শিরোনাম

চসিকের প্যানেল মেয়র হলেন লিটন-গিয়াস- আফরোজা

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: মার্চ ২২, ২০২১ ১৬:১৩

image

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচনে ভোট পেতে  কাউন্সিলরদের মধ্যে মূল্যবান আইফোনসহ নানা রকম লোভনীয় উপহারসামগ্রী বিতরণের অভিযোগ উঠেছিল।

বহুল আলোচিত সেই নির্বাচনে বিজয়ী হলেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর। মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়ররা দায়িত্ব পালন করে থাকেন। 

সোমবার (২২ মার্চ) আন্দরকিল্লায় চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিতরা মেয়র এম রেজাউল করিম চৌধুরীর পছন্দের প্রার্থী বলে প্রচার রয়েছে। মেয়রের পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে চসিকে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বলয়ের প্রভাব খর্ব হল। কেননা গতবারের যে তিনজন প্যানেল মেয়র ছিলেন তিন জনই সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। এবার তারা কেউই জিততে পারেননি। ২০১৫ সালের নির্বাচনে প্যানেল মেয়র হয়েছিলেন চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দিন আহমেদ মঞ্জু এবং জোবাইরা নার্গিস খান।

মেয়র রেজাউল করিম চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সভা পরিচালনা করেন চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম। তাকে সহযোগিতা করেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।  

চসিকের বর্তমান পর্ষদের দ্বিতীয় সাধারণ সভার আগে সোমবার দুপুরে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

তারা হলেন- ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী (প্রাপ্ত ভোট ১৩), ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু (প্রাপ্ত ভোট ১০), ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন (প্রাপ্ত ভোট ২৭), ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী (প্রাপ্ত ভোট ১১), ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ (প্রাপ্ত ভোট ১৬) ও ২৫ নম্বর রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন(প্রাপ্ত ভোট ২৯)।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা হলেন- জোবাইরা নার্গিস খান (প্রাপ্ত ভোট ৩), নীলু নাগ(প্রাপ্ত ভোট ১৩), আফরোজা কালাম (প্রাপ্ত ভোট ২৬), লুৎফুন্নেছা দোভাষ বেবী(প্রাপ্ত ভোট ৩) ও ফেরদৌস বেগম মুন্নী (প্রাপ্ত ভোট ৮)।

কোভিড আক্রান্ত হওয়ায় পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদের বাসায় ব্যালট পাঠানো হয় ভোট দেওয়ার জন্য। সকাল ১১টা ২০ মিনিটে মিলনায়তনের মধ্যে তিনটি বুথে ভোট দেওয়া শুরু হয়।
 
উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন কাউন্সিলররা। প্রত্যেকে ২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও একজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে ভোট দেন। ১১টা ৪০ মিনিটে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর ভোট দিতে আসেন দুপুর সাড়ে ১২টায়।

এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা থাকলেও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল।

image
image

রিলেটেড নিউজ


১১টি প্যারামিটারে হালদার পানির গুণগত মান স্বাভাবিক

 ১১টি ভৌত ও রাসায়নিক প্যারামিটারে দেশের মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বিস্তারিত


চট্টগ্রামের নিমতলায় লাকড়ির দোকানে আগুন

চট্টগ্রামের বন্দর থানার নিমতলা এলাকায় লাকড়ির দোকানে অগ্নিকান্ডের  ঘটনা ঘটেছে। তবে এতে বিস্তারিত


ক্লাস শুরু করতে প্রস্তুত চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

চট্টগ্রামের স্কুল, কলেজ ও মাদরাসাগুলো শিক্ষার্থী বরণে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। বিস্তারিত


সোমবার থেকে বিকেলে টিকা কার্যক্রম চালাবে জেনারেল হাসপাতাল

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে দুপুরে করোনা টিকা বিস্তারিত


মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, বক্তব্য হাস্যকর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বিস্তারিত


৫ শতাংশে নেমেছে চট্টগ্রামে করোনা সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন। যা নমুনা পরীক্ষা তুলনায় ৫ দশমিক ৫৩ বিস্তারিত


যানজটে আটকে ‘১৩ হকারকে পুলিশে দিলেন এমপি’

চট্টগ্রামের বোয়ালখালীতে যানজটে আটকে পড়ায় ১৩ হকারকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, বিস্তারিত


‘সিআরবি ধ্বংসের চক্রান্ত প্রতিহত করা হবে’

প্রাণ-প্রকৃতি ধ্বংস করে জনস্বার্থবিরোধী হাসপাতাল নির্মাণ করে সিআরবি ধ্বংসের চক্রান্ত বিস্তারিত


চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০৬, মৃত্যু ২ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১০৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ৬৬৬ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image