শিরোনাম

কোভিড-১৯ : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সর্বদলীয় কমিটি চান ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ জাগরণ ডট নিউজ

আপডেট: এপ্রিল ৯, ২০২১ ২২:২৮

image

করোনাভাইরাসের দ্বিতীয় টেউ মোকাবিলায় জনগণকে সম্পৃক্ত করতে ‘সর্বদলীয় কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই প্রস্তাব দেন।

সংবাদ সম্মেলনে করোনাভাইরাস মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বাড়ানোসহ লকডাউনে নিম্নআয়ের মানুষের জন্য ভাতা ও ত্রাণের ব্যবস্থা করা, টিকা সংগ্রহ, বিভিন্ন ঘটনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, গণতন্ত্র পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘‘আমরা আবারো প্রস্তাব রাখছি, এখনো সময় আছে, সর্বদলীয় কমিটি গঠন করে, জনগণকে সম্পৃক্ত করে-তাহলেই শুধুমাত্র এই সমস্যার সমাধান করা যাবে।“

বিশাল এই চ্যালেঞ্জ জনগণের সম্পৃক্ততা ছাড়া মোকাবেলা করা সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, “রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, সকল স্তরের মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। আসুন আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই সংকট মোকাবেলার উদ্যোগ নেই। মানুষ বাঁচাই, দেশ বাঁচাই।”

মির্জা ফখরুল বলেন, ‘‘এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন, মানুষের জীবন ও জীবিকা রক্ষা করা। সরকারকে আহবান করব, প্রতিটি ইনফরম্যাল সেক্টারের যারা উদ্যোক্তা আছেন তাদেরকে যথেষ্ট পরিমাণ প্রণোদনা দিতে হবে।”

শিল্প কারখানার শ্রমিক, দোকানের কর্মীদের ভাতা দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, যত দিন এই সমস্যা থাকবে বিশেষ করে লকডাউন থাকবে তাদেরকে ভাতা দিতে হবে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীলদের ত্রাণ দিতে হবে।


দিন মজুর ও অনানুষ্ঠানিক খাতে জড়িতরা কিভাবে চলবে তা জানতে চেয়ে তিনি আরও বলেন, “গতবারের অভিজ্ঞতা থেকে দেখেছি সরকার একটা প্রণোদনার ব্যবস্থা করেছিল, সেই প্রণোদনায় কিন্তু সাধারণ মানুষের খুব বেশি উপকার হয়নি, বরঞ্চ দুর্নীতি বেশি হয়েছে।”

সবার জন্য টিকা নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বিশেষজ্ঞরা বলছেন হার্ড ইম্যুনিটির জন্য সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে। এ টিকার এখন পর্যন্ত কোনো সংস্থান হয় নাই। আমরা আজকে দেখলাম, চীন ও রাশিয়া থেকে সরকার টিকা আনার কথা ভাবছে। অথচ তা এই মুহূর্তে দরকার ছিল।“

এক বছর আগে থেকে এ উদ্যোগ না নেওয়ায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, “একবছর ব্যস্ত থাকলেন বিভিন্ন বর্ষ উদযাপনে, বিভিন্ন রকম দৈনন্দিন কাজগুলো বিশেষ করে মেগা প্রজেক্ট, ডেভেলমেন্ট প্রজেক্ট সেগুলো নিয়ে।”

প্রয়োজনীয় টিকা সংগ্রহ ও বিতরণে দ্রুত রোডম্যাপ তৈরির পরামর্শ দেন তিনি।

করোনাভাইরাস আক্রান্তদের জন্য বিভিন্ন হাসপাতালে বেড ও আইসিইউ সংকট, পরীক্ষার অপ্রতুলতার জন্য সরকারের ‘ব্যর্থতা, উদাসীনতা, সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাকে’ দায়ি করেন বিএনপি মহাসচিব।

সর্বাত্মক লকডাউনের অর্থ কি, প্রশ্ন রেখে তিনি বলেন, “সরকার যে লকডাউন ঘোষণা করেছে সেটা ক্যারিআউট হচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বলেছেন, ১৪ তারিখ থেকে নাকি সর্বাত্মক লকডাউন করা হবে। আমরা জানি না সর্বাত্মক লকডাউনের অর্থটা কী? জনগণ জানে না এবং এর বিকল্প কী ব্যবস্থা করা হয়েছে সেটিও জনগণ জানে না।“

“সর্বাত্মক লকডাউন করা বিশেষ করে রোজার সময়ে সেটা কিভাবে সমন্বয় করা হবে সে সম্পর্কে কোনো রোডম্যাপ দেয়া হয় নাই।”

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image