শিরোনাম

বেনজেমার কল্যাণে শীর্ষস্থানের আরও কাছে রিয়াল

স্পোর্টস ডেস্কঃ জাগরণ ডট নিউজ

আপডেট: মার্চ ১৪, ২০২১ ১০:১৬

image

কাজটা ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই করে যাচ্ছেন কারিম বেনজেমা। শনিবার রাতে আবারও করলেন, বেনজেমার জোড়া গোলের কল্যাণেই এলচের বিপক্ষে হারের মুখ থেকে রিয়াল জয় তুলে নিয়েছে। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদের গোলশূন্য ড্রয়ে শীর্ষস্থানের আরও কাছে চলে এসেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

মৌসুমে অনেকটা সময় রিয়াল খেলেছে ৪-৩-৩ ছকে। এলচের বিপক্ষে হঠাৎই তা বদলে ৩-১-৪-২ ছকে দল সাজান কোচ জিনেদিন জিদান। তাতে রক্ষণ পোক্ত হলেও প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল ইস্কো-বেনজেমাদের। প্রতিপক্ষ গোলমুখে প্রথম শটটা আসে ম্যাচের ২৮ মিনিটে। বক্সের বাইরে থেকে ইস্কোর শটটা অবশ্য গোলরক্ষককে খুব একটা বিপদে ফেলতে পারেনি। 

মিনিট ছয়েক পর আবারও সুযোগ আসে রিয়ালের সামনে। প্রতি-আক্রমণে উঠে এসে ভিনিসিয়াস জুনিয়র ক্রস করেন বেনজেমাকে, তবে শটটা শেষমেশ লক্ষ্যেই রাখতে পারেননি ফরাসি স্ট্রাইকার। 

বিরতির একটু আগে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে রক্ষা পায় রিয়াল। খুব কাছ থেকে গুইদো কারিয়োর শটটা লাফিয়ে পড়ে ঠেকান রিয়াল গোলরক্ষক। ফলে গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ করে দুই দল। 

বিরতির পরও মাঝমাঠের দখলটা ছিল রিয়ালের কাছেই। আর সফরকারী এলচে বেছে নিয়েছিল রক্ষণ সামলে প্রতি-আক্রমণের কৌশল। তাতেই ৫৭ মিনিটে আবারও আক্রমণে উঠে শট নেন গুইদো কারিয়ো। তবে সে যাত্রায়ও সফরকারীদের পথ আগলে দাঁড়ান কোর্তোয়া। সে ধারাটা ভাঙে ৬১ মিনিটে। মোরেন্তের কর্নার থেকে দানি কালভোর শটে গোল পায় এলচে।

তবে রিয়ালকে সমতাসূচক গোলের জন্য খুব একটা অপেক্ষা করতে হয়নি। ৭৩ মিনিটে লুকা মদ্রিচের ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন বেনজেমা। এর আগেও অবশ্য সুযোগ একটা পেয়েছিল জিদানের দল। টনি ক্রুসের ফ্রি কিকে ক্যাসেমিরোর হেডার ছিল না লক্ষ্যেই।

এরপর রিয়াল সুযোগ পেলেও কাজে লাগাতে পারছিল না আদৌ। রিয়াল সোসিয়েদাদ আর অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের পর টানা তৃতীয় ড্রয়ের শঙ্কায় তখন জিদানের দল কাঁপছে। তখনই রিয়ালের ত্রাতা হয়ে আসেন বেনজেমা। যোগ করা সময়ে ক্যাসেমিরোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে আড়াআড়ি শট নেন তিনি, গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে পোস্টে লেগে বল জড়ায় জালে। ২-১ জয়ের উল্লাসে মাতে রিয়াল। 

এই জয়ের ফলে বার্সাকে হটিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছেন বেনজেমারা। ২৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট, আর বার্সা এক ম্যাচ কম খেলে একটি পয়েন্ট কম অর্জন করেছে।

তবে এরপর নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের ড্র দলটিকে আনন্দে ভাসিয়েছে আরও। গেটাফের সঙ্গে গোলশূন্য ড্রয়ের ফলে শেষ আটটি লিগ ম্যাচে এ নিয়ে পঞ্চমবারের মতো পয়েন্ট খোয়াল। তাতে জিদানের দলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটা কমে নেমে এসেছে ছয়ে, শীর্ষস্থানের আরও কাছে চলে এসেছে রিয়াল। আর বার্সা যদি মঙ্গলবার রাতে হারাতে পারে হুয়েস্কাকে হারাতে পারে, তাহলে মেসিদের সঙ্গে অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যবধানটা নেমে দাঁড়াবে ৪-এ। ২৭ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর অর্জন ৬৩ পয়েন্ট।

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image