শিরোনাম

ভয় না পেয়ে সবাইকে কাজে ফিরতে’ বলছে তালেবান   

আন্তর্জাতিক ডেস্ক: জাগরণ ডট নিউজ

আপডেট: আগস্ট ২৫, ২০২১ ১২:২১

image

তালেবানের কাছ থেকে ফোন কলটি পাওয়ার সময় নিজ বাড়িতে উদ্বেগ নিয়ে অপেক্ষা করছিলেন আফগান অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিদ আশরাফ হায়দারি। বিদেশিরা চলে গেলে যাতে দেশ চালাতে সহায়তা করতে পারেন, সেজন্য তালেবানের একজন কমান্ডার তাকে নির্দেশ দিয়েছেন কাজে যোগ দিতে।

পশ্চিমা সমর্থনপুষ্ট বিদায়ী প্রশাসনের আরও হাজার হাজার কর্মীর মতো, তিনিও তালেবানের প্রতিহিংসার শিকার হওয়ার আতঙ্কে ছিলেন।

হায়দারি (৪৭) রয়টার্সকে বলেন, তালেবান কমান্ডার তাকে বলছিলেন, মন্ত্রণালয়ে তার দপ্তরে গিয়ে কাজ শুরু করতে যেখানে বসে তিনি দেশের ৩৪টি প্রদেশের জন্য অর্থ ছাড় করতেন।

“তিনি বলেছিলেন, ‘ভয় পাবেন না বা লুকিয়ে থাকার চেষ্টা করবেন না, উন্মাদ বিদেশিরা চলে যাওয়ার পর আমাদের দেশটাকে পরিচালনা করার জন্য কর্মকর্তারা আপনার দক্ষতা কাজে লাগাতে চায়’।”

তালেবান শাসনের রীতির সঙ্গে খাপ খাওয়াতে হায়দারি দাড়ি রাখতে শুরু করেছেন। রোববার টেলিফোন কলটি পাওয়ার পর তিনি তার স্যুট বদলে ঐতিহ্যবাহী আফগান জোব্বা পড়ে নতুন বসের সঙ্গে দেখা করতে যান।

মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ কাবুলে সাংবাদিকদের বলেন, “এখন সময় হয়েছে জনগণকে দেশের জন্য কাজ করতে হবে।”


নারী সরকারি কর্মকর্তাদের কাজে ফেরত নেওয়ার কাঠামো তৈরি করতে তালেবান কাজ করছে বলেও জানান তিনি। তবে ‘নিরাপত্তার’ কারণে তাদের এ মুহূর্তে বাড়িতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যম-পর্যায়ের আরও তিন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে রয়টার্স; যারা জানিয়েছেন, তালেবান তাদেরকে কাজে যোগ দিতে বলেছে, যেহেতু দেশটি একটি অর্থনৈতিক টানাপোড়েনের ভেতর দিয়ে যাচ্ছে এবং সেখানে তারল্য সংকট দেখা দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের কর্মী সোহরাব সিকান্দার জানান, তালেবান নিয়ন্ত্রণ গ্রহণের পর তিনি দপ্তরে যোগ দিয়ে কোনো নারী সহকর্মীকে দেখতে পাননি।

তালেবানের আগের শাসনামলে (১৯৯৬-২০০১) নারীরা কাজে যেতে পারতেন না, তাদের মুখ ঢেকে রাখতে হতো এবং বাড়ি থেকে বের হলে তাদের সঙ্গে একজন পুরুষ আত্মীয়কে সঙ্গী হিসেবে থাকতে হতো।

এবার ক্ষমতা দখলের পর তালেবানের মুখপাত্ররা সাধারণ আফগানদের আশ্বস্ত করতে চাইছেন, তারা প্রতিশোধ নিতে যাচ্ছে না এবং তারা নারীদেরকেও কাজে যোগ দেওয়ার অনুমতি দেবে, যতক্ষণ পর্যন্ত তাদের কাজ ইসলামি আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ থাকছে।

তবে বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের খোঁজ করা, কাজ থেকে জোর করে নারীদের বের করে দেওয়া এবং সাবেক আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও সংখ্যালঘু আদিবাসীদের বিরুদ্ধে প্রতিহিংসাপূর্ণ আচরণের বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় জনমনে উদ্বেগ বেড়েছে। তালেবান অবশ্য হয়রানির অভিযোগগুলো তদন্ত করার কথা বলেছে।


যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে তালেবানের দুই দশকের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিক বিদেশি সেনা প্রত্যাহারের কারণে স্থানীয়ভাবে ব্যয় কমে যাওয়া এবং ডলারের মজুদে ঘাটতির কারণে আফগানিস্তানে আর্থিক সংকট বেড়ে গেছে।

কাজে যোগ দেওয়া একজন আফগান কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত হাতেগোণা কয়েকজন কর্মকর্তাকে কাজে ফেরত এনেছে তালেবান, যাদের বেশিরভাগই অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।

অর্থনীতিবিদ হায়দারি বলেন, সোমবার তালেবানের অধীনে প্রথম কাজে যোগ দেওয়ার দিনে তিনি যখন বাসা থেকে বের হন, তার পরিবারের সদস্যদের না জানিয়েই কার্যালয়ে যান যাতে তারা ‘আতঙ্কিত হয়ে না পড়ে’।

তার দপ্তরে তালেবানের তিন কর্মকর্তা তাকে স্বাগত জানান এবং বলেন দ্রুতই অন্য সহকর্মীরাও তার সঙ্গে যোগ দেবেন এবং বিভিন্ন প্রদেশে অর্থ ছাড় করার বিষয়টিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেন তালেবান সদস্যরা।

হায়দারি বলেন, “ভবনের ভেতরে তাদের হাতে বন্দুক ছিলো না এবং তাদের একজন বলেছিলো যে ‘আমরা আপনার কাছ থেকে কাজ শিখতে পারবো’।”

অন্য নাগরিকদের মতো মরিয়া হয়ে দেশ ছাড়ার চেষ্টা না করে এখন আপাতত দেশেই চুপচাপ অবস্থান করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন হায়দারি।

image
image

রিলেটেড নিউজ


সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা, দাফনেও বাধা তালেবানের

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যার বিস্তারিত


তালেবানের হাতে ‘মার খাচ্ছেন’ আফগান সাংবাদিকরা

আফগানিস্তানে বিক্ষোভের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে তালেবানের হাতে আটক, মারধর ও বিস্তারিত


আফগানিস্তানে ৩১ মিলিয়ন ডলারের জরুরি সহায়তা দিচ্ছে চীন   

খাদ্য সরবরাহ ও করোনভাইরাসের টিকাসহ আফগানিস্তানকে ২০ কোটি ইউয়ান (৩ কোটি ১০ লাখ ডলার) বিস্তারিত


ইন্দোনেশিয়ায় কারাগারে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৪০

ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের এক কারাগারের জনাকীর্ণ একটি ব্লকে আগুন লেগে অন্তত ৪০ জনের বিস্তারিত


সবাইকে নিয়ে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনা

চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা-সমর্থিত সরকারকে বিতাড়িত করে আফগানিস্তানের ক্ষমতায় আসা বিস্তারিত


কাবুল বিমানবন্দরে হামলায় নিহত ছাড়াল ১০০

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বিস্তারিত


কাবুল যেন লাশের স্তূপ

পশ্চিমা কয়েকটি দেশের জঙ্গি হামলার আশঙ্কা প্রকাশের কয়েক ঘণ্টা যেতে না যেতে আফগানিস্তানের বিস্তারিত


কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলায় নিহত ১৩: তালেবান

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ বিস্তারিত


কাবুল বিমানবন্দরে এক বোতল পানি ৩৫০০, ভাতের প্লেট ৮৫০০ টাকা

তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হওয়ার পর ১০ দিন পার হয়েছে। সারাদেশের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image