শিরোনাম

রেকর্ড লবণ উৎপাদন হলেও লোকসানে চাষীরা

বাণিজ্য ডেস্ক জাগরণ ডট নিউজ

আপডেট: মে ২৬, ২০১৯ ১৩:৩০

image ধান চাষীদের ভাগ্য বরণ করতে যাচ্ছেন কক্সবাজারের লবণ চাষীরাও।  উৎপাদন বেশি হওয়ায় আনন্দের বদলে কপাল পুড়ছে তাদের।  সরেজমিন লবণের মাঠ ঘুরে চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য।

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোটাখালীর উত্তর ফুলছড়ি গ্রামের লবণ চাষী কামাল হোসেন।  তিনি এ বছর ১০ কানি (এক কানিতে ৩৯ শতাংশ) জমিতে লবণ চাষ করছেন।  ব্যাপক লবণ উৎপাদন হওয়ায় আশায় বুক বেঁধে ছিলেন।  ভেবেছিলেন এবার বেশি লাভের টাকা দিয়ে সংসারের কিছু বাড়তি খরচ করবেন।  কিন্তু সে আশায় গুড়েবালি।  দাম কমে যাওয়ায় লাভ তো দূরের কথা, খরচ উঠাতে পারবে কিনা তা নিয়েই এখন চিন্তিত তিনি।

আরেক লবণ চাষী আনিসুর রহমান এবার ২০ কানি জমিতে চাষ করেছেন।  তারও একই অবস্থা।  প্রায় একই রকম তথ্য জানালেন ১০-১২ জন লবণ চাষী।  তাদের দাবি, এ চিত্র সব চাষীরই।

তিন মাস আগে মাঠ থেকে যে লবণ বিক্রি হতো প্রতি মণ ২৮০ থেকে ৩০০ টাকা।  তা এখন কমে ১৫০ টাকা হয়েছে।  এ অবস্থায় লবণের ন্যায্য দাম পেতে সরকারের সহোযোগিতা চাচ্ছেন তারা।  লবণ বোর্ড গঠনের দাবিও উঠে এসেছে তাদের কণ্ঠে।  

সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) এবং কৃষি অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেন, লবণের চাহিদা সীমিত।  মানুষের আয় বাড়লেও দেখা যায় লবণ বেশি খায় না।  এজন্য উৎপাদন বাড়লেই চাষীদের দাম হারাতে হয়।  সরকারিভাবে যেটি করা প্রয়োজন সেটি হচ্ছে রফতানির সুযোগ থাকলে তার ব্যবস্থা করা দরকার। এর সমাধান খুঁজে বের করতে হবে।

জানা গেছে, একদিকে অধিক উৎপাদন হওয়ায় দাম কমেছে।  অন্যদিকে বর্তমানে বড় বড় কোম্পানিগুলো লবণ কেনা বন্ধ রেখেছে।  এই দুই কারণে লবণের চাহিদা নেই বললেই চলে।  এখন লবণ বিক্রি করা মানেই লোকসান।

স্থানীয় একাধিক চাষী জানিয়েছেন, লবণ শিল্প বাঁচাতে হলে সরকারকে বক্সবাজারে একটা ‘লবণ বোর্ড’ গঠন করতে হবে।

জানা গেছে, চলতি মৌসুমে ১৬ লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  যদিও উৎপাদন ইতিমধ্যে ১৮ লাখ টন ছাড়িয়েছে, যা ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।  

এত বেশি লবণ উৎপাদনের কারণ হিসেবে চাষী আবদুর রহিম জানান, এ বছর প্রচণ্ড রোদ রয়েছে।  সেই সঙ্গে উপযোগী বাতাস।  এই দুয়ের মধ্যে সুন্দর একটা সমন্বয় থাকায় এত বেশি লবণ উৎপাদন সম্ভব হয়েছে।

বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হোসেন বলেন, কয়েক দিন আগে আমি কক্সবাজার ঘুরে এসেছি।  চাষীরা একদিকে জমির মালিকদের কাছে জিম্মি, অন্যদিকে চড়া সুদে দাদন (ঋণ) নিয়ে লবণ চাষ করতে গিয়ে উৎপাদন খরচ বেশি হচ্ছে।  গত বছরের লবণ এখনও আছে।  তার ওপর এবার সারপ্লাস উৎপাদন হয়েছে।  চাষীরা সত্যিই বঞ্চিত হচ্ছেন।  এজন্য খাবার লবণ আমদানি বন্ধ, অন্তত ২০ লাখ টন লবণ রফতানি করা এবং চাষীদের কৃষি ঋণের মতো ব্যাংকগুলো থেকে লবণ ঋণ দেয়ার প্রচেষ্টা চলছে।

image
image

রিলেটেড নিউজ


এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব গ্রেপ্তার

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও বিস্তারিত


চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার 

সরকার চিনির দাম নির্ধারণ করে দিয়েছে। আগামীকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে পরবর্তী আদেশ বিস্তারিত


ক্রেডিট কার্ডের বিল পরিশোধে 'বিশেষ সুবিধা' প্রত্যাহার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময় ক্রেডিট কার্ডের বিল পরিশোধে যে বিশেষ ছাড় বিস্তারিত


রেকর্ড ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ

ক‌রোনা মহামারির মধ্যেও বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ একের পর এক রেকর্ড বিস্তারিত


কনটেইনার পরিবহনের বৈশ্বিক তালিকায় নয় ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর

করোনার কারণে গত বছর বন্দর দিয়ে কনটেইনার পরিবহনে ধাক্কা লেগেছিল। সেই ধাক্কায় বৈশ্বিক বিস্তারিত


আরও ১ লাখ টন চাল আমদানির অনুমতি

আরও ৯৪ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ২৪ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে সরকার। বিস্তারিত


ধান-চালের মান নিয়ে আপস করা হবে না: খাদ্যমন্ত্রী

২৭ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। ধান ও চালের কোয়ালিটির সঙ্গে বিস্তারিত


বোরো সংগ্রহ: কৃষকের বাড়ল কেজিতে ১ টাকা, মিলারদের ৩ টাকা

কৃষকের জন্য কেজিতে এক টাকা এবং মিলারদের জন্য কেজিতে তিন টাকা দাম বাড়িয়ে এবারের বোরো বিস্তারিত


‘থার্টি আন্ডার থার্টি’: ফোর্বসের তালিকায় বাংলাদেশের ৯

এশিয়ার ২২ দেশের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের নয় জন। এই বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image