শিরোনাম

আমি ছয় রাউন্ড গুলি করেছি: সান্টু

বরিশাল প্রতিনিধি জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৮ ২১:১১

image

 

বরিশালের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গুলি করার কথা স্বীকার করেছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি বলেন, ‘আমার ওপর হামলা হয়েছে। প্রাণ বাঁচানোর জন্য আমি ছয় রাউন্ড ফাঁকা গুলি করেছি। না হলে আমি আসতে পারতাম না।’ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মোবাইলফোনে একটি সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার (২৪ ডিসেম্বর)  বিকাল চারটার দিকে বরিশালের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর  সমর্থক ও আওয়ামী লীগ প্রার্থী শাহে আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। গুলির ঘটনাও ঘটে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়ে, ‘বিএনপি’র নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থী সান্টু নিজেও ৮/১০ রাউন্ড গুলি ছুড়েছেন বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন।

এদিকে,  বানারীপাড়ায় যাওয়ার আগে নিজের একজন কর্মীর সঙ্গে ফোনে কথা বলেন সান্টু। ওই ফোনালাপ ফাঁস হয়ে যায়। ফোনালাপে তিনি কর্মীকে বলেন, ‘আজ কেউ সামনে পড়লে তিনি প্রতিহত করবেন, গুলি করবেন।’ ফোনালাপের পরই তিনি বানারীপাড়া যান। ওই সময় সেখানে সংঘর্ষ হয়। ঘটনার সময় তিনি গুলি ছোড়েন।

এই প্রসঙ্গে জানতে চাইলে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহ আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ঘটনার সময় উজিরপুরের একটি ইউনিয়নে প্রচারণায় ছিলাম। সেখানে বসে আমি শুনতে পাই, সান্টু  তার নেতাকর্মীদের নিয়ে আমাদের কর্মী-সমর্থক ও পথচারীদের ওপর হামলা চালিয়েছেন। লাঠিসোঁটা নিয়ে তারা অতর্কিতভাবে হামলা চালান। সান্টু নিজেই গুলি করেন। এতে পথচারীসহ ১৫/১৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। দুলাল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।’

শাহ আলম বলেন, ‘আমরা এলাকায় শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছি। কিন্তু বিএনপি অরাজকতা সৃষ্টি করছে। আমরা এই ঘটনায় থানায় মামলা করেছি।’ তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, সান্টুর একটি ফোনালাপ ফাঁস হয়েছে। তিনি গুলি করার কথা বলেই বাসা থেকে বের হয়েছেন। ফোনালাপ থেকে আমরা এই বিষয়টিও জানতে পেরেছি।’

ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা গেছে, সান্টু তার এক কর্মীকে বলেন, ‘‘আমি বানারীপাড়া আজকে একটু আসবো। আমার খুশি আমি আমু (আসব)। দেহি কেডা আজকে সামনে পরে। হেরা (তারা) করতে পারবে, ঘুইরা বেরাইবে আর আমরা ঘরে উইঠা বইয়া থাকুমনি? আর্মি আইছে আমি বাইরামু। এখন মুখামুখি হইলে আমি মারমু, সোজা কথা। আমি ওসিকে বলতেছি, ‘আমি বানারীপাড়া আসবো। রাস্তা ক্লিয়ার করেন। আমি প্রতিহত করবো।’ আমার সামনে যারা পরবে আমি গুলি করে দিবো। আমাদের লোকজন তলেতলে হেগো লগে মিটিং করে। আমার কানে সব খবরই আয় (আসে)। তাদের আসতে বলো।’’

মঙ্গলবার সন্ধ্যায় এই ফোনালাপের বিষয় কাছে সান্টু স্বীকার করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, ওই ফোনালাপ আমার। আমি ও আমার নেতাকর্মীরা ২৪ ডিসেম্বর পর্যন্ত ঘরে বসা। আমরা বের হতে পারিনি। তাই আমার নেতাকর্মীরা আমাকে আসতে বলেছিলেন। আমি এরপর রওয়ানা দেই। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতুড়ি নিয়ে আমাদের ওপর হামলা করে। আমি প্রাণ বাঁচানোর জন্য ছয় রাউন্ড ফাঁকা গুলি করেছি। তাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কেউ যদি বলতে পারে, প্রমাণ দিতে পারে, তাহলে আমার জেল-ফাঁসি যা হয়, মেনে নেবো। আমি যদি ফাঁকা গুলি না করতাম, তাহলে ওখান থেকে আর ফিরতে পারতাম না। আমার লাশ আসতো।’

বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুণ্ডু বলেন, ‘বিএনপি প্রার্থী সান্টু সন্ত্রাসীদের নিয়ে বানারীপাড়ায় এলে এলাকাবাসী তাদের পথরোধ করে। এসময় নিজের পিস্তল দিয়ে  ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়েন সান্টু। গুলিতে একজন এবং তাদের হামলায় আরও ৫ নেতাকর্মী আহত হন।’

এই বিষয়ে জানতে চাইলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ‘এই ঘটনায় দুইটি মামলা হয়েছে। দুইটি মামলাই ক্ষতিগ্রস্তরা  দায়ের করেছেন। আমরা ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। সব পক্ষকে নির্বাচনি আচারণবিধি মেনে চলার অনুরোধ করেছি।’

গ্রেফতারের বিষয় ওসি বলেন, ‘কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এখনও অভিযান চলছে। আমি থানার বাইরে রয়েছি।’ এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা বলতে পারবেন না বলেও তিনি জানান।

image
image

রিলেটেড নিউজ


হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল হক

একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিস্তারিত


তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদার খালাস

মন্ত্রীর ‘সুনাম ক্ষুণ্ণের’ অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় খালাস পেয়েছেন বিস্তারিত


৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ হাইকোর্টের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ দেশের সব বিশ্ববিদ্যালয়-কলেজ, বিস্তারিত


রুয়েটের বাসচালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আবদুস সালাম (৫০) হত্যা মামলায় বিস্তারিত


সমঝোতায় রাজি দুই শিশুর বাবা-মা

শিশুর অভিভাবকত্ব নিয়ে উচ্চ আদালতে লড়ছেন জাপানি নারী নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান বিস্তারিত


দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৫ সেপ্টেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন এবং ও বিস্তারিত


পরীমনি-সাকলায়েনের ভিডিও সরানোর নির্দেশনা চেয়ে রিট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি ও পুলিশ বিস্তারিত


পা দিয়ে সিনহার গলা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আজ মঙ্গলবার কক্সবাজার জেলা বিস্তারিত


সিনহা হত্যা ওসি প্রদীপের নির্দেশে: আদালতে শারমিন

টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের নির্দেশে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image