শিরোনাম

শান্ত-তামিম-মুমিনুলের ব্যাটে স্বপ্নময় দিন

ক্রীড়া প্রতিবেদকঃ জাগরণ ডট নিউজ

আপডেট: এপ্রিল ২১, ২০২১ ২০:২৯

image

দুঃসময়ের সঙ্গে আড়ি তাহলে কাটল! বয়সভিত্তিক ক্রিকেটের রাজা আন্তর্জাতিক ক্রিকেটে এসে রাজ্যপাটের দিশাই পাচ্ছিলেন না। অবশেষে সেই পথে প্রথম পদক্ষেপ নিতে পারলেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে ভবিষ্যৎ আশার ছবিটা উজ্জ্বল করে তুলতে পারলেন আবার। শান্তর সেঞ্চুরির দিনে দারুণ খেলেও কাছে গিয়ে না পাওয়ার হতাশায় পুড়লেন তামিম ইকবাল। তবে এই দুজনের সৌজন্যে বাংলাদেশের দিনটি কাটল দারুণ।

সবুজ উইকেট, আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম সকালে টস জিতে যে সাহস দেখাল বাংলাদেশ, দিনজুড়ে তা রূপ নিল প্রাপ্তির প্রায় পূর্ণতায়। বুধবার প্রথম দিনের চ্যালেঞ্জ জিতে বাংলাদেশের রান ২ উইকেটে ৩০২।

যুব পর্যায় থেকেই যাকে মনে করা হতো বয়সের চেয়ে পরিণত, সেই শান্তর প্রথম টেস্ট সেঞ্চুরিতেও থাকল সেটির ছাপ। দারুণ নিয়ন্ত্রিত ও ধৈর্য্যশীল ব্যাটিংয়ে দিন শেষে অপরাজিত তিনি ২৮৮ বলে ১২৬ রান করে।

এ দিন বড় দুটি জুটির একটিতে শান্তর সঙ্গী তামিম, আরেকটি মুমিনুল হক। চোখধাঁধানো সব শটের প্রদর্শনী মেলে ধরে তামিম আউট হয়ে যান ৯০ রান করে। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরির আশায় মুমিনুল দিন শেষে অপরাজিত ৬৪ রানে।


ম্যাচে বাংলাদেশের ইতিবাচক বার্তা দেওয়ার শুরু একাদশ সাজানো থেকে। যেখানে ঠাঁই হয়েছে ৫ জন বিশেষজ্ঞ বোলারের। এরপর ঘাসের ছোঁয়া থাকা উইকেটে আগে ব্যাটিংয়ের পরীক্ষা বেছে নেওয়া।
সেই পরীক্ষা জয়ের প্রথম নায়ক তামিম। ম্যাচের প্রথম ওভার থেকেই ছড়িয়ে দিতে থাকেন চ্যালেঞ্জ জয়ের ঘোষণা।

শ্রীলঙ্কার সেরা পেসার সুরাঙ্গা লাকমলের প্রথম ওভারে জোড়া বাউন্ডারিতে শুরু। তামিমের ব্যাট থেকে আসতে থাকে একের পর এক বাউন্ডারি।


দ্বিতীয় ওভারে সাইফ হাসানকে শূন্য রানে ফেরান বিশ্ব ফার্নান্দো। তামিম সেই চাপকে উড়িয়ে দেন তুড়ি বাজিয়ে। বিশ্বর এক ওভারেই মারেন তিন বাউন্ডারি! শুরুতে একটু নড়বড়ে থাকলেও শান্ত আত্মবিশ্বাস খুঁজে পান দ্রুতই।

সবুজ উইকেট দেখে অতি রোমাঞ্চ থেকেই কিনা, লঙ্কান পেসাররা এলোমেলো বল করেন বেশ। তামিম-শান্ত কাজে লাগান তা।

৫৩ বলে ফিফটি স্পর্শ করেন তামিম। এগিয়ে যান আরও। লাঞ্চের পর শান্তর সঙ্গে তার জুটি ছাড়িয়ে যায় শতরান।

শান্তর ইনিংসে একটি খুঁত, সুযোগ দেন ২৮ রানে। ধনাঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ নিতে পারেননি কিপার নিরোশান ডিকভেলা।

তামিমের সেঞ্চুরি যখন মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার, তখনই হারিয়ে ফেলেন মনোযোগ। বিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ অনুশীলন করিয়ে ধরা পড়েন স্লিপে। ১৫ চারের ইনিংস শেষ হয় সেঞ্চুরি থেকে ১০ রান দূরে।

শান্তর সঙ্গে তার জুটি থামে ১৪৪ রানে।

 


শান্ত অবশ্য আর ভুল করেননি। আগের ৬ টেস্টে তার ছিল মোটে একটি ফিফটি। অন্য সংস্করণগুলোতেও টানা ব্যর্থতায় তিনি ছিলেন জর্জরিত। অনেক প্রশ্নের জবাব আর স্বস্তি হয়ে অবশেষে এলো তার এই সেঞ্চুরি।
গোটা ইনিংসে যেমন, তেমনি সেঞ্চুরির কাছে গিয়েও তাড়াহুড়ো করেননি। নব্বই থেকে শতরানে যেতে বল খেলেন ৩৮টি! ধনাঞ্জয়ার বলে দৃষ্টিনন্দন এক কাভার ড্রাইভে তিন অঙ্ক স্পর্শ করেন ২৩৫ বল খেলে।

তামিমের বিদায়ের পর মুমিনুলও দারুণ জুটি গড়ে তোলেন শান্তর সঙ্গে। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যান বাংলাদেশ অধিনায়ক। দিনশেষে তিনি অপরাজিত ৬৪ রানে।

শান্তর সঙ্গে মুমিনুলের অবিচ্ছিন্ন জুটির রান ১৫০। দেশের বাইরে তৃতীয় উইকেটে বাংলাদেশের যা সর্বোচ্চ জুটি।

প্রথম দিনের চাওয়া আর পাওয়া মিলে গেছে অনেকটুকুই। দ্বিতীয় দিনের চাওয়ার তালিকায় নিশ্চিতভাবেই থাকবে শান্তর আরও বড় ইনিংস, দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি, দলের রান পাহাড়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০২/২ (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১২৬*, মুমিনুল ৬৪*; লাকমল ১৮-৭-৫৫-০, বিশ্ব ১৭-২-৬১-২, কুমারা ১৯-২-৬৩-০, ম্যাথিউস ৫-১-৮-০, ধনাঞ্জয়া ১৬-১-৭১-০, হাসারাঙ্গা ১৫-১-৩৪-০

image
image

রিলেটেড নিউজ


তামিমকে নিয়ে ফিল্ডিংয়ে ভৈরাওয়া

চোটে কাটিয়ে মাঠে ফিরেছেন তামিম ইকবাল। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম বিস্তারিত


সিরিজ নিশ্চিতের পর পরাজয়ে শেষ বাংলাদেশের

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মোটামুটি মানের সংগ্রহ তাড়া করতে গিয়ে ২৭ বিস্তারিত


সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল

সাকিবসহ নেই চার ক্রিকেটার, একাদশে বড় রদবদল নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ বিস্তারিত


ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিলেন নাদির শাহ

  দীর্ঘদিন ধরে ক্যান্সারের ভুগছিলেন আম্পায়ার নাদির শাহ। কিছুদিন আগে রাজধানীর একটি বিস্তারিত


পেলের আরও এক রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি

সেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পেয়েছিলেন গোল। এরপর খেলেছেন আরও তিনটি পূর্ণাঙ্গ বিস্তারিত


বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই বিস্তারিত


নিউজিল্যান্ডকে ১০০ রানও করতে দিল না বাংলাদেশ

প্রত্যাবর্তনের গল্প অনেকবার লিখেছেন নাসুম আহমেদ। হাল ছাড়ার পাত্র যে তিনি নন, সেটি তার বিস্তারিত


প্রথম ওভারেই মেডেন উইকেট

মিরপুর শেরেবাংলায় সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমে নাসুম আহমেদকে দিয়ে বোলিং বিস্তারিত


‘নতুন মেন্ডিসকে’ দেখে নিজেকে মনে পড়ছে ‘আসল’ মেন্ডিসের   

প্রথম বলেই উইকেট। দুর্দান্ত সেই শুরুটা স্বপ্নময় হয়ে উঠল পরের সময়টায়। আরও তিন উইকেট নিয়ে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image