শিরোনাম

জামায়াতের সংস্কারপন্থিদের নতুন দল !

নিজস্ব প্রতিবেদক জাগরণ ডট নিউজ

আপডেট: এপ্রিল ১৩, ২০১৯ ১৮:৩৫

image নতুন রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নিয়েছেন জামায়াতের সংস্কারপন্থিরা। সহসাই এ উদ্যোগ দৃশ্যমান হতে পারে। আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এরইমধ্যে তারা নিজেরা একাধিক বৈঠক করেছেন। ঠিক করছেন কলা-কৌশল। ঘরে-বাইরে কী ধরনের বিপত্তির মধ্যে পড়তে হতে পারে সেটাও বিবেচনায় নিচ্ছেন তারা। এ অবস্থায় এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে জামায়াতের মধ্যে। দলীয় নেতাকর্মীদের নানাভাবে সতর্ক করা হচ্ছে।
মহান মুক্তিযুদ্ধে জামায়াতের বিতর্কিত ভূমিকার কারণেই দলটিতে সংষ্কার চেয়েছিলেন অনেকে।
এ বিষয়ে কথা বলতে গিয়ে বহিষ্কার হয়েছেন কেউ কেউ। অনেকে স্বেচ্ছায় দলত্যাগ করেছেন। সূত্রমতে, জামায়াত থেকে দূরে থাকা এসব ব্যক্তি ও  বিভিন্ন শ্রেণির পেশাজীবীদের নিয়ে সংগঠিত হচ্ছে এই নতুন দল। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে একের পর এক এ বিষয়ে বৈঠক করেছেন সংশ্লিষ্টরা। ঘোষণাপত্র তৈরির পর আনুষ্ঠানিকভাবে দলটির অভিষেক হবে।

এই দলে যারা থাকছেন তারা সবাই বয়সে তরুণ। মূলত একাত্তর পরবর্তী প্রজন্মের ব্যক্তিদের নিয়ে এই দলটি সংগঠিত করা হচ্ছে। তবে কারা-কারা এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রয়েছে এ বিষয়ে এখনই মুখ খুলতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা। এতে জামায়াত-শিবিরের কারা থাকছেন জানতে চাইলে ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত থেকে বহিষ্কৃত মজিবর রহমান মঞ্জু জানান, এই উদ্যোগের বিষয়ে জামায়াতের কাউকে নিয়ে তারা বৈঠক করেননি। তবে তিনি নিজে যেহেতু শিবিরের সাবেক সভাপতি সে হিসেবে শিবিরের অনেকেই থাকতে পারেন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার ও রাজনৈতিক ব্যক্তিরা এতে সম্পৃক্ত থাকবেন বলে জানান তিনি।

সূত্রমতে, জামায়াত থেকে পদত্যাগকারী ব্যরিস্টার আব্দুর রাজ্জাকসহ এই দল থেকে দূরে থাকা নেতাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে এই প্রক্রিয়ায় জড়িতদের। তবে, মজিবুর রহমান মঞ্জু বলছেন, ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। মূলত নতুনদের নিয়ে আমরা সংগঠিত হচ্ছি। তিনি বলেন, ব্যারিস্টার রাজ্জাকের কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি। যেহেতু তিনি বিজ্ঞ ব্যক্তি।

নতুন এই উদ্যোগ সামনে আসায় নিজ দলের কর্মীদের সতর্ক করেছে জামায়াত। এ বিষয়ে মজিবর রহমান মঞ্জু বলেন, জামায়াতে অনেকেই সংস্কার চান। আমি জামায়াতের কেউ না। ওই দলের সংস্কার করার দায়িত্ব আমার না। জামায়াতের কেউ যাতে নতুন দলে সম্পৃক্ত হতে না পারেন এজন্য জামায়াত তার নেতাকর্মীদের বাধা দিতেই পারে। আমাদের সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে পারে। এটা জামায়াতের অধিকার বলে মনে করেন তিনি।

তিনি বলেন, দেশে এখন অধিকারের রাজনীতি প্রয়োজন। দেশে এখন মানুষের অধিকার নেই। মৌলিক অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার প্রয়োজন। আমরা অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করবো। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা ঘোষণাপত্র তৈরি করছি। এখন মূলত এই উদ্যোগ নিয়ে আমরা পরামর্শ করছি। দেশের বিভিন্ন এলাকা থেকে আগ্রহীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন দলের ঘোষণা আসতে পারে বলে জানান তিনি।

image
image

রিলেটেড নিউজ


ফায়ার সার্ভিসে লোকবল হবে ২৫ হাজার

ফায়ার সার্ভিসের লোকবল ১৬ হাজার থেকে ২৫ হাজারে উন্নীত করার জন্য এর সাংগঠনিক কাঠামো বিস্তারিত


জাতীয় নির্বাচনে যেতে ফখরুলের চার শর্ত

আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির পক্ষ থেকে চারটি শর্ত তোলা হয়েছে। দলীয় সরকারের বিস্তারিত


আলী আশরাফের আসনে নৌকার কান্ডারি প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা- ৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিস্তারিত


ওবায়দুল কাদের বর্তমানের ‘গুপী গাইন’ : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিস্তারিত


সরকারের অন্ধ সমালোচনা বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে দাঁড়িয়েছে'

''অন্ধ সমালোচনা আর বিষোদগারের রাজনীতি বিএনপির জন্য ফ্রাংকেনস্টাইন হয়ে নিজেদেরই আঘাত বিস্তারিত


বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক : স্পিকার

পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষতা বৃদ্ধির প্রতি বিস্তারিত


বিএনপির আন্দোলন ভাবনা 'শব্দবোমা' ছাড়া আর কিছু নয় : কাদের

বিএনপির আন্দোলনের হাঁকডাককে আন্দোলন-বিলাস মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত


'আওয়ামী লীগ এখন আমলালীগ হয়ে গেছে'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন বিস্তারিত


খালেদাকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ যেতে বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image