শিরোনাম

কাজ শেষ না হলে বড় ভোগান্তির আশঙ্কা

আশরাফুল জাগরণ ডট নিউজ

আপডেট: মে ৭, ২০১৮ ১২:৪৪

image

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের বাসিন্দারা জানান, কয়েক বছর আগেও এই এলাকায় ভারী বৃষ্টি হলে রাস্তা ডুবে যেত। তখন সড়ক হয়ে যেত নদী। চলাচলের জন্য ভাসাতে হতো নৌকা। তবে গত দু-এক বছরে নৌকা ভাসার মতো অবস্থা না হলেও হাঁটুপানির কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে সারা দিন।

তবে এবারের বর্ষায় যেন জলাবদ্ধতা আরও কমানো যায়, তার জন্য কাজ চলছে। অবশ্য এলাকাবাসী বলছেন, সংস্কারের জন্য প্রধান রাস্তা খুঁড়ে মাটি যেভাবে স্তূপ করে রাখা হয়েছে, তাতে নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে হাঁটাও যাবে না, নৌকাও চলবে না।

সংস্কারকাজের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল–৩ বলছে, পানি চলাচলের জন্য ড্রেনে পাইপ বসানোর কাজ শেষের পথে। কাজ শেষ হলে কোনো ভোগান্তিই হবে না। অঞ্চল–৩–এর নির্বাহী কর্মকর্তা খায়রুল বাকের বলেন, এই এলাকার পানি চলাচলের লাইনগুলো অনেক পুরোনো। এ বছর কাজ চললেও বিভিন্ন করণে তা বিলম্বিত হয়েছে। যেটুকু কাজ বাকি আছে, তা বর্ষা মৌসুম আসার আগেই শেষ হয়ে যাবে।

তবে সংস্কারকাজে যুক্ত কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, এই রোডগুলোতে এখন পাইপ বসানোর কাজ চলছে। এরপর সেগুলো ভরাট করতে হবে। পিট ও স্ল্যাব বসানো হবে। এরপর রাস্তা ও ফুটপাত মেরামত শেষে করা হবে কার্পেটিংয়ের কাজ। যে গতিতে কাজ চলছে তাতে কাজ শেষ হতে জুলাই মাস লাগবে।

গত কয়েক বছরের বৃষ্টিপাতের রেকর্ড বলছে, ভারী বৃষ্টিপাত হয় মূলত জুন ও জুলাই মাসে। তখন জলাবদ্ধতার শিকার হয় রাজধানীর অনেক এলাকা।

 পুরান ঢাকার জলাবদ্ধতা হ্রাসে এ বছর নাজিমুদ্দিন রোডের পাশাপাশি ড্রেনেজ সংস্কারকাজ করা হচ্ছে উমেশ দত্ত রোডেও। সিটি করপোরেশনের ওই অঞ্চলের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, নাজিমুদ্দিন রোডে ১ হাজার ২৮০ মিটার আর উমেশ দত্ত রোডে ৭৯০ মিটার নিষ্কাশন লাইনের সংস্কারকাজ করা হচ্ছে। এর মধ্যে নাজিমুদ্দিন রোডে ৩০০ ও উমেশ দত্ত রোডে ৭০-৮০ মিটার সংস্কারকাজ বাকি আছে। দুটি ভাগে এই দুই রোডের পানি বুড়িগঙ্গা নদীতে নেওয়া হবে। নাজিমুদ্দিন রোডের পানি জেলখানার মোড় হয়ে সরাসরি যাবে সোয়ারীঘাটে। সেখান থেকে বুড়িগঙ্গা। উমেশ দত্ত রোডের পানি অরফানেজ রোডে গিয়ে মিলিত হবে ওয়াসার নালায়। সেখান থেকে পানি সোয়ারীঘাট হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়বে।

এই দুই রোডের নিষ্কাশন লাইন সংস্কারকাজের বরাদ্দের বিষয়ে আঞ্চলিক কার্যালয় থেকে কোনো তথ্য পাওয়া না গেলেও ডিএসসিসির একটি সূত্রে জানা যায়, ডিএসসিসির মেগা প্রকল্পের আওতায় শুধু উমেশ দত্ত রোডের সংস্কারকাজে বরাদ্দ আছে ১০ লাখ ২০ হাজার টাকা।

image
image

রিলেটেড নিউজ


২৮ সেপ্টেম্বর থেকে বিমানবন্দরে চালু হবে আরটি-পিসিআর টেস্ট

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের বিস্তারিত


ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে সাগর উত্তাল

 বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘গুলাব’-এ পরিণত হওয়ায় সাগর উত্তাল বিস্তারিত


সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কাল রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে বিস্তারিত


টিকা না পেয়ে ঢাকা মেডিক্যালের সামনে প্রবাসীদের বিক্ষোভ 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে না পেরে বিক্ষোভ করেছেন বিস্তারিত


সিনোফার্মের ৫৪ লাখ টিকা এক চালানেই

চীনের সিনোফার্মের তৈরি আরও ৫৪ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে বিস্তারিত


বড় বন্যার শঙ্কা নেই, কমছে পানি

চলতি বছর দেশে বড় বন্যার শঙ্কা নেই। বন্যাকবলিত সব এলাকার পরিস্থিতি এখন উন্নতির দিকে। বিস্তারিত


নভেম্বর পর্যন্ত সপ্তাহে ৫০ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

 আগামী নভেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে ৫০ লাখ করে করোনা ভাইরাসের টিকা আসবে বলে বিস্তারিত


বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেবে বুলগেরিয়া

বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ বুলগেরিয়া। দেশটির বিস্তারিত


এসএসসি পাসে পুলিশে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। জেলা অনুযায়ী শূন্যপদের বিস্তারিত


image
image

নামাজের সময়সূচি

সূর্যোদয় ও সূর্যাস্ত

এক ক্লিকে বিভাগীয় খবর

আবহাওয়া

ক্যালেন্ডার

March 2017
M T W T F S S

চট্টগ্রাম বন্দরের সিডিউল

বিমান বন্দরের সিডিউল


Cities_image
Cities_image

জোয়ার ভাটা

Cities_image