শিরোনাম

আবু নাছের টিপুর ‘বেলা অবেলা’ সারাবেলার কথা বলে

বদরুল ইসলাম মাসুদ জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ১৮, ২০১৯ ১৫:৫৯

image আবু নাছের টিপু, একজন সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ একটি পদে আসীন।  সারাক্ষণই ব্যস্ত থাকেন, ব্যস্ত থাকতে হয়।  একবোরে যাকে বলে কঠিন দায়িত্ব, তেমনি পদে আবু নাছের টিপু।  কিন্তু এই কঠিন দায়িত্ব পালন করলেও আবু নাছের টিপুর যে একটি রুচিশীল মন আছে, মনের মাঝে নানা ভাবনা উঁকি মারে, ঢেউ খেলে তার হৃদয়মন্দিরে এসব শব্দ ও শব্দমালা, তা সত্যিই ভাবিত করে।  আর এই ভাবনাগুলোকে মালা হিসেবে গেঁথে বর্ণমালার একটি বাগান তৈরি করেছেন 'বেলা অবেলা' নামক উপন্যাসে।

তথ্যমতে, বেলা অবেলা আবু নাছের টিপুর প্রথম উপন্যাস।  এবার ঢাকায় অমর একুশে গ্রন্থমেলায় বেলা অবেলা গ্রন্থটি প্রকাশ হয়েছে। 

তিনটি ভিন্ন ধারার বই প্রকাশিত হয়েছে আবু নাছের টিপুর।

লেখকের প্রথম উপন্যাস ‘বেলা অবেলা’, প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে’ ও ভ্রমণকাহিনী নির্ভর ‘রূপ লাবণ্যে ভরা দ্বীপদেশ নিউজিল্যান্ড’ বইগুলো প্রকাশ করেছে অণ্বেষা প্রকাশন ও প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।  মেলা শুরুর প্রথমদিন থেকেই অন্বেষা প্রকাশনের ১৮ নং স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো।

প্রথম উপন্যাস বেলা অবেলা সম্পর্কে লেখক বলেছেন, ‘বইটি সামাজিক অচলায়তন ভাঙার গল্প বলা হয়েছে।  নোয়াখালীর এক ধর্মভীরু সমাজে বেড়ে উঠা রানু নামের এক কিশোরীর বিয়ে, ভিসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও হাজার পুরুষের দৃষ্টি উপেক্ষা করে এক মায়ের জীবনযুদ্ধে টিকে থাকার গল্প তুলে ধরা হয়েছে বইটির পাতায় পাতায়। বইটিতে শুধু একজন রানুর গল্প বলিনি, এটি সমাজের অসংখ্য রানুর সুখ-দুঃখের উপাখ্যান।’

প্রথম কাব্যগ্রন্থ ‘কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে’ সম্পর্কে লেখক আবু নাছের টিপু বলেন, ‘কবিতাগুলো হচ্ছে চিরচেনা জীবন, জীবনবোধ, চার দেয়ালে ঘেরা ভালোবাসাবাসি, বেদনা, অভিমান ও খুনসুটির চিত্র।  হৃদয়ের গভীর থেকে আসা এই পঙক্তিগুলোই আমার সুখ-দুঃখের সিকি আধুলী দিনযাপনের পদাবলি।’

বর্তমানে যে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন, এর আগে তিনি একটি সরকারি ব্যাংকে চাকরি করেছেন অফিসার পদে।  ২০তম বিসিএস এ তথ্য ক্যাডারে চাকরিতে যোগ দেন তথ্য অফিসার হিসেবে।  পাহাড়ি জেলা সবুজের সমারোহ বান্দরবানেই কাটে তথ্য অফিসার হিসেবে দীর্ঘসময়।  ওই সময় সবুজের লীলাভূমিকে খুব কাছ থেকে তিনি দেখেছেন।  সেখানেও তিনি সাহিত্য-সংস্কৃতি পরিমণ্ডলে যুক্ত হন।  আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সরকারিভাবে প্রকাশিত ম্যাগাজিনও সম্পাদনা করেছেন।  বান্দরবান জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমীতেও তাঁর সমান পদচারণা ছিল।  পাহাড়ের উদারতা আবু নাছের টিপুর লেখায় বার বার ঘুরে ফিরে এসেছে।  তাঁর ভ্রমণকাহিনী ‘রূপ লাবণ্যে ভরা দ্বীপদেশ নিউজিল্যান্ড’ গ্রন্থটি তেমনি একটি গ্রন্থ।  তথ্য অফিসার হিসেবে বান্দরবানে থাকার সময় আবু নাছের টিপুর সাহিত্য মনন ফুটে উঠেছে লেখায় ও কাজে।  তিনি বান্দরবান থেকে বদলী হয়ে চট্টগ্রাম তথ্য অধিদপ্তরে (পিআইডি) কাজ করেন।  এরপর সরকারি আরো অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও সাহিত্য চর্চাকে সবসময় কাছাকাছি রেখেছেন।  এর বহি:প্রকাশ 'বেলা অবেলা' উপন্যাসের মাধ্যমে ফুটে উঠবে-এমন বিশ্বাস করা যায়।  তাই বলা যায়, 'বেলা অবেলা' উপন্যাসটি সারাবেলার কথাই বলবে।

পেশাগত জীবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার লেখক আবু নাছের টিপু।  জন্ম নোয়াখালীর সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামে। ছাত্রজীবন থেকেই লেখালেখি করে বেড়ে ওঠা জাতীয় পুরষ্কারপ্রাপ্ত লেখক আবু নাছের টিপুর প্রায় দশটি গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ছোটগল্প, ভ্রমণকাহিনী ছাড়াও শিক্ষা, সমসাময়িক উন্নয়ন ও গভর্নেন্স ইস্যুতে লেখালেখি করে তিনি পাঠক সমাজে ব্যাপক সমাদৃত হয়েছেন।

আবু নাছের টিপুর উপন্যাস 'বেলা অবেলা' কাব্যগ্রন্থ 'কবিতার আঁচল ছুঁয়ে ছুঁয়ে' পাওয়া যাচ্ছে: প্রকাশক: অন্বেষা প্রকাশন, প্যাভিলিয়ন নং ১৮ এবং ভ্রমণকাহিনী 'রূপলাবণ্যে ভরা দ্বীপদেশ নিউজিল্যান্ড ' রকাশক:
অনিন্দ্য প্রকাশ, প্যাভিলিয়ন নং ৩; অমর একুশে বই মেলা, ঢাকা। 

image
image

রিলেটেড নিউজ


পৌষ উৎসব ও নারী উদ্যোগক্তাদের পণ্য প্রদর্শনী উদ্ভোধন

নগরীর লালখান বাজারস্থ হাই লে‌ভেল রোড শাইনীং আওয়ার স্কুল চত্ত‌রে  আওয়ত পৌষ উৎসব ও বিস্তারিত


গুগল ডুডলে মুনীর চৌধুরী

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ বিস্তারিত


কষ্টেরা সুখে থাক

প্রিয় কষ্ট, না বলা কষ্ট, না দেখা কষ্টবুকের ভেতরের কষ্ট, চোখের ভেতরের কষ্টমাথা নষ্ট করা কষ্ট, বিস্তারিত


নজরুলের জন্মদিনে গুগলের বিশেষ ডুডল

বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিস্তারিত


ভাল লেখক হতে চাইলে যে ৭টি টিপস জরুরী

ভাল লেখক হতে চাইলে কিছু নির্দেশনা মেনে চলতেই হয়। সাবেক আর্টস সম্পাদক এবং কলামিস্ট এবং দ্য বিস্তারিত


বাসনা

বন্ধু তোমার বন্দনায় আমি বাধিত!তোমার শোকে আমি শোকাহত।তোমার আদলে তাই লিখছি আজো টুকরো টুকরো বিস্তারিত


চট্টগ্রামে বোধনের নবীনবরণ ১৭ জানুয়ারি

বোধন আবৃত্তি স্কুলের ৫৩তম আবর্তনের নবীনবরণ আগামীকাল শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত বিস্তারিত


১২দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন বৃহস্পতিবার

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২ দিনব্যাপী বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image