শিরোনাম

আজিমের লেবু বাগান, পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়

জগলুল হুদা, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) জাগরণ ডট নিউজ

আপডেট: মার্চ ২০, ২০১৯ ১৮:১৩

image পড়াশোনার পাশাপাশি বাড়তি আয়, পরিবারে আনে স্বচ্ছলতা।  অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের কাছে মাথানত করে সফলতা। 

এসবের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সরফভাটা ইউনিয়নের মো. আজিম উদ্দীন (২১)।

পড়াশোনা করে চন্দ্রঘোনা মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া ডিগ্রি মাদ্রাসার ফাজিল (স্নাতক) ১ম বর্ষে।  মা-বাবা, ৪ ভাই , ৩ বোন নিয়ে অভাব-অনটনের সংসার আজিমের।  সন্তানদের পড়াশোনার খরচ ও পরিবারের চাহিদা মেটানো কোনো রকমের সম্ভব হচ্ছিল না অসুস্থ পিতা ফজল আহমদের।  পরিবারের মেজ ছেলে আজিম যৎ সামান্য সংসারে সহযোগিতা করেন।  অন্য ভাই ও বোনরা পড়াশোনা করেন।  অভাব যেন তাদের নিত্যদিনের সঙ্গী।

অভাব-অনটনের সংসার আর স্ট্রোক করে প্যারালাইজ্ড হয়ে শয্যাসঙ্গী বাবার জন্য আজিমের মনে দাগ কাটে।

সংসারে কিভাবে স্বচ্ছলতা ফিরিয়ে আনা যায় এ চিন্তা নিয়ে সব সময় চলেন শিক্ষার্থী আজিম।

চাষাবাদ করে সংসার চালানো বাবার কথা মতো ক্ষুদ্র পাহাড়ি ভূমিতে মাত্র ৫০ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করেন লেবু বাগান। পাশাপাশি  পেঁপে বাগান ও মাছ চাষ শুরু করে। ৩ বছর আগে আজিমের পরিবারে অভাব অনটন এখন আর নেই। স্বচ্ছলতা ফিরে আসার আজিমের আয়ের রহস্য জানতে সম্প্রতি ছুটে যায় উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে দূর্গম এলাকা সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড , জঙ্গল সরফভাটা বানিয়াখোলা এলাকায়।  পাহাড়ি এলাকায় ঢুকতেই চোখে পড়ে সারি সারি লেবু গাছ। থোকায় থোকায় ঝুলছে লেবু।

বাগানে ঘুরার সময় কথা হয় আজিমের সাথে।  তিনি বলেন, “৩ বছর আগে ১ একর  জমিতে ৫০ টি চারা রোপণ করে জীবন সংগ্রামে নেমে পড়ি।  এরপর আর পিছনে তাকাতে হয়নি তার।  মাত্র ১০ মাসের মাথায় সব গাছে লেবু ধরা শুরু করে। "

তিনি জানান, প্রথম ধাপেই লেবু বিক্রি করেন তিন হাজার টাকার। এতে আজিমের উৎসাহ বেড়ে যায়।  বাড়তি জমি নেওয়ার পরিকল্পনা নেন।  এখন আজিম তিন একর জমিতে লেবু চাষ করে সংসারের চাহিদা মিটিয়ে স্বাচ্ছন্দে জীবনযাপন করছেন।  

আজিমের কাছ থেকে উৎসাহ পেয়ে এখন গ্রামের যুবক আবদুল আলিম, আবদুর কাদের লেবু চাষের দিকে ঝুঁকেছেন।  তাঁর বাগানে কৃষি কর্মকর্তা ছাড়াও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ একাধিক সরকারি কর্মকর্তা দেখতে আসেন।  কৃষি কর্মকর্তাদের সহযোগিতা ছাড়াও বই পড়ে লেবু বাগানে পরিচর্যা করেন তিনি। ”

আজিম আরো বলেন, “সপ্তাহের কয়েকবার বাগান থেকে লেবু তুলি।  বাগানের উৎপাদিত লেবু বাজারেও নিতে হয় না। এলাকা এবং শহর থেকে আসা পাইকারি ক্রেতারা বাগান থেকেই লেবু কিনে নিয়ে যান। যার ফলে লেবু বিক্রির জন্য চিন্তা করতে হয় না, বাজারে নেওয়ার পরিশ্রমও হয় না। এতে করে আমার পরিবহন খরচ বেঁচে যায়।  এ ছাড়া ১২ মাস লেবু বিক্রির পাশাপাশি লেবুর চারা বিক্রি করেও আলাদা টাকা পাচ্ছি। লেবু বাগানে বার বার পানি সেচ দিলে ফলন ভাল হয়। বৈদ্যুতিক সংযোগ থাকলে সেচ সুবিধা ও বাণিজ্যিকভাবে চাষাবাদ করা যেত। ”

জানতে চাইলে উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. শহীদ বলেন, এলাকার মাটি লেবু চাষের জন্য উপযোগী।  উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে লেবু চাষিদের নিয়মিত প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে লেবু চাষের জন্য উৎসাহ প্রদান করে আসছি।”

এলাকার সাবেক ইউপি সদস্য সাকের সিকদার জানান, “আজিম আমাদের এলাকার শিক্ষিত বেকার যুবকদের জন্য আইডল।  সে লেখাপড়ার পাশাপাশি নিজের পায়ে দাঁড়াতে মাছ চাষ, লেবু বাগান আর সবজি চাষ করেছে। পরিবারের দারিদ্রতা ঘুচাতে তার এই উদ্যোগ সফল হয়েছে বলে আমি মনে করি।”

উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বলেন, আজিমের পুকুরের মাছ সহজে বড় হয়।  আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করায় তিনি আগের তুলনায় আরও ব্যাপক লাভবান হয়েছেন।  আমি প্রায় সময় তার পুকুরে গিয়ে তাকে মাছ চাষাবাদে প্রয়োজনীয় সহযোগিতা করে আসছি।  মাছ চাষ ও লেবু বাগানে তাঁর এই সফলতা অন্যদের জন্য অনূকরণীয়’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, “লেখাপড়ার পাশাপাশি লেবু বাগান আর মাছ চাষ করে যে স্বাবলম্বী হওয়া যায় আজিমই তার উদাহারণ।  তার মতো করে সবাই যদি নিজের অলস সময়কে কাজে লাগায় তবে এলাকায় বেকারত্ব কমে আসবে। তাঁর এই কাজে উপজেলা প্রশাসন সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।”

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image