শিরোনাম

ডাকসু নির্বাচন: ঢাবিতে প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: মার্চ ৯, ২০১৯ ২০:৫৩

image
ডাকসু নির্বাচন আগামী সোমবার (১১ মার্চ)।  তবে আজ শনিবার (৯ মার্চ) রাত ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে।

সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত এ নির্বাচনে ভোট নেওয়া হবে। এর মধ্যে প্রার্থীরা আর তাদের পক্ষে কোনও ধরনের প্রচারণা চালাতে পারবেন না।

এদিকে এ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ মানুষ ও যান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিমএপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের জানান, রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ ঢাবি এলাকায় প্রবেশ করতে পারবে না।  শুধু স্টিকারযুক্ত গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

এর আগে রাজধানীর শাহাবাগ থানায় ডাকসু নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বৈঠক করেন ডিএমপি কমিশনার।

তিনি জানান, ডাকসু নির্বাচনের দিন সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যেতে চাইলে বকশীবাজার হয়ে চানখারপুল দিয়ে প্রবেশ করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সাতটি পয়েন্টে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট করে তল্লাশি করবে পুলিশ।  স্থানগুলো হলো শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, রোমানা ক্রসিং, পলাশী, দোয়েল চত্বর ও জগন্নাথ হল ক্রসিং।  এ সময় ঢাবির শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের প্রবেশের জন্য আগে থেকে পাস সংগ্রহের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘স্টিকার ছাড়া কোনও গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।  এমনকী নির্বাচনের দিন কোনও রিকশাও ক্যাম্পাসে ঢুকতে পারবে না।  ভেতরে কিছু রিকশা থাকবে, সেগুলোতে চড়ে চলাচল করা যাবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নির্বাচনের দিন বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি হল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দায়িত্ব পালন করবে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া তারা মুভ করবে না।’ কেউ অনিয়মের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে প্রচারণার শেষদিন শনিবার ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। মধুর ক্যান্টিন ছিল প্রার্থী ও ভোটারদের আনাগোনায় মুখর। বেশির ভাগ প্রার্থীর সমর্থকরা সারাদিনই ক্যাম্পাসে ঘুরে ঘুরে লিফলেট বিলি করেছেন।

image
image

রিলেটেড নিউজ


বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী করোনায় আক্রান্ত

বগুড়া জিলা স্কুলের তিন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। পঞ্চম শ্রেণির একজন এবং দশম বিস্তারিত


সন্তানদের স্কুলে পাঠাতে ‘মানসিকভাবে প্রস্তুত নন’ অভিভাবকরা

করোনা মহামারির এই সময়ে ভ্যাকসিন ছাড়া এবং স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার বিস্তারিত


প্রাথমিকে প্রতিদিন দুই শ্রেণির ক্লাস, আসছে মৌলিক রুটিন

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর করোনা মহামারি পরিস্থিতি ক্রমে শিথিল হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর বিস্তারিত


'সংক্রমণ বাড়লে আবারো স্কুল-কলেজ বন্ধের পরামর্শ দেওয়া হবে'

দেশে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান আবারো বন্ধের পরামর্শ দেওয়া হবে জানিয়েছেন বিস্তারিত


এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিস্তারিত


বিশ্ববিদ্যালয় খুললেই একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিস্তারিত


চবি ছাত্রের বিরুদ্ধে কলেজছাত্র অপহরণের অভিযোগ!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শহিদুল ইসলামের বিস্তারিত


১৭ অক্টোবর থেকে খুলছে বিশ্ববিদ্যালয়

আগামী ১৭ অক্টোবর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আগে টিকা বিস্তারিত


টিকা কার্যক্রম দেখে পহেলা অক্টোবর খুলবে ঢাবির হল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): টিকা কার্যক্রম দেখে আগামী পহেলা অক্টোবর থেকে ঢাকা বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image