শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানে দুদক পরিচয়ে উড়ো চিঠি

মনির হোসেন, বরিশাল জাগরণ ডট নিউজ

আপডেট: ফেব্রুয়ারী ২৮, ২০১৯ ২১:৪০

image

নগরীর বিভিন্ন স্বনামধন্য সরকারী ও বেসরকারী স্কুলে কোচিং বাণিজ্য ও অনিয়ম বন্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচয়ে চিঠি দিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। এ চিঠি পাওয়ার পর স্কুলগুলোর শিক্ষক ও কর্তৃপক্ষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে দুদুকের বিভাগীয় কার্যালয়ের নামে ইস্যু করা এ চিঠির বিষয়ে জানেন না দুদক কর্তৃপক্ষ।

সূত্রমতে, দুদক পরিচয়ে বরিশাল নগরীর বেশ কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবর চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি স্কুলেই ডাকের মাধ্যমে এই চিঠি পৌঁছে দেয়া হয়েছে। চিঠিগুলোতে কোচিং বাণিজ্য বন্ধ, ভর্তির সময় বিভিন্নখাতে অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ বিভিন্ন নির্দেশনা দিয়ে তিন দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। 

চিঠি পাওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কোচিংবাজ শিক্ষকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা দুদক পরিচয়ে পাওয়া ওই চিঠি নিয়ে ছুটছেন দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে। স্মরনাপন্ন হচ্ছেন দুদক এর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারী বালিকা বিদ্যালয়, সরকারী জিলা স্কুল, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ দুদকের নামে দেয়া ওই চিঠি পেয়েছেন।  

এরমধ্যে বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক বরাবর দেয়া একটি চিঠিতে দেখা গেছে, ‘চিঠি প্রেরক হিসেবে দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালকের কার্যালয় উল্লেখ করা হয়েছে। ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বন্ধ করা ও সরকার নির্ধারিত টাকার অধিক বার্ষিক ভর্তি ফি গ্রহন প্রসঙ্গে’ বিষয় উল্লেখ করে দেয়া চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারকও উল্লেখ করা হয়েছে। দুদক বরিশাল বিভাগীয় পরিচালকের পক্ষে বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অনুসন্ধান ও তদন্ত) কর্মকর্তা নামের একজনের স্বাক্ষরও রয়েছে ওই চিঠিতে। এর অনুলিপি দেয়া রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও শিক্ষা অফিসসহ ছয়টি দপ্তরে।

বৃহস্পতিবার সকালে উদয়ন স্কুলের প্রধানশিক্ষক ব্রাদার শ্যামুয়েল সবুজ বালা বলেন, দুদক পরিচয়ে যে চিঠি আমাদের কাছে এসেছে তা নিয়ে দুদক বরিশাল বিভাগীয় পরিচালকের সাথে দেখা করেছি। তিনি আমাদের জানিয়েছেন এ ধরনের কোন চিঠি তারা দেননি। তাই ভুয়া চিঠি দিয়ে আমাদের হয়রানীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আমাদের স্কুলের পক্ষ থেকে দুদককে লিখিত আবেদন করেছি। তারাই এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন। 

বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক মাহবুবা হোসেন বলেন, এ ধরনের একটি চিঠি আমরাও পেয়েছি। চিঠিতে বিশেষ ক্লাস বন্ধ ও সরকারী আয় ব্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে যে চিঠি আমরা পেয়েছি সেটা ভিত্তিহীন ও হয়রানিমুলক বলে মনে হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। তারাই বিষয়টি দেখছেন।


এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ জুলফিকার আলী জানান, বিভিন্ন স্কুলে দুদকের নাম ব্যবহার করে যে চিঠি পাঠানো হয়েছে তা দুদক থেকে দেয়া হয়নি। কারা দিয়েছে তাও বলা যাচ্ছেনা। এটি সম্পূর্ণ  ভূয়া একটি বিষয়। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, সাম্প্রতিককালে এসএসসি পরীক্ষার ফরমপূরনের জন্য শিক্ষাবোর্ডের নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন দুদক। ওইসময় বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষকদের দুদক কার্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে তলব করা হয়েছিলো। শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীদের শিখিয়ে নিয়ে দুদক কার্যালয়ে হাজিরও হয়েছিলেন। পরবর্তীতে প্রধানশিক্ষকরা দুদক কর্মকর্তাদের ম্যানেজ করার অযুহাত দেখিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

image
image

রিলেটেড নিউজ


বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। পঞ্চম শ্রেণির একজন এবং দশম বিস্তারিত


সন্তানদের স্কুলে পাঠাতে ‘মানসিকভাবে প্রস্তুত নন’ অভিভাবকরা

করোনা মহামারির এই সময়ে ভ্যাকসিন ছাড়া এবং স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার বিস্তারিত


প্রাথমিকে প্রতিদিন দুই শ্রেণির ক্লাস, আসছে মৌলিক রুটিন

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর করোনা মহামারি পরিস্থিতি ক্রমে শিথিল হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর বিস্তারিত


'সংক্রমণ বাড়লে আবারো স্কুল-কলেজ বন্ধের পরামর্শ দেওয়া হবে'

দেশে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধের পরামর্শ দেওয়া হবে জানিয়েছেন বিস্তারিত


এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিস্তারিত


বিশ্ববিদ্যালয় খুললেই একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিস্তারিত


চবি ছাত্রের বিরুদ্ধে কলেজছাত্র অপহরণের অভিযোগ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শহিদুল ইসলামের বিস্তারিত


১৭ অক্টোবর থেকে খুলছে বিশ্ববিদ্যালয়

আগামী ১৭ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে টিকা বিস্তারিত


টিকা কার্যক্রম দেখে পহেলা অক্টোবর খুলবে ঢাবির হল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): টিকা কার্যক্রম দেখে আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image