শিরোনাম

৫ লাখ মৃত্যু ভয়ানক মাইলফলক: বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ২৩, ২০২১ ০৯:২৪

image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ মানুষের মৃত্যুর ঘটনাকে ভয়ানক মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে গত রোববার মধ্যরাতে দেশটিতে মৃতের সংখ্যা এই মাইলফলক ছাড়িয়ে যায়।

এরপর স্থানীয় সময় সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা এই করুণ পরিণতি মেনে নিতে পারি না। আমাদেরকে শোকে স্তব্ধ হওয়া থেকে ঘুরে দাঁড়াতে হবে।’

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে

পরে প্রেসিডেন্ট বাইডেন, তার স্ত্রী জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী করোনায় মৃতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন। এসময় ঐক্যবদ্ধভাবে করোনাভাইরাস মোকাবিলা করতে আমেরিকানদের প্রতি আহ্বান জানান বাইডেন। তিনি বলেন, ‘করোনায় মারা যাওয়া সবাইকে স্মরণ করতে আমি আজ সকল আমেরিকান নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। যাদেরকে আমরা হারিয়েছি, যাদেরকে পেছনে ফেলে এসেছি- সবাইকেই স্মরণ করুন।’

এদিকে আগামী পাঁচদিন আমেরিকায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে করোনায় মৃতদের স্মরণ করেন প্রেসিডেন্ট বাইডেনসহ অন্যরা

করোনায় মৃত্যুর সংখ্যা উল্লেখ করে সোমবার হোয়াইট হাউসে নিজের বক্তৃতা শুরু করেন জো বাইডেন। তিনি বলেন, ‘প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধে মারা যাওয়া মোট সংখ্যার থেকেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশিসংখ্যক মার্কিন নাগরিক মারা গেছেন। এই সংখ্যাটাকে অনেকে ‘সাধারণ আমেরিকান’ বলে অভিহিত করেন। কিন্তু আসলে মৃতরা মোটেও সাধারণ নন।’

তিনি বলেন, ‘কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিরা মোটেও সাধারণ কেউ নন। যাদেরকে আমরা হারিয়েছি- তারা অসাধারণ। তারা এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মকে জোড়া লাগিয়েছেন। তারা কেউ আমেরিকায় জন্মেছিলেন, কেউ বা এখানে প্রবাসিত হয়েছিলেন। মৃতদের অনেকেই আমেরিকায় একা একা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ২৪ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এনবিসি নিউজ বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা যাওয়া মোট মানুষের মধ্যে এক-পঞ্চমাংশের বেশি মানুষ মারা গেছে কেবল যুক্তরাষ্ট্রে। অবশ্য, বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ শতাংশেরও কম মানুষ বসবাস করে দেশটিতে।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক ড. রচেল ওয়ালেনেস্কি রোববার রাতে এনবিসি নিউজকে বলেন, ‘আমাদের এখানে এখন প্রতিদিন প্রায় এক লাখ লোক নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন। এছাড়া প্রতিদিনই ১৫০০ থেকে তিন হাজার ৫০০ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।’

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

image
image

রিলেটেড নিউজ


সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা তালেবানের

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যার বিস্তারিত


তালেবানের হাতে ‘মার খাচ্ছেন’ আফগান সাংবাদিকরা

আফগানিস্তানে বিক্ষোভের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে তালেবানের হাতে আটক, মারধর ও বিস্তারিত


আফগানিস্তানে ৩১ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে চীন   

খাদ্য সরবরাহ ও করোনভাইরাসের টিকাসহ আফগানিস্তানকে ২০ কোটি ইউয়ান (৩ কোটি ১০ লাখ ডলার) বিস্তারিত


ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের এক কারাগারের জনাকীর্ণ একটি ব্লকে আগুন লেগে অন্তত ৪০ জনের বিস্তারিত


সবাইকে নিয়ে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা

চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা-সমর্থিত সরকারকে বিতাড়িত করে আফগানিস্তানের ক্ষমতায় আসা বিস্তারিত


কাবুল বিমানবন্দরে হামলায় নিহত ছাড়াল ১০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বিস্তারিত


কাবুল যেন লাশের স্তূপ

পশ্চিমা কয়েকটি দেশের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টা যেতে না যেতে আফগানিস্তানের বিস্তারিত


কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১৩: তালেবান

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ বিস্তারিত


কাবুল বিমানবন্দরে এক বোতল পানি ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর ১০ দিন পার হয়েছে। সারাদেশের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image