শিরোনাম

ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি চান ব্যাংকের এমডিরা

বাণিজ্য ডেস্ক জাগরণ ডট নিউজ

আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮ ১৪:৪৭

image

ব্যাংক খাতে বর্তমানে সাড়ে ১১ শতাংশ খেলাপি ঋণকে উচ্চ মাত্রার উল্লেখ করে তা কমাতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকাররা বলেছেন, তারাও চান খেলাপি ঋণ কমাতে। তবে ইচ্ছাকৃত খেলাপিদের কারণে তা সম্ভব হচ্ছে না। দৃষ্টান্তমূলক কিছু শাস্তি নিশ্চিত করা গেলে খেলাপি ঋণ আদায় জোরদার হবে। বুধবার অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এমন আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অধিকাংশ ব্যাংকের এমডি ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে খেলাপি ঋণ কমানো ছাড়াও ব্যাংক খাত ও অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ব্যাংকাররা বেসরকারি খাতে বিদেশি ঋণের সুদহারে ৬ শতাংশের সীমা বাড়ানো এবং ডলার দরে সীমা আরোপ পদ্ধতিতে পরিবর্তন আনার দাবি জানালে কেন্দ্রীয় ব্যাংক তাতে সায় দেয়নি।

সভায় ব্যাংকারেরা জানান, ইচ্ছাকৃত খেলাপিদের থেকে ঋণ আদায়ের উদ্যোগ নিলেই তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। বছরের পর বছর কোনো টাকা পরিশোধ করছেন না, অথচ তাদের খেলাপি হিসেবে দেখানো যাচ্ছে না। এবারের নির্বাচনেও বড় বড় ঋণখেলাপি ব্যাংকের টাকা পরিশোধ না করেও পার পেয়ে গেছেন। পরিস্থিতির উন্নয়নে আইনি সংস্কার দরকার। ইচ্ছাকৃত খেলাপিদের দৃষ্টান্তমূলক কিছু শাস্তি নিশ্চিত করা গেলে অন্যরা সতর্ক হবে। আইনি সংস্কারের জন্য আইন কমিশনের সঙ্গে আলোচনার উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করবে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠক শেষে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংক বলেছে, ১১ শতাংশের বেশি খেলাপি ঋণ অনেক উচ্চমাত্রার। খেলাপি ঋণ কমাতে আদায় জোরদারের পাশাপাশি প্রকৃত সমস্যার কারণে কেউ খেলাপি হলে প্রয়োজনে পুনঃতফসিল করতে বলা হয়েছে। 

তিনি বলেন, ব্যাংকগুলোও চায় খেলাপি ঋণ কমাতে। এজন্য ইচ্ছাকৃত খেলাপিদের আইনের আওতায় আনতে শক্ত আইনি ব্যবস্থা দরকার। দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হলে সহজে খেলাপি ঋণ আদায় হবে। আইনি সহায়তার ক্ষেত্রে আইন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে। সৈয়দ মাহবুবুর রহমান জানান, সামগ্রিকভাবে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন ঘাটতি নেই। যেসব ব্যাংকের ঘাটতি রয়েছে, শিগগিরই তাদের অনেকে মেটাতে পারবে। এরপরও যেসব ব্যাংকের সমস্যা থাকবে, তা কীভাবে মেটানো যায়, কেন্দ্রীয় ব্যাংক দেখবে।

তিনি জানান, নগদ লেনদেন কমাতে কার্ডভিত্তিক লেনদেন বাড়ানোর ওপর বৈঠকে বাংলাদেশ ব্যাংক গুরুত্ব আরোপ করেছে। ব্যাংকের জামানতি সম্পত্তির ডাটাবেজ করার উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, তবে নির্বাচনের আগে ঋণ বিতরণ ও নগদ অর্থের প্রবাহ নিয়ে কোনো আলোচনা হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ ৯৯ হাজার ৩৭০ কোটি টাকা হয়েছে। মোট ঋণের যা ১১ দশমিক ৪৫ শতাংশ। এই খেলাপি ঋণের মধ্যে তিন মাসে বেড়েছে ১০ হাজার ৩০ কোটি টাকা। আর চলতি বছরের নয় মাসে বেড়েছে ২৫ হাজার ৬৭ কোটি টাকা। ব্যাংক খাতের খেলাপি ঋণের মধ্যে শুধু রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোতে রয়েছে ৪৮ হাজার ৮০ কোটি টাকা। বিশেষায়িত দুই ব্যাংকে রয়েছে পাঁচ হাজার ২৪১ কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোতে ৪৩ হাজার ৬৬৬ কোটি টাকা ও বিদেশি ব্যাংকে রয়েছে দুই হাজার ৩৮৩ কোটি টাকা।

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image