এই অবৈধ হাসিনার সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

আমান বলেন, “এই সরকার গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, জাতীয় সংসদ ধ্বংস করে েিদ্য়ছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রের মোড়কে এই সরকার একদলীয় শাসন ব্যবস্থায় আজকে পরিচালিত হচ্ছে?

“তাই আজকে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দল-মতকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং এই সরকারের পতন ঘটাতে হবে।”

ঢাকা মহানগর দক্ষিণ-উত্তরের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশে সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেয়। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়ে ১২টার দিকে শেষ হয়।

গত ১৩ ফেব্রুয়ারি একই স্থানে বিএনপির সমাবেশে পুলিশ লাঠি চালিয়েছিল। বুধবার ব্যাপক সংখ্যক পুলিশ উপস্থিত থাকলেও কোনো সংঘাত ঘটেনি।

‘খেতাব বাতিল করলে হাত পুড়ে যাবে’

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল না করতে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন বিএনপি নেতারা।

আমান বলেন, “সরকারকে বলে দিতে চাই, যদি জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের চিন্তা কর, যদি বাতিল কর, এই সরকারের হাত জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, “শহীদ জিয়াউর রহমানের পদক বাতিলের ক্ষমতা কারেও নাই।”

জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “আজকে এই সমাবেশে সবাই বলেছেন, জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ের মধ্যে প্রতিমূর্তি।

“কয়েকজন মাফিয়া তার খেতাব কেড়ে নেবে কি নেবে না- এটা দিয়ে জিয়ার ঐতিহাসিক অক্ষয় অবদানকে মুছে ফেলা যাবে না।”

যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারকে হুঁশিয়ার করে বলেন, “মনে রাখবেন, বিএনপি হচ্ছে সেই গরম পানি যেই গরম পানিতে নরম ডিমকে শক্ত করে আবার শক্ত আলুকে নরম করে।”

বিএনপির গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, “আমাদের বহু মিছিলকে রাস্তায় বাধা দেওয়া হয়েছে। আজকে আমাদের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তারও করা হয়েছে।

“আমরা বলতে চাই, অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। নইলে আমাদের সমাবেশ ও আমাদের প্রতিবাদ কর্মসূচি চলতেই থাকবে, এই কর্মসূচি থাকবে না।”

জিয়ার খেতাব বাতিলের পক্ষে যে সব আওয়ামী লীগ নেতা যুক্তি দেখাচ্ছেন, তাদের নিয়ে সোহেল বলেন, “এসব আবোল-তাবোল কথা কারা বলে? পাগলরা বলে। একটা খেতাব আছে শহীদ জিয়ার নামে, তাই হজম করতে পারছেন না।

“প্রস্তুত হোন আগামীতে জিয়ার ছবি থাকবে বাংলাদেশের এক হাজার টাকার নোটে, পাঁচশ টাকার নোটে। সেজন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করেন।”

কাজী আবুল বাশার ও আবদুল আলীম নকির পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপির শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, নাজিমউদ্দিন আলম, আমিনুল হক, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নিপুণ রায় চৌধুরী, শেখ রজিউল আলম রবি, ইউনুস মৃধা, এজিএম শামসুল হক, তানভীর আহমেদ রবিন, যুবদল নেতা সুলতান সালাহউদ্দিন টুকু, রফিকুল আলম মজনু, এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাফিজুর রহমান, মৎস্যজীবী দলের আবদুস রহিম, শ্রমিক দলের সুমন ভুঁইয়া, ছাত্রদলের ফজলুর রহমান খোকন বক্তব্য রাখেন।

সমাবেশে শ্যামা ওবায়েদ, খান রবিউল ইসলাম রবি, মোরতাজুল করীম বাদরু, মামুন হাসান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, এবিএম রাজ্জাক উপস্থিত ছিলেন।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image